| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অামরা কেবল কাচের দেয়ালে বন্দী।মাঝেমাঝে ছুটতে গিয়ে অশরীরীর সাথে ঢাক্কা খেয়ে থমকে উঠি।যখন প্রতিবাদে নিজেকে বিলিয়ে দিতে চায়।ঠিক তখন চারটি দেয়াল ক্রমশ এগিয়ে অাসে। হিংস্র চোখে যখন অসমাপ্ত গল্প গুলো প্রত্যক্ষ করি।তখন অালো বিহীন রাতেও চোখ বাধা থাকে।অামি স্বাধীনতা চেয়েছি বদ্ধ কাচের দেয়াল নয়।অামি অালো খুজেছি অশরীরী নয়।অামার হাত বেধে ওরা শিকার করছে অামায়, শিকল বাধা হাত খুলে দাও, দেখব তখন শিকার শিকারির জয়ের যুদ্ধ। কখনোই থেমে যাবে এই কন্ঠ। আমি চাই না স্বাধীনতা, কখনো চাইব না উন্মক্ত চিত্তে হাসতে,শুধু এদের জন্য নতুন একটা পরিচয় চাই।তবে কি কেউ অাছে, ওদের জন্য।
©somewhere in net ltd.