| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিশোরীর শরীর ভোগ করে , অন্য দিকে প্রতিবেশী রাষ্ট্রের ধর্ষিতার জন্য নারী অধিকার যব্দ করে এ রাষ্ট্র ,এক দিকে অদ্ভুত এক হিসাবে সুন্দরবন হারায়,অন্য দিকে অাদিবাসীর সম্পদ কেড়ে নেওয়াটা রাষ্ট্রের নৈতিকতা ,মিথ্যা দিয়ে বাঁধাই করা সব বই বিনা মূল্যে পাওয়া যায় সংবিধানের পাঠশালায়, কখনো আবার প্রতিবেশী দের বিনোদন দেওয়ার জন্য অামাদের মুখে সেলাই গেঁথে হেসে ফেলে রাষ্ট্রিয় ঈশ্বরের বংশ ধরেরা ,ব্লগে লিখলে ৭১ এর ধর্ম ও ধর্মের ঈশ্বরকে নিয়ে লিখতে হবে,নতুবা সে লেখক, নাস্তিক ব্লগার,এটাও সংবিধানের অনুলিপিতে সংকলিত।
©somewhere in net ltd.