নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিদিন অনবরত চেষ্টা করছি একজন মানুষ হয়ে উঠার।

শিপন মোল্লা

আমি কারো মতন নয়ই, একান্তই আমার মতো। বন্ধু-বান্দব আর পারিবারিক সব সম্পখের ক্ষেএে ভীষণ আন্তরিক। হাসি-খুশি আর দলবল নিয়ে ২৪ ঘন্টাই আড্ডায় থাকতে ভালবাসি। ভালোবাসি সাদা গোলাপ আর প্রিয়তমাকে। আমি এক আল্লাহ্‌র ইবাদত করি আর হজরত মুঃ সাঃ কে অনুসরন করি। সৃজনশীল বিষয়ে আগ্রহ করি। রাজনীতি আমার রক্তের সাথে মিশে গেছে বা আছে। জিয়াকে মডেল করে সমাজের ভাল পরিবর্তনের চেষ্টায় আছি। বর্তমান পরিবেশে দেশে কিছু করার মুরোদ রাখিনা তাই পরবাসী আছি। দেশ ও দেশে বসবাস করা প্রিয় মানুষদের জন্য অনবরত হৃদয়ে রক্তক্ষরণ হয়। নিজের অনুভূতি,অস্তিত্ব আর ভালোলাগা গুলো পরে থাকে প্রিয় জয়পাড়ায় যেখানে আমার শৈশব আর কৈশোর কেটেছে। দুঃখ একটাই জীবনে কোথাও শ্রেস্ট হতে পারিনি। আমি লিখতে পারিনা,আর লিখা লিখি করার জন্যও আমি ব্লগে আসিনি। আমি পড়তে এসেছি। নিজেকে একজন ভাল পাঠক বলে দাবি করি।

শিপন মোল্লা › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন দেখো আকাশ ছুয়ার

০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৫

নিজের মাধা উঁচু করে ধরো মেঘের রাজ্য ছাড়িয়ে সুদূর আকাশে, কিন্ত নিজের পা যেন মাটিতে থাকে।



তোমরা তরুন প্রজন্ম অবশ্যই স্বপ্ন দেখবে, নতুন কিছু করার, বিশ্বকে নতুন কিছু দেওয়ার , কিন্ত যাই- ই চিন্তা করো না কেন, সেটা সফল করার পদ্ধতিটা যেন অবশ্যই বাস্তবসম্মত হয়। সব-সময় বড় চিন্তা করো, প্রথাগত স্বপ্নের বাইরে সীমানা ছড়ানো স্বপ্ন দেখো। আমি তোমাদের বলবো, বিশেষ করে তরুণ শিক্ষার্থীদের সব সময় স্পষ্টবাদী সাহসী ও নির্ভীক হতে। বড় কিছু করার চিন্তা করো, তোমার ভবিষ্যৎ কিন্ত একে বারে শুধুই তোমার হাতে। নিজের স্বাধীন চিন্তা-চেতনাকে কাজে লাগাও নিজেকে ছাড়িয়ে যাওয়ার জন্য নিজের চেয়ে বড় কিছু হওয়ার জন্য এবং এটা সম্ভব।



সবাইকে বিশ্বাস করতে হবে যে নিজেদের নেতাদের কাছ থেকে সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে সব মানুষের এবং এটাও জনগনের একটা মৌলিক অধিকার। তিনি আরো বলেন, কোরিয়ার একটা প্রবাদ আছে,তোমার হাতে যতগুলোই সুন্দর মুক্তা থাকুক না কেন,এগুলো যদি একসঙ্গে একই সুতোয় না গাথো, তাহলে কখনোই একটা সুন্দর গলার হার বানাতে পারবেনা



কখনোই স্বার্থপরদের সুযোগ দিয়োনা তোমাকে পেছনে ধরে রাখতে, পুরো দুনিয়ায় পরিবর্তন আনার ক্ষমতা এবং শক্তি তোমার নিজের মধ্যেই আছে। ভবিষ্যতের সুন্দর একটা বিশ্ব গড়াতে পারো তুমিই। এ বিশ্বাসটা তোমার থাকতে হবে। নিজের ওপর আস্থা থাকতে হবে। সুন্দর পৃথিবী গড়ে তোলার দায়িত্ব তোমাদেরই নিতে হবে। তোমরাই গড়ে তুলবে সুন্দর এক পৃথিবী। অনেক শুভ কামনা রইলো তোমাদের প্রতি আশা করি, তোমরা সবাই সামনের দিন গুলোর জন্য নিজের একটা সুন্দর লক্ষ্য নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।



বান কি মুনের বক্তব্যের কিছু অংস্য বিশেষ। আমার মেয়ে শিথির জন্য সংগ্রহে রাখলাম।



মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪১

ভুল উচ্ছাস বলেছেন: এবং অবশ্যই হতে হবে স্পষ্টবাদী, কাউকে অন্ধ অনুসরন নয়, নিজের কাজ, নিজের কথায় স্বচ্ছতা এসবই হওয়া উচিত। কিন্তু আমরা কি আদৌ হচ্ছি এমন?

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৫

শিপন মোল্লা বলেছেন: সেটাই তো হয়া উচিত ছিল।

আজ আমাদের সমাজের উপর তলার লোকেরা ও মিডিয়ার লোকবল সকলে তাদের বিবেক বন্ধক রেখে চলছে ভাই। কি আর বলবেন।

২| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৫

মাক্স বলেছেন: ভালো লাগলো!

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৫

শিপন মোল্লা বলেছেন: ধন্যবাদ মেক্স ভাই

৩| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৮

আমি বাঁধনহারা বলেছেন:

ভালো লাগল।++++++


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৭

শিপন মোল্লা বলেছেন: হা দোয়া করবেন ভাল থাকার জন্য। দোয়া ছাড়া আর কোন পদ নাই ভাই।

৪| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:

ভালো লাগল +++

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৯

শিপন মোল্লা বলেছেন: ধন্যবাদ ভাই ।

৫| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:১৫

মাক্স বলেছেন: আ কার রে এক্কেবারে এ কার বানাইয়া দিলেন? :|

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৫

শিপন মোল্লা বলেছেন: কোথায় ?

৬| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লাগা রেখে গেলাম,,,,,,,,,

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৫

শিপন মোল্লা বলেছেন: অনেক ধন্যবাদ।

৭| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৮

স্বপনবাজ বলেছেন: মানুষ টার স্বপ্নের সমান বড় ! শিথির জন্য শুভকামনা !

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৬

শিপন মোল্লা বলেছেন: ধন্যবাদ সপ্নবাজ।

৮| ১০ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৫

রোকেয়া ইসলাম বলেছেন: অনেক ভালো লাগলো।
সুন্দর এই পোষ্টের জন্য +++++++++++++
যাবার আগে ভালো লাগা বাটনটাতে চাপ দিতে একটুও ভুলি নাই......

৯| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৯

টুনটুনি সুখি বলেছেন: লেখাটা ভাল লাগল , শিথির জন্য সুভকামনা ।

১০| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:০১

তারছেড়া লিমন বলেছেন: মেয়ে কেমন আছে ভাই?

১১| ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩৭

শায়মা বলেছেন: তোমার পুচ্চিটার জন্য অনেক অনেক শুভকামনা ভাইয়া!:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.