![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজধানীর খিলগাঁওয়ে পরকীয়ার টানে প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে কুপিয়ে হত্যা করেছে এক গৃহবধূ। নিহত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম (৩৪)। উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। গত মঙ্গলবার রাজধানীর খিলগাঁওয়ে এ ঘটনা ঘটে। পুলিশ জাহাঙ্গীরের স্ত্রী বকুল বেগম ও তার প্রেমিক দুলালসহ আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে।
নিহত জাহাঙ্গীরের ভাই আলীম জানান, খিলগাঁওয়ের টেকপাড়ার বকুল বেগমের সঙ্গে জাহাঙ্গীর আলমের ১৪ বছর আগে বিয়ে হয়। বেশ কয়েক মাস ধরে দুলাল নামের এক ব্যক্তির পরকীয়ায় জড়িয়ে পড়ে বকুল বেগম। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গত মঙ্গলবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। এরপর দুলালকে বাসায় ডেকে আনে বকুল বেগম। দুলাল তার ৩-৪ জন সহযোগী নিয়ে ওই বাসায় যায়। কথা কাটাকাটির একপর্যায়ে তারা জাহাঙ্গীরকে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে আহত অবস্থায় জাহাঙ্গীরকে তারাই আবার রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৩টার দিকে জাহাঙ্গীরের মৃত্যু হয়। স্বামীর মৃত্যুর পর বকুল বেগম কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে জাহাঙ্গীরের স্বজনরা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ গিয়ে হাসপাতাল থেকে জাহাঙ্গীরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সাজেদুল হক জানান, এ বিষয়ে খিলগাঁও থানায় স্ত্রীসহ ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
©somewhere in net ltd.