![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৩
আবুলের বাপ এগেইন বলেছেন: নিকটস্থ পয়েন্টে লাইনে দাড়ান।
২| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৮
পদ্মা_েমঘনা বলেছেন:
২৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৭
আবুলের বাপ এগেইন বলেছেন: আংগুলের ছাপ দিছেন?
৩| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৮
রোষানল বলেছেন: ধরেই নিলাম ত্রানা আফার চক্রান্তে ত্রিশ তারিখের পর সকল সিম কার্ড বন্ধ হয়ে যাবে তাই সকল অবলা অসহায়া বন্ধুদেরকে একটা ফ্রি পরামর্শ দিই।যত খুশি ত্রিশ তারিখের আগেই ইমারজেন্সি বালেন্স নিয়ে রাখুন।সারা জীবন তো তাদের অনেক দিয়ে গেলেন এখন কিছু নিয়ে নেন।পারলে নতুন আরো কিছু সিম কিনে ইমারজেন্সি ব্যালেন্স নিয়ে ফেলুন।তারা আপনার কাছে ধরা থাক আপনি ফ্রি থাকুন।
২৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৭
আবুলের বাপ এগেইন বলেছেন: অপপ্রচার চালিয়ে লাভ নাই।দেশ বিদেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি বর্গ বায়ুমেট্রিক করছেন। আপনিও করুন।
৪| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: হা হা হ।
২৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৩
আবুলের বাপ এগেইন বলেছেন: পাপন সাহেব বলেছেন,ক্রিকেটার নাসিরের ৮০টা সিম।ও কিভাবে বায়ুমেট্রিক করবে,বুঝতে পারছি না।
৫| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৫
ঝালমুড়ি আলা বলেছেন: মজার পোস্ট
২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৪
আবুলের বাপ এগেইন বলেছেন:
৬| ২৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৪
প্রামানিক বলেছেন: দারুণ
২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৭
আবুলের বাপ এগেইন বলেছেন: আপনার জন্য স্পেশাল আরেকটা।
৭| ২৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩১
মোঃ মাকছুদুর রহমান বলেছেন: ভালো লাগলো!
২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২০
আবুলের বাপ এগেইন বলেছেন: ব্রেকিং নিউজ:ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জরুরী মিটিং ক্যানসেল করে কিছুক্ষনের মধ্যে সিম নিবন্ধনের জন্য ঢাকায় আসবেন।তার শেষ ঢাকা সফরের সময় বাংলাদেশ সরকার তাকে একটি সিম উপহার দিয়েছিলো।সেটাই বায়োমেট্রিক করবেন বলে জানিয়েছে ভারতের দুতাবাস।
৮| ২৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৭
মোটা ফ্রেমের চশমা বলেছেন: রাজুরটা বেস্ট
৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৯
আবুলের বাপ এগেইন বলেছেন: আপনার জন্য আরেকটা স্পেশাল।
৯| ২৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৮
আরণ্যক রাখাল বলেছেন: মজাই মজা
৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৬
আবুলের বাপ এগেইন বলেছেন: আরও মজা লন।
১০| ২৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:১২
ক্লাউড বলেছেন: ট্রোল পেজগুলা মাঝে মাঝে বেশি জোস জিনিস শেয়ার করে। এক ইত্যাদির উপর নির্ভরতার দিন সেই কবেই শেষ।
দারুণ শেয়ার। আবুলের বাপের এটা কত নম্বর?
৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩১
আবুলের বাপ এগেইন বলেছেন: ফেসবুকের আআকর্ষন ট্রল পেজ।
আপনি মনে হয়,আমার কয় নম্বর নিকের কথা বলছেন। এটা আমার ৪ নম্বর নিক।আমি সামুর চরম বিমাতাসুলভ আচরনের স্বীকার। এই নিকের ও যায় যায় অবস্থা।২টা পোষ্ট সরিয়ে দিয়েছে অলরেডি।
১১| ২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৪
চিত্রনাট্য বলেছেন: বারাক ওবামার টা ভালো লেগেছে। ওরে দেখতে খুব ভালো লাগে তো, তাই।
মেঘ কইছে, আবুলের বাপের এটা কত নাম্বার? কিসের নাম্বার ভাই?
বিয়ের?
আবুলের বাপের _____ এটা কত নাম্বার?
৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৯
আবুলের বাপ এগেইন বলেছেন: উনি মে বি আমার নিকের কথা বলছেন।বিয়া ভাই একটা কইরাই জ্বালায় আছি। আপনারে চুপি চুপি বলি,আসল ব্যাপার হলো,আবুলের বাপ নিকটা বিয়ার আগে।বিয়ার পর আমি বর্তমানে এক মেয়ের জনক।তবে সে আবুলনী না,রাজকন্যা। রাজা না হয়েও আমি এখন নিজেকে রাজকন্যার বাপ বলে দাবী করি।আমার রাজকন্যার বয়স এখন ৫ মাস।দোয়া করবেন।
১২| ২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১১
আবুলের বাপ এগেইন বলেছেন:
১৩| ২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪০
রূপক বিধৌত সাধু বলেছেন: বিনোদনের অাখড়া!
৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৮
আবুলের বাপ এগেইন বলেছেন: দেখুনতো,বায়ুমেট্রিক করার জন্য প্রবাসীরা কিভাবে দেশে আসছেন।।
১৪| ২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৮
মুক্ত মনের বাক্য বলেছেন: যেই কম্পানি বন্ধ সিম চালুর জন্য ২জিবি করে ৮জিবি, আর হাজারে ৮হাজার জিবি, কুটিতে, ৮হাজার কুটি, কতো টাকার অফার তারা দিতো,, আর এহন কইতাছে, সিম বন্ধ কইরা দিবো??? হাহা হিহি হাহা হাঁ
৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২০
আবুলের বাপ এগেইন বলেছেন: ওরা সিম বন্ধ করলো ভাতে মরবো।
১৫| ২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০২
রাঙা মীয়া বলেছেন: হাহাপগে !
৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩২
আবুলের বাপ এগেইন বলেছেন: হাসির মধ্যেও সত্যি কথা।
১৬| ২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৪
সাদা মনের মানুষ বলেছেন: খিক খিক খিক........ভাইটামিনে ভরপুর
৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৭
আবুলের বাপ এগেইন বলেছেন:
১৭| ২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৮
অডি বলেছেন: ভাল হয়েছে।
৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪২
আবুলের বাপ এগেইন বলেছেন: ভ্রান্ত যুক্তি?
১৮| ২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৫
এইচ তালুকদার বলেছেন:
৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২২
আবুলের বাপ এগেইন বলেছেন: এইটা একটু অশ্লীল?
১৯| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: এখনো ঘাড়ত্যাড়া দলে আছী ভাবতে ভালই লাগে
হা হা হা
দারুন রম্য।
৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৬
আবুলের বাপ এগেইন বলেছেন: আপনার মত আমিও ঘাড়ত্যারা ও ধৈর্যশীল।
২০| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০৩
মশার কয়েল বলেছেন: কেউ আমারে এক সিলিন্ডার বায়োমেট্রিক্স অক্সিজেন দে ৷হাসতে হাসতে দম বন্ধ হইয়া গেল ৷
৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৭
আবুলের বাপ এগেইন বলেছেন: তাইলে আরেকটা।
২১| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৯
রিপি বলেছেন:
হা হা হা। অনেক মজার একটা পোস্ট। হাসতেই আছি।
৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৯
আবুলের বাপ এগেইন বলেছেন: তাহলে আরেকটা।
২২| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪১
অন্তু নীল বলেছেন: খারান, বায়োমেট্রিক হাসি হাইসা লই.........
"সিম হুদাই
রেজিস্ট্রেশন করে ভুদাই"
৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৪
আবুলের বাপ এগেইন বলেছেন: হাসতে হাসতে আরেকটা দেখেন।
২৩| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ২:২৭
সচেতনহ্যাপী বলেছেন: হাসির ভিটামিনে ভরা।। এই ট্যাবলেট প্রতিদিন খেতে পারলে অসুস্থতার গ্যারান্টি দেওয়া যাবে।। ফলাফল পাগলাগারদ।।
৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩০
আবুলের বাপ এগেইন বলেছেন: এইটা আরেকটা ভিটামিন।
২৪| ৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:০৫
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: প্রাণ খুলে হাসলাম অনেকক্ষণ ! ভাগ্য ভালো এখনো এরা হাসি, ঠাট্টা আর কৌতুকের বায়োমেট্রিক নিবন্ধনের আইন সংসদে পাশ করে বসে নি !!!
৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৬
আবুলের বাপ এগেইন বলেছেন:
২৫| ৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:২২
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন:
৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১২
আবুলের বাপ এগেইন বলেছেন: ইনারা কি বায়ুমেট্রিক করে খুশী?
২৬| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০০
কামরুন নাহার বীথি বলেছেন: পুরাই জটিল!!!!
৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৩
আবুলের বাপ এগেইন বলেছেন: আরেকটা জট্টিল।
২৭| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৭
চিত্রনাট্য বলেছেন: আপনার রাজকন্যা ভাল থাকুক , রাজকন্যার মতোই আদর ,স্নেহ , ভালবাসায় দিন কাটুক ৷
৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৭
আবুলের বাপ এগেইন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, শুভকামনার জন্য।
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪২
বিজন রয় বলেছেন: হা হা হা হা াহ