![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১) বাগমারায় এবার তালিকাভুক্ত শীর্ষ জেএমবি সদস্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। তাকে মনোনয়ন দেওয়ায় বাগমারা আওয়ামী লীগের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। ওই জেএমবি সদস্যের নাম আবদুস সালাম। গোয়ালকান্দি ইউনিয়ন থেকে তিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীক পেয়েছেন। বাংলাভাইয়ের ঘনিষ্ঠ এই সহযোগীর নাম গোয়েন্দা সংস্থা ও থানা পুলিশের তালিকায় রয়েছে। তার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর সরকার।
জেএমবি সদস্য পেলেন আ'লীগের মনোনয়ন!
২)
নাম প্রকাশে অনিচ্ছুক এক মুক্তিযোদ্ধা জানান, রাজাকার লাল মিয়াকে মুক্তিযোদ্ধারা পিটিয়ে আধ মরা করে, পরে গুলি করে মেরে ফেলে। তিনি আরো বলেন, "নজরুল ইসলাম বাবু এমন রাজাকারের মেয়েকে কেনইবা মনোনয়ন দিবেন না, তার বোন তিনি বিয়ে দিয়েছেন রাজাকারের ছেলের কাছে। রাজাকারের ছেলের-মেয়ের হাতে নৌকা তুলে দেয়া মুক্তিযোদ্ধাদের অবমাননার শামিল।"
আড়াইহাজারে ‘রাজাকারের মেয়ে’ পেলেন নৌকা প্রতীক
৩) এর আগের কয়েক ধাপেও নৌকা পেয়েছিলেন বেশ কিছু রাজাকার ও যুদ্ধাপরাধীর সন্তান, জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি ও বিএনপি থেকে সদ্য আসা লোকেরা। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।
এবারও রাজাকারের হাতে নৌকা
০৩ রা মে, ২০১৬ বিকাল ৪:৫৫
আবুলের বাপ এগেইন বলেছেন: নৌকা অনেক আগেই ডুবছে ৫ জানুয়ারী-২০১৪তে। এখন শুধু জোর করে প্রশাসন আর দলকানারা নিজেদের কাধে উঠিয়ে ভাসিয়ে রাখছে।
২| ০৩ রা মে, ২০১৬ বিকাল ৫:২৯
রানার ব্লগ বলেছেন: এ তো কিছুই না আমার নিজের চোখে দেখা যে বা যার পরিবার তার বাবা রাজাকার বলে এলাকায় থাকতে পারতো না এখন সেই লোক নাকি পাক্কা মুক্তিযোদ্ধা তার পোলায় করত শিবির এখন সে কবি হইয়া হটাত আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, গুন কবির না আঙ্গুলের সেটা নিয়া ধন্দে আছি, তো সেই পোলা আজকাল আওমিলিগ পন্থি লেখক দের লগে বড়োই দহরম মহরম। সুধু তাই না পুলিশের উচ্চু পর্যায় তার আনাগোনা চোখে পরার মত। হুজুগে আজ সব লীগ।
০৪ ঠা মে, ২০১৬ সকাল ৯:৪৩
আবুলের বাপ এগেইন বলেছেন: হুজুগে আজ যারা লীগ, কোনো একদিন লীগের পাপের সহযোগী হিসাবে লজ্জিত,অপরাধী,কুলঙ্গগার হিসাবে বিবেচিত হবে।
৩| ০৩ রা মে, ২০১৬ সন্ধ্যা ৭:২৫
আশরাফুল ইসলাম রাসেল বলেছেন: সত্য চাপা থাকে না। মূদ্রার ও পিঠেই ছিল, আমরা দেখিনি। আফটার অল- চোরে চোরে.....
০৪ ঠা মে, ২০১৬ সকাল ৯:৪৪
আবুলের বাপ এগেইন বলেছেন: মুদ্রার আসলে কোনো পিঠই দেখিনি,দেখেছি শুধু চেতনা।
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৬ বিকাল ৪:৪১
চাঁদগাজী বলেছেন:
গরু, ছাগল, ভেড়া, মহিষের ভারে নৌকা ডুববে