নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাশ থেকে ভালো কিছু হলে বাশই ভালো।

আবুলের বাপ এগেইন

আবুলের বাপ এগেইন › বিস্তারিত পোস্টঃ

এরা কোন বেহেশতী হুরের আশায় হাতে চাপাতি নিয়েছে।

০১ লা মে, ২০১৬ সকাল ১১:৩৫





প্রথম আলোর তিন আগের রিপোর্ট অনুযায়ী ১৪ ‘চাপাতি’ হামলায় তিন বছরে নিহত ১৪।গতকাল আরেকজন খুন হয়েছে। এঁদের মধ্যে ব্লগার, প্রকাশক, অনলাইন অ্যাকটিভিস্ট, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, পুলিশ ও ভিন্নমতের ব্যক্তিরা রয়েছেন। কিন্তু দু:খের বিষয় কেবল তেজগাঁওয়ে ওয়াশিকুর রহমানকে হত্যার পর এক হত্যাকারীকে ধরে ফেলেন লাবণ্য হিজড়া। এ ছাড়া আর কাউকে ঘটনাস্থল থেকে আটক করা যায়নি।পরবর্তিতে তার কি হলো,সে কাদের দলের,দলের নেতা কে,কিছুই বের করা সম্ভব হয়নি। অথচ এসব হামলার পর সরকার এবং পুলিশ কখনো বিএনপি-জামাত,কখনো আনসারুল্লাহ বাংলা টিম,কখনো জেএমবি,কখনো অন্য নামের জংগি সংগঠন দায়ী বলে বক্তব্য দিয়েছে।আর এসব হামলা হওয়ার পর রিটা খাজের থেকে বানী শুনি,আই এস নাকি দায় স্বীকার করেছে।আবার এক শ্রেনীর চুলকানিওয়ালদের কাছে শুনি,এগুলো ধর্মের নামে,বেহেশতের হুরের আশায় নাকি এসব হামলা করা হয়।অথচ দিনদুপুরে,সিসি ক্যামেরার সামনে হত্যা করা হলেও,কাউকেই যেখানে চিহ্নিত করা সম্ভব হয়নি, সুতরাং খামাখা জংগিদের কাজ চোখ বুজে বলা মানে বাংলাদেশের মানুষদের ছোটো করা।এদেশের মানুষ ধর্ম প্রান।কিন্তু এরকম উগ্র নয় যে,ভিন্নমত হলেই তাকে হত্যা করবে।দুয়েকটা ব্যতিক্রম থাকলেও থাকতে পারে।তবে তা প্রমান সাপেক্ষে হতে হবে।
এখন প্রশ্ন হলো,উপরে যাদের ছবি দেখছেন,তাদের এই ছবি দিয়েই প্রমান করা যায়,এরা চাপাতিওয়ালা এবং একটি বিশেষ ছাত্র সংগঠনের কর্মী। এরা কোন বেহেশতী হুরের আশায় চাপাতি হাতেনিছে?অথবা কোন বেহেশতী দালানের কথা বলে,এদের মগজ ধোলাই করছে এদের নেতারা।

মন্তব্য ১৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৬ সকাল ১১:৪৩

চিত্রনাট্য বলেছেন: কেউ চোখ বন্দ করে ঘুমাতে ছাইলে তাকে কেউ জাগাতে পারে না। সরকার এখন সেই পর্যায়ে আছে।

০১ লা মে, ২০১৬ দুপুর ১২:২৬

আবুলের বাপ এগেইন বলেছেন: এইগুলোর যদি ছবি পত্রিকায় প্রকাশ না হতো,তাহলে হয়তো এগুলোও জংগি সংগঠনের কাজ বলতো,আর আই এস দায় স্বীকার করে নিতো।৫/৬ মাস আগেও সরকার প্রানপন প্রমান করতে চেষ্টা করতো,এদেশে আই এস আছে,এখন আবার প্রানপন চেষ্টা করে বলতে,এ দেশে আই এস নাই।কিছুই বোঝে না জনগন।

২| ০১ লা মে, ২০১৬ দুপুর ১২:০৩

রাঙা মীয়া বলেছেন: এগুলিতো সব ছাত্রলীগ-যুবলীগের রিহার্সেলের ছবি ;)

০১ লা মে, ২০১৬ দুপুর ২:৩৮

আবুলের বাপ এগেইন বলেছেন: নিজেদের চাপাতিওয়ালাদের দমন করতে পারলে৯৯.৯৯% চাপাতি হামলা কমে যাবে।

৩| ০১ লা মে, ২০১৬ দুপুর ১২:১৪

বিক্ষুব্ধ জনতা বলেছেন: এগুলো নব্য মুক্তিযুদ্ধের ছবি!!!

০১ লা মে, ২০১৬ সন্ধ্যা ৬:১২

আবুলের বাপ এগেইন বলেছেন: আমাদের চাপাতিওয়ালা ব্রিগেড। ;)

৪| ০১ লা মে, ২০১৬ দুপুর ১২:৩০

মিস্টার কিলবিল বলেছেন: না ভাই!! এগুলো চাপাতির কোপ না!! আপনি যা কিছু দেখছেন সব সোনার ছেলেদের এক আধটু দুষ্টামি, এই আরকি? এই গুলো দেখে এত্ত মাইন্ড করা চলে!!!

০১ লা মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

আবুলের বাপ এগেইন বলেছেন: মাইন্ড করি নাই,নব্য চাপাতিওয়ালা মুক্তি ফৌজ কে সশ্রদ্ধ সালাম।

৫| ০১ লা মে, ২০১৬ দুপুর ১:৪৫

রাজীব বলেছেন: ব্যান খাইতে মন চায় নাকি?

০১ লা মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

আবুলের বাপ এগেইন বলেছেন: ব্যানের ভয় করি না,এর আগে ৪টা নিক গেছে।

৬| ০১ লা মে, ২০১৬ দুপুর ২:৫৫

রাঙা মীয়া বলেছেন: লেখক বলেছেন: নিজেদের চাপাতিওয়ালাদের দমন করতে পারলে৯৯.৯৯% চাপাতি হামলা কমে যাবে।

পুরাই সহমত

০১ লা মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

আবুলের বাপ এগেইন বলেছেন: নিজের দলে চাপাতিওয়ালা রেখে বাইরে খুজলে লাভ হবে?

৭| ০৮ ই মে, ২০১৬ সকাল ১১:১৭

একজন নজরুল অনুরাগী বলেছেন: আইন সুঙ্খলা পরিস্থিতি অন্য সময়ের চেয়ে ভালো এগুলো বিচ্ছিন্য ঘটনা সমগ্র মাত্র চিন্তিত হবার কিছুই নেই ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.