নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনলাইন প্রফেশনাল, ফ্রিল্যান্সার। বিগত ৫ বছরের অধিক সময় ধরে ডিজিটাল মার্কেটিং ও ওয়েব ডিজাইন সেক্টরে অনলাইন প্রফেশনের সাথে যুক্ত আছি। নতুন কোনকিছু শেখা এবং অন্যকে শেখাতে ভালোবাসি। অবসর সময়ে বই পড়তে পছন্দ করি। বিভিন্ন ব্লগে লেখালেখি সহ অনলাইন প্লাটফর্মে দীর্

আবু সালেহ শুভ

অনলাইন প্রফেশনাল, ডিজিটাল মার্কেটার, ওয়েব ডিজাইনার।

আবু সালেহ শুভ › বিস্তারিত পোস্টঃ

বাবা দিবসে সকল বাবাদের জানাই ভালোবাসা এবং শ্রদ্ধা।

১৬ ই জুন, ২০১৯ রাত ১১:১৩

বাবা শুধু একজন মানুষ নন, স্রেফ একটি সম্পর্কের নাম নয়। বাবার মাঝে জড়িয়ে আছে বিশালত্বের এক অদ্ভুত মায়াবী প্রকাশ। বাবা নামটা উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো বয়সী সন্তানের হূদয়ে শ্রদ্ধা কৃতজ্ঞতা আর ভালোবাসার এক অনুভব জাগে মানুষটি কতভাবে অবদান রেখে যান সন্তানের জন্য, যার চুলচেরা হিসাব করে কেউ বের করতে পারবেন না। বাবার কাঁধটা কি অন্য সবার চেয়ে বেশি চওড়া? তা না হলে কি করে সমাজ সংসারের এতো দায়ভার অবলীলায় বয়ে বেড়ান বাবা। বাবার পা কি অন্য সবার চেয়ে অনেক বেশি দ্রুত চলে? নইলে এতোটা পথ এতো অল্প সময়ে কি করে এতো শক্ত করে সব কিছু আগলে রাখেন বাবা। আর বাবার ছায়া ...?
সেটাও শেষ বিকেলের বটগাছের ছায়ার চাইতেও বড়। বড় যদি না হবে তবে জীবনের এতো উত্তাপ থেকে কি করে সন্তানকে সামলে রাখেন বাবা আর বাবার চোখ? সেটাও কি দেখতে পায় কল্পনার অতীত কোনো দূরত্ব। তা না হলে কি করে সন্তানের ভবিষ্যত্ ভাবনায় শঙ্কিত হন বাবা। সত্যি বলতে কি বাবাকে নিয়ে আমরা কেউই এমন করে কখনও ভাবি না। শুধু আমাদের বাবা, শত সাধারণের মাঝেও অসাধারণ হয়ে ওঠা আমাদের জনক, আমাদের অকাতরে ভালোবেসে যান তার সামর্থ্যের শেষ বিন্দুটুকু দিয়ে। উজাড় করে দেন তার সবকিছুই শুধু তার সন্তানের জন্য। তার যা কিছু আছে নিজের জন্য আর অবশিষ্ট রাখেন না কোনোভাবেই। সবকিছু উজাড় করে দেয়ার পরও তাকে কোনোভাবে নিঃস্ব বলে মনে হয় না। মনে হয় তিনি যেন পরম তৃপ্তিতে আরও পরিপূর্ণ হয়ে উঠেছেন। বরং শ্রমে ঘামে স্নেহে সন্তানকে তিলে তিলে বড় করে তুলতে সচেষ্ট বাবা মহান সৃষ্টিকর্তার সান্নিধ্যেও ফরিয়াদ জানান তার সন্তানের মঙ্গলের জন্য। আর বাবার সেই আহ্বান হয়ত গর্বিত করে তোলে অন্তর্যামীকেও।
পৃথিবীর সকল বাবাদের জানায় অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা।
বেচে থাকুক সকল বাবারা সুস্থভাবে অনন্তকাল।
❤❤❤❤❤
#বাবা_দিবস

P:C: moment of 2011

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৯ সকাল ৭:৫৩

রাজীব নুর বলেছেন: ভালো থাকুক প্রিথিবীরত সব বাবা।

২| ১৯ শে জুন, ২০১৯ রাত ৩:১৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাবা দিবসে অনেক বাবারা অসহায়,
তাদের সন্তানদের ভরন পোষন বা লেখাপড়ার
খরচ কি ভাবে চলবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.