নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিরাত্তার কতকথা

আবুনাছের আখন্দ

Judge me when you are perfect.

আবুনাছের আখন্দ › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসি....আমার সোনার বাংলা

০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৪

অসাধারণ সংগ্রহ!!!
জীবনে প্রথমবারের মতো পুরো গানটা মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম।


সবাই কে বিজয়ের মাসের শুভেচ্ছা।
.............................।
আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি।
চিরদিন তোমার আকাশ,
তোমার বাতাস,
আমার প্রাণে বাজায় বাঁশি ॥
ও মা, ফাগুনে তোর-
আমের বনে ঘ্রাণে পাগল করে,
মরি হায়, হায় রে--
ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে
আমি কী দেখেছি মধুর হাসি ॥
কী শোভা, কী ছায়া গো,
কী স্নেহ, কী মায়া গো--
কী আঁচল বিছায়েছ বটের মূলে,
নদীর কূলে কূলে।
মা, তোর মুখের বাণী-
আমার কানে লাগে সুধার মতো,
মরি হায়, হায় রে--
মা, তোর বদনখানি মলিন হলে,
ও মা, আমি নয়নজলে ভাসি ॥
তোমার এই খেলাঘরে-
শিশুকাল কাটিলে রে,
তোমারি ধুলামাটি অঙ্গে মাখি-
ধন্য জীবন মানি।
তুই দিন ফুরালে সন্ধ্যাকালে-
কী দীপ জ্বালিস ঘরে,
মরি হায়, হায় রে--
তখন খেলাধুলা সকল ফেলে,
ও মা, তোমার কোলে ছুটে আসি ॥
ধেনু-চরা তোমার মাঠে,
পারে যাবার খেয়াঘাটে,
সারা দিন পাখি-ডাকা ছায়ায়-
ঢাকা তোমার পল্লীবাটে,
তোমার ধানে-ভরা আঙিনাতে-
জীবনের দিন কাটে,
মরি হায়, হায় রে--
ও মা, আমার যে ভাই-
তারা সবাই, ও মা,
তোমার রাখাল তোমার চাষি ॥
ও মা, তোর চরণেতে-
দিলেম এই মাথা পেতে--
দে গো তোর পায়ের ধূলা,
সে যে আমার মাথার মানিক হবে।
ও মা, গরিবের ধন যা-
আছে তাই দিব চরণতলে,
মরি হায়, হায় রে--
আমি পরের ঘরে কিনব না আর,
মা, তোর ভূষণ ব'লে গলার ফাঁসি

মন্তব্য ২৩ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৮

SIMANTO বলেছেন: আমিও প্রথম শুনলাম। ভালো লাগলো।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৩

আবুনাছের আখন্দ বলেছেন: ধন্যবাদ।

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৩

বনশ্রী বলেছেন: নিজেও সংগ্রহে রাখলাম।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৪

আবুনাছের আখন্দ বলেছেন: শুভেচ্ছা থাকলো।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৮

আবুনাছের আখন্দ বলেছেন: SIMANTO, ভালো লাগলো আপনার ভালা লাগা।

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৯

আবুনাছের আখন্দ বলেছেন: বনশ্রী সংগ্রহে রাখার মতো সংগ্রহ। আপনাকে নিরন্তর শুভেচ্ছা।

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৮

বনশ্রী বলেছেন: জাতীয় সংগীত হিসাবে অর্ধেকটাই আমরা শুনি।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৪

আবুনাছের আখন্দ বলেছেন: সেইটাই হওয়া উচিৎ।

৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৩

আবুনাছের আখন্দ বলেছেন: বনশ্রী জাতীয় সংগীত হিসাবে পুরো গানটি আমাদের ধর্মীয় দিয়ে সাংঘর্ষিক।

৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৬

বনশ্রী বলেছেন: কেন.।??? সাংঘর্ষিক....???

০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩২

আবুনাছের আখন্দ বলেছেন: হয়তো....এটা আমার প্রতিক্রিয়া।

৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩২

আবুনাছের আখন্দ বলেছেন: বনশ্রী দেখুন হয়তো আমার মন্তব্যটি একান্তই আমার। এই ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গি অন্যরকম হতে পারে। পুরো কথাগুলি পড়লে হয়তো মনে হয় কিছুটা সাংঘর্ষিক। তবে আপনার দৃষ্টিভঙ্গির প্রতি আমি শ্রদ্ধাশীল। এই বিষয়টি নিয়ে বিরুপ সমালোচনা না করি। মূল দৃষ্টিভঙ্গি গানটি আমার ভাল লেগেছে এটাই শেষ কথা।

৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৫

বনশ্রী বলেছেন: সহমত থাকলো....

১০| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৬

রংধনু ১০ রং বলেছেন: ভালো লাগলো।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৮

আবুনাছের আখন্দ বলেছেন: জেনে ভালো লাগলো।

১১| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৮

সানজিভ বলেছেন: দারুন।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৫

আবুনাছের আখন্দ বলেছেন: ☺☺☺☺☺☺

১২| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৫

Ariful448 বলেছেন: ধন্যবাদ।

১৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৭

আরমান কায়েস বলেছেন: আমি আগেও শুনেছি, যদিও শিল্পি এরা ছিলেন না..আপনার পোষ্টের জন্য ধন্যবাদ।

১৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১১

Pluto বলেছেন: নিজেও শুনলাম

১৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৪

টেরাথোমিটার বলেছেন: ভালোবাসার গানটি ভালো লাগলো।

১৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১২

টেরাথোমিটার বলেছেন: রবীন্দ্রনাথ আপন মহিমায় উদ্ভাষিত তাঁর অনন্য সৃষ্টির জন্য। তাঁর কবিতা মনকে প্রশান্তি দেয়, ভালোবাসার মাহাত্মকে অনন্য স্হান দান করে। প্রিয় ব্যক্তির প্রতি রইল অনেক শ্বশ্রদ্ধ ভালবাসা।

১৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২১

আরমান কায়েস বলেছেন: আমিও এই প্রথম পুরো গানটা শুনলাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.