![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উপরে নুরানী ভেটকী মারা যার ছবি দেখছেন ,তিনি আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক বিভাগের সহযোগী অধ্যাপক মাহফুজুর রশিদ ফেরদৌস ।আর পরের ছবিতে তাকে অপসারন ও গ্রেফতারের দাবীতে ছাত্র-ছাত্রীদের আন্দোলন।অবশেষে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের ওই শিক্ষককে গত শনিবার সাময়িকভাবে বহিষ্কার করে কর্তৃপক্ষ এবং মঙ্গলবার দিবাগত রাতে কলাবাগান থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
এনার কৌশল অতি চমতকার। প্রথমে ছাত্রীদের মোবাইলে অথবা চ্যাটিং এ অশ্লীল প্রস্তাব/ছবি পাঠান।কোনো ছাত্রী যদি এই ফাদে পা দিয়ে সাড়া দেয়,তাহলে ব্লাকমেইল করে অনৈতিক সুযোগ নেন।
সাবধান,এদের পাতা ফাদে পা দেয়ার আগে চিন্তা করে নেবেন। সব শিক্ষকই বাবার মত নয়।
শুধুমাত্র এই সব কুলংগারদের নোংরা কৌশলের উদাহরন দেয়ার জন্য নিচের চ্যাটিং এর স্ক্রীন শট দিয়েছি। যা ফেসবুকে ভাইরাল।
০৫ ই মে, ২০১৬ বিকাল ৪:১৪
আবুলের বাপ এগেইন বলেছেন: ওনার কিন্তু বউ আছে।বিশেষ অঙ্গ কাটলে ওনার বউয়ের অনুমতি নিতে হবে। এর চেয়ে ওনার বিশেষ অংগে পাথর বেধে ঝুলিয়ে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে বেধে রাখা যেতে পারে।
সরি,কমেন্টের রিপ্লাই দেরী করে দেয়ার জন্য ।
২| ০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৪:৪৩
আমি তুমি আমরা বলেছেন: সাত দিনের রিমান্ডের আবেদন করেছে শুনলাম।দেখা যাক, শেষ পর্যন্ত কি হয়।
০৫ ই মে, ২০১৬ বিকাল ৪:১৭
আবুলের বাপ এগেইন বলেছেন: দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
৩| ০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৫:২৭
জহিরুল ইসলাম (রেহান) বলেছেন: আমাদের সমাজের ভাল শিক্ষকরাও এদের জন্য সম্মান হারাচ্ছে.।.।।।
০৫ ই মে, ২০১৬ বিকাল ৪:২২
আবুলের বাপ এগেইন বলেছেন: একমত,শিক্ষক হওয়ার আগে প্রত্যেকের কাউন্সেলিং দরকার।
৪| ০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৫:৩৪
গ্রিন জোন বলেছেন: তার গোপনাঙ্গে ইট ঝোলানো হোক।
০৫ ই মে, ২০১৬ বিকাল ৪:২৩
আবুলের বাপ এগেইন বলেছেন: কত নাম্বারের ইটা।১০ নাম্বার ইটা হলে চলবে?
৫| ০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৫:৪৯
আহলান বলেছেন: এসব ফষ্টি নষ্টি কত দিন ধরে চলছে ? একটায় না ধরা খাইছে, এরকম আরো তো থাকতে পারে .. আজকাল দেখছি এক হাতেই তালি বাজে .... !!
০৫ ই মে, ২০১৬ বিকাল ৪:২৬
আবুলের বাপ এগেইন বলেছেন: এরকম অনেক আছে।
তালি বাজাইতে চাইছিলো কুলাঙ্গাগারটা।তবে আরেক হাত এ যাত্রায় সাড়া না দেয়ায় ধরা খাইছে।
৬| ০৪ ঠা মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩০
স্টিভ অস্টিন বলেছেন: what a pimp. its a shame to have this type man in teaching. he also needs to be suspended from BUET.
০৫ ই মে, ২০১৬ বিকাল ৪:২৭
আবুলের বাপ এগেইন বলেছেন: yes.agreed
৭| ০৪ ঠা মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭
যোগী বলেছেন:
এই কালপ্রিটটার ব্যাপারে বেশি কিছু আসছেনা মিডিয়ায়। ব্যাপারটা কী?
