![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই আমাদের দেশ। যে দেশে মানুষের নিরাপত্তা নাই। যেখানে মানুষকে সচেতন না অসচেতন করা হয়। সাভারে যে বিল্ডিংটি আজকে সকালে ধসে পড়েছে সেখানে কোন লোকই থাকার কথা নয় কিন্তু আজকে তাদেরকে বাধ্য করা হয়েছে বিল্ডিংটিতে কাজে যাওয়ার জন্য। যারা বাধ্য করেছে শুধুমাত্র তাদের জন্য আজকে হাজার হাজার মানুষের জীবন যেতে বসেছে। ওইসব কুত্তার বাচ্চাদের শাস্তি দরকার। যারা মানেনা কোন নিয়মকানুন।
বিল্ডিংটির মালিক নাকি যুবলীগ নেতা। যুবলীগ নেতা বলেই কি বিল্ডিংটির এই অবস্থা।
আর কতকাল এই মানুষগুলোকে এমনভাবে মরতে হবে ?
আর কতদিন আমাদের এমন লাশের পর লাশ দেখতে হবে ?
আর কত জীবন গেলে তাদের বিবেকবোধ জাগ্রত হবে ?
©somewhere in net ltd.