নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনলাইন প্রফেশনাল, ফ্রিল্যান্সার। বিগত ৫ বছরের অধিক সময় ধরে ডিজিটাল মার্কেটিং ও ওয়েব ডিজাইন সেক্টরে অনলাইন প্রফেশনের সাথে যুক্ত আছি। নতুন কোনকিছু শেখা এবং অন্যকে শেখাতে ভালোবাসি। অবসর সময়ে বই পড়তে পছন্দ করি। বিভিন্ন ব্লগে লেখালেখি সহ অনলাইন প্লাটফর্মে দীর্

আবু সালেহ শুভ

অনলাইন প্রফেশনাল, ডিজিটাল মার্কেটার, ওয়েব ডিজাইনার।

আবু সালেহ শুভ › বিস্তারিত পোস্টঃ

নির্জনতার মাঝেই আমি নিজেকেই খুঁজে পাই..

২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪২

রাত্রি যখন নিঝুম হয়
নিস্তব্ধ হয় পৃথিবী,
ঘুমিয়ে পড়েছে সকল কিছু
নিশ্চুপ রয়েছে সবই।
মাঝে মাঝে নিস্তব্ধতা ভাঙ্গে
ঝিঁ ঝিঁ পোকার ডাকে,
বাঁকা চাঁক উঁকি মারে
মেঘের ভেলার ফাঁকে।
বনের মধ্যে চলছে যখন
আলো আঁধারির খেলা,
আকাশজুড়ে বসেছে তখন
সহস্র তারার মেলা।
রূপালী জোছনা প্লাবিত করেছে
সুপ্ত এই প্রকৃতিকে,
তারার আলো সাজিয়ে দিয়েছে
রাতের নিস্তব্ধতাকে।
এরই সাথে যুক্ত হয়েছে
ক্ষুদ্র জোনাকীর আলো,
কে বলবে আঁধারের রূপ
লাগে বড় কালো?
নিশাচর পশুরা বেরিয়ে পড়েছে
খাবারের সন্ধানে,
নদীর পানি ফুলে উঠেছে
জোয়ারের প্লাবনে।
বাতাস যখন বয়ে চলে
বনের ভিতর দিয়ে,
বনের বৃক্ষ শামিল হয়
মর্মর ধ্বনি দিয়ে।
এরই মাঝে একাকী আমি
উদ্দেশ্যহীন হেঁটে যাই,
নির্জনতার মাঝেই আমি
নিজেকেই খুঁজে পাই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৫

আনিসা তাবাসসুম বলেছেন: অনেক সুন্দর

১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৭

আবু সালেহ শুভ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.