সকল ভুক্তভোগী ছাত্রীদের কাছে অনুরোধ থাকবে কোন শিক্ষকের অপকর্মের কংক্রিট প্রমান হাতে আসলে ভয় বা লজ্জা না পেয়ে তাড়াতাড়ি আইনের আশ্রয় নিতে।
০৫ ই মে, ২০১৬ বিকাল ৪:৩৩
আবুলের বাপ এগেইন বলেছেন: আরো কিছু প্রমান আসছে।
৮| ০৪ ঠা মে, ২০১৬ রাত ১০:৩৪
রূপক বিধৌত সাধু বলেছেন: এই ধরণের চরিত্রহীন দুষ্ট লোকগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে অন্যান্য শিক্ষকদের সম্মান ক্ষুণ্ণ করছে । এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত ।
০৫ ই মে, ২০১৬ বিকাল ৪:৪২
আবুলের বাপ এগেইন বলেছেন: কি ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি আশা করেন?
৯| ০৪ ঠা মে, ২০১৬ রাত ১০:৪১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: জানিনা তার সন্তানদের মনে এখন কী বয়ে যাচ্ছে। অবশ্য তিনি বলবেন এসব অপপ্রচার!!!
০৫ ই মে, ২০১৬ বিকাল ৪:৪৮
আবুলের বাপ এগেইন বলেছেন: অপপ্রচার বললেও পার পাওয়া যাবে না।অনেক প্রমান কতৃপক্ষের হাতে আছে।
১০| ০৫ ই মে, ২০১৬ রাত ১২:০৫
বিপরীত বাক বলেছেন: নুরানী চেহারার লোকটা নুর দিয়ে হুর বশীভুত করার কর্মকান্ডে লিপ্ত। বেশ তো।
০৫ ই মে, ২০১৬ বিকাল ৪:৪৯
আবুলের বাপ এগেইন বলেছেন: কিন্তু এই হুর ওনার কথায় বশীভুত হয়নি।
১১| ০৫ ই মে, ২০১৬ রাত ১:১১
পবন সরকার বলেছেন: এই সব কুলাঙ্গারদের বিচারের আওতায় আনা দরকার।
০৫ ই মে, ২০১৬ বিকাল ৪:৫৩
আবুলের বাপ এগেইন বলেছেন: দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছ।
১২| ০৫ ই মে, ২০১৬ রাত ১:২৩
মোস্তফা ভাই বলেছেন: রোমান্টিক শিক্ষক, ছাত্রীদের ভালোবসে, রং ঢং করে। কয়েকদিন রিমান্ডে থাকলে বেশ ভালো হবে।
০৫ ই মে, ২০১৬ বিকাল ৫:০৫
আবুলের বাপ এগেইন বলেছেন: রিমান্ডে কি রং ঢং হবে না?
১৩| ০৫ ই মে, ২০১৬ রাত ১:৪৬
সচেতনহ্যাপী বলেছেন: গাড়ি এবং অর্থ যার আছে তার সাতখুন মাফ, এটা জানেন না!!
০৫ ই মে, ২০১৬ বিকাল ৫:০৬
আবুলের বাপ এগেইন বলেছেন: এই জায়গাই কবি থুক্কু জনগন দুর্বল।
১৪| ০৫ ই মে, ২০১৬ রাত ১:৫০
নয়ন্ বলেছেন: ছোটবেলায় পড়সিলাম
সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি।
আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভাল মনে।
শালার! এমনে আদেশ মানতে গেলে তো সব লাইন ধইরা প্রেগন্যান্ট হইব
০৫ ই মে, ২০১৬ বিকাল ৫:০৭
আবুলের বাপ এগেইন বলেছেন: এই গুলা গুরু জন না, ভাদ্র মাসের কুত্তা।
১৫| ০৫ ই মে, ২০১৬ ভোর ৫:২২
মশার কয়েল বলেছেন: ঘটনা হইতাছে,এই লুচ্চা গুইলা শিক্ষক হয় ক্যামনে?
