![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের বিজয় হবেই হবে - মিথ্যার পরাজয় অনিবার্য জেনো !
কুকুরের কাজ কুকুর করেছে
মানুষের কি শোভা পায়!
এই কবিতাটি আমার খুব দরকার। বহু আগে পড়েছিলাম।
কেউ যদি পারেন, কবিতাটির লেখকের নাম এবং
পুরো কবিতাটি লিখে জানালে ধন্যবাদ জানাবো।
২১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৮
আবুল কালাম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনার এই উপকার আমার অনেক কাজে লাগবে। ধন্যবাদ। লেখকের নামটা ?
২| ২১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৫০
ম্যাভেরিক বলেছেন: পথিক ও কুকুর।
সত্যেন্দ্রনাথ দত্ত ফারসি থেকে, সম্ভবত শেখ সাদী'র কবিতা, অনুবাদ করেছিলেন।
২১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৫২
আবুল কালাম বলেছেন: অনেক ধন্যবাদ।
৩| ২১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৫
আবদুল হক বলেছেন: কবিতাটার নাম "উত্তম ও অধম"!
৪| ২১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৩
hamidul বলেছেন: কবিতাটি এই,
উত্তম ও অধম
মূল : শেখ সা'দী
অনুবাদ : সত্যেন্দ্রনাত দত্ত
কুকুর আসিয়া এমন কামড়
দিল পথিকের পায়
কামড়ের চোটে বিষদাঁত ফুটে
বিষ লেগে গেল তাই।
ঘরে ফিরে এসে রাত্রে বেচারা
বিষম ব্যথায় জাগে,
মেয়েটি তাহার তারি সাথে হায়
জাগে শিয়রের আগে।
বাপেরে সে বলে র্ভৎসনা ছলে
কপালে রাখিয়া হাত,
তুমি কেন বাবা, ছেড়ে দিলে তারে
তোমার কি নাই দাতঁ?
কষ্টে হাসিয়া আর্ত কহিল
"তুই রে হাসালি মোরে,
দাঁত আছে বলে কুকুরের পায়ে
দংশি কেমন করে?"
কুকুরের কাজ কুকুর করেছে
কামড় দিয়েছে পায়,
তা বলে কুকুরে কামড়ানো কিরে
মানুষের শোভা পায়?
২১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২০
আবুল কালাম বলেছেন: অনেক ধন্যবাদ সবাইকে কবিতাটি মনে করানোর জন্য।
৫| ২১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৮
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: অনেক ধন্যবাদ সবাইকে কবিতাটি মনে করানোর জন্য।
৬| ২১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩১
আরি০০৯ বলেছেন: আরেক খান আছে হাল জামানার ...................
সাংবাদিক(উত্তম) ও আমেলীগ(অধম)
আমেলীগের নেতার কথায় চেলু নেতারা এসে
এমন পিডানি দিল সাংবাদিকের পিঠে,
ব্যথার চোটে বেচারা সাংবাদিকের
পিঠ ফেটে রক্ত পড়ে।
অফিসে ফিরে এসে সাংবাদিক বেচারা
বিষম ব্যথায় জাগে,
সহকর্মীরা তাহার তারি সাথে হায়
আফসুস আর উহু আহা শুধু করে।
সহকর্মীরা তাকে বলে র্ভৎসনা ছলে
পিঠে বুলাইয়া হাত,
তুমি কেন ভাই , ছেড়ে দিলে তাদের
তোমার কি নাই হাতঁ?
কষ্টে হাসিয়া সাংবাদিক কহিল
"তোমরা হাসালে মোরে,
হাত আছে বলে আমেলীগের (কুকুরের) চেলার গায়ে
হাত উঠাই কেমন করে?"
আমেলীগের( কুকুরের) কাজ আমেলীগ করেছে
তুলেছে সাংবাদিকের পিঠে হাত,
তাবলে সন্ত্রাসি আমেলীগরে পিটানো
সাংবাদিকের( মানুষের) শোভা পায়?
৭| ২২ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৫১
সামছুল আরেফিন বলেছেন: ধন্যবাদ হামিদুল ভাইকে। আমি মুখস্থ লিখতে গিয়ে কিছু ভুল করেছি, লেখকের নামও মনে ছিল না।
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৪২
সামছুল আরেফিন বলেছেন: উত্তম ও অধম
কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়
কামড়ের চোটে বিষদাত ফুটে বিষ লেগে গেলো তায়
ঘরে ফিরে এসে রাত্রে বেচারা বিষম ব্যাথায় জাগে
মেয়েটি তাহার তারি সাথে হায় জাগে শিয়রের আগে
বাপেরে সে বলে ভর্ত্সনা ছলে কপালে রাখিয়া হাত
তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে তোমার কি নাই দাত?
কষ্টে হাসিয়া আর্ত কহিল তুইরে হাসালি মোরে
দাত আছে বলে কুকুরের তরে কামড়ে কেমন করে?
কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়
তাই বলে কুকুরকে কামরানো কি মানুষের কি শোভা পায়!