০৫ ই মে, ২০১৬ বিকাল ৫:০৮
আবুলের বাপ এগেইন বলেছেন: মেধাবী হলেই চরিত্রবান মানুষ হওয়া যায় না।
১৬| ০৫ ই মে, ২০১৬ সকাল ৮:৫২
প্রীতম বলেছেন: এদেশে সরিসার ভেতর ভুতে ভর্তি।
উঝা ভুতেদের ঝাড়া ঝাড়ি দেখেই জীবন শেষ হয়ে যাবে।
সত্তা বেচে এখন আমরা অমানুষ। কোন আশা দেখিনা।
০৫ ই মে, ২০১৬ বিকাল ৫:১০
আবুলের বাপ এগেইন বলেছেন: তবুও আশায় আছি একদিন পরিবর্তন হবেই।
১৭| ০৫ ই মে, ২০১৬ সকাল ১১:১৭
হাফিজ বিন শামসী বলেছেন: পহেলা বৈশাখে ছেলেরা মেয়েদের দেখে যদি একটু আধটু দুষ্টুমি করতে পারে। তাহলে শিক্ষক কেন তার ছাত্রীদের সাথে একটু আধটু পারবেনা? শিক্ষক বলে কি তার মন নেই। মেয়েগুলো বড়ই বেরসিক।
এ জাতির মগজে পচন ধরেছে।
০৬ ই মে, ২০১৬ সকাল ১১:৫৫
আবুলের বাপ এগেইন বলেছেন: অপসংস্কৃতি, হিন্দি চ্যানেল আর প্রশাসনের নির্লিপ্ততা ও উতসাহ জাতির মগজের পচনের কারন।
১৮| ০৫ ই মে, ২০১৬ সকাল ১১:৫৩
রানার ব্লগ বলেছেন: এরে ধইরা সকল টাইপের থেরাপি দেয়া হোক !!
০৬ ই মে, ২০১৬ সকাল ১১:৫৮
আবুলের বাপ এগেইন বলেছেন: তাইলেতো মইরা যাইবো।এর থেকে ওর বিশেষ অংগে ইট বেধে রাখা হোক।
১৯| ০৫ ই মে, ২০১৬ সকাল ১১:৫৮
চিত্রনাট্য বলেছেন: পুরুষ যদি শিক্ষকও হয় তারপরও পরিবর্তন হয় না। যেই লাউ সেই কদু।
০৬ ই মে, ২০১৬ দুপুর ১২:০১
আবুলের বাপ এগেইন বলেছেন: কথাটা সব ক্ষেত্রে ঠিক নয়।তাহলে এতদিনে আমাদের সমাজ ভেংগে যেতো।
২০| ০৫ ই মে, ২০১৬ দুপুর ১২:৫৩
ইথারে কয় বলেছেন: মধ্যযুগীয় কায়দায় তাকে নির্যাতন করা হোক। আইন নিজ হাতে একবারের জন্য তুলে নিন। সিস্টেমে তার কিছুই হইব না।
০৬ ই মে, ২০১৬ দুপুর ১২:০৫
আবুলের বাপ এগেইন বলেছেন: বরং সিস্টেম যাতে ঠিক মত চলে,সে ব্যাপারে সবাইকে এক সাথে দাবী তুলতে হবে।আইন নিজের হাতে তুলে নেয়া সমাধান নয়।
২১| ০৫ ই মে, ২০১৬ দুপুর ২:৩০
শরিফুল ইসলাম শোয়াইব বলেছেন: এদের মাথাটা সরকার ছেটে দিলেই বাকিদের চাপাতি হাতে নিতে হয়না।
০৬ ই মে, ২০১৬ দুপুর ১২:০৭
আবুলের বাপ এগেইন বলেছেন: এর ভিতরে আবার চাপাতি আসলো কেমনে।
২২| ০৫ ই মে, ২০১৬ বিকাল ৪:৫৪
যোগী বলেছেন: @শরিফুল ইসলাম শোয়াইব পুরাই কোপা ছামছু!
০৬ ই মে, ২০১৬ দুপুর ১২:১০
আবুলের বাপ এগেইন বলেছেন: ছামছু এখন সাভারে,
কোপাইতে কইছে শোয়াইবরে।
২৩| ০৫ ই মে, ২০১৬ বিকাল ৫:৩১
টিপলু বলেছেন: আবারও উহা প্রামাণ করিল- উচ্চশিক্ষিত হইলেই মানুষ হওয়া যায় না...
০৬ ই মে, ২০১৬ দুপুর ১২:১৩
আবুলের বাপ এগেইন বলেছেন: আপনার কথা অস্বীকার করার উপায় নাই।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৪:৩১
বিদ্রোহী সিপাহী বলেছেন: এইসব কুলাগাংরগুলো শিক্ষক হওয়ার যোগ্যতা পাইল কেমনে?
নাকি শিক্ষক হতে যোগ্যতা লাগে না?
কুলাগাংর হইলেই চলে?
এর বিশেষ অঙ্গটা কেটে ফেলা দরকার, তাহলে শিক্ষকরা কিছুটা হলেও স্বস্থি পাবেন