![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কারো মতন নয়ই, একান্তই আমার মতো। বন্ধু-বান্দব আর পারিবারিক সব সম্পখের ক্ষেএে ভীষণ আন্তরিক। হাসি-খুশি আর দলবল নিয়ে ২৪ ঘন্টাই আড্ডায় থাকতে ভালবাসি। ভালোবাসি সাদা গোলাপ আর প্রিয়তমাকে। আমি এক আল্লাহ্র ইবাদত করি আর হজরত মুঃ সাঃ কে অনুসরন করি। সৃজনশীল বিষয়ে আগ্রহ করি। রাজনীতি আমার রক্তের সাথে মিশে গেছে বা আছে। জিয়াকে মডেল করে সমাজের ভাল পরিবর্তনের চেষ্টায় আছি। বর্তমান পরিবেশে দেশে কিছু করার মুরোদ রাখিনা তাই পরবাসী আছি। দেশ ও দেশে বসবাস করা প্রিয় মানুষদের জন্য অনবরত হৃদয়ে রক্তক্ষরণ হয়। নিজের অনুভূতি,অস্তিত্ব আর ভালোলাগা গুলো পরে থাকে প্রিয় জয়পাড়ায় যেখানে আমার শৈশব আর কৈশোর কেটেছে। দুঃখ একটাই জীবনে কোথাও শ্রেস্ট হতে পারিনি। আমি লিখতে পারিনা,আর লিখা লিখি করার জন্যও আমি ব্লগে আসিনি। আমি পড়তে এসেছি। নিজেকে একজন ভাল পাঠক বলে দাবি করি।
কোন একটি ডাহা মিথ্যা বার বার প্রচার করলে একদিন লোকে তাকে সত্য বলে গ্রহন করে। If you tell a lie big enough and keep repeating it, people will eventually come to believe it. হিটলারের মন্ত্রী জোসেফ গোয়েবলস এই তত্ত্ব দিয়ে অনেক আগেই ইহজগৎ ত্যাগ করলেও এই তত্ত্বটি আওয়ামী লীগের নেতা কর্মীদের ঘারে ভালোভাবেই চেপে বসে আছে। আর এই তত্ত্বটি বেশি প্রয়োগ করেছে তারেক জিয়ার উপর। ২০০১ সালের নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করার পরই আওয়ামীলীগ বিরামহীন ভাবে তারেক জিয়ার বিরুদ্ধে কোনরকম তথ্য প্রমান ছারাই দুর্নীতি ও লুটপাটের নানা কল্পকাহিনী নিয়ে মেতে থাকে। এ দেশের মহাপ্রক্রামশালি মিডিয়া একটি বড় অংশ এবং তথাকথিত সুশীল সমাজের পৃষ্ঠপোষকতায় দুর্নীতির কল্পকাহিনী ব্যাপক প্রচার করতে থাকে এবং বলতে দ্ধিধা নেই অহর্নিশ এই প্রচারণার ফলে গোয়েবলসের তত্ত্ব অনুযায়ী জনগণের মধ্যে কিছু দ্ধিধাদ্ধন্দেরও সৃষ্টি হয়েছে।
এই দেশের রাজনীতিতে কোন রাজনৈতিক নেতাই ১০০% বিশুদ্ধ নন, হলে তিনি রাজনৈতিক নেতা নন। তারেক জিয়ার ভুলভ্রান্তি আছে। তবে তার থেকে বেশি অপপ্রচার তার নামে, কারন তিনি অনেকেরই গলার কাটা। আগের টেনিওরে তারেক জিয়ার সঙ্গী-সাথী ভাল ছিলনা, সুবিধাবাদীরা সুযোগ নিয়ে কেটে পড়েছে এবং সবাই তার নাম ভাঙ্গিয়ে টাকা খেয়েছে যার সব দোষ একা তারেক জিয়ার উপরে পড়েছে।
১/১১র অবৈধ সরকারের আমলে বিএনপি দল হিসাবে সবচেয়ে নির্যাতিত হয়েছে আর তারেক জিয়া ব্যাত্তি হিসাবে সবচেয়ে নিগৃহীত হয়েছে। তারপরও তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা মামলা গুলি একবার বিশ্লেষণ করলেই কে কতো বড় দুর্নীতিবাজ সেটা পরিস্কার হয়ে যায়।
তত্ত্বাবধায়ক সরকারের আমলে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজির চারটি মামলাসহ মোট ১৬টি মামলা দায়ের হয়েছিল। আর এর মধ্যে প্রাথমিক তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হয়ে ছিল তিনটি মামলার। পক্ষান্তরে তারেক জিয়ার বিরুদ্ধে দায়ের করার মামলার সংখ্যা ছিল চারটি এবং কোন মামলাই চার্জশিট দাখিল করা সম্ভব হয়নি। অর্থাৎ মামলার সংখ্যার দিক থেকে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামালার সংখ্যা তারেক জিয়ার বিরুদ্ধে করা মামলার সংখ্যার থেকে তিনগুন বেশি। আর শেখ হাসিনার বিরুদ্ধে আনিত অভিযোগ গুলির মধ্যে তিনটিতে চার্জশিট দেওয়া হয়ে ছিল। অন্যদিকে শত নির্যাতনের পরেও তারেক জিয়ার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার কোন চার্জশিট করতে পারেনি। সুসিলদের দের বলতেছি শুধু অভিযোগ দায়ের করার পরিপ্রেক্ষিতে যদি তারেক জিয়াকে দুর্নীতিবাজ আখ্যায়িত করা হয় তাহলে যাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়ে ছিল তাদেরকে কি বলা হবে ?
খিয়াল করেন, নাসিম শুধু দুর্নীতিবাজ হওয়ার কারনে নির্বাচনে অযোগ্য হয়ে ছিলেন। আরো অনেক নেতাই আজকে এত করাপ্টেড হয়েও রাজনৈতিক ময়দানে খুল্লাম খুল্লা ঘুরে বেড়াচ্ছেন, আর তারেক রহমানের মেরুদন্ড ভেঙ্গেছে, এখনও পুরোপুরি সুস্থ নন। দেশছাড়া হয়েছেন। উনি ছারা আর কাউকে ভুক্তভোগী হতে দেখিনা। কেন এই বৈষম্য তারেকের প্রতি? নিছক অপরাধী হলে তো এমন হতনা। চোখ খুলেন দয়া করে।
৩১ শে মে, ২০১৩ রাত ১১:২৮
শিপন মোল্লা বলেছেন: হাসতে থাকুন।
২| ৩১ শে মে, ২০১৩ রাত ১১:২৭
বাংলার হাসান বলেছেন: এটাই নিয়ম। যখন যে যায় লঙ্কায় সে কি জানি হয়.........
৩| ৩১ শে মে, ২০১৩ রাত ১১:৩৬
অলিন্দ বলেছেন: বাল্পুস্ট
০১ লা জুন, ২০১৩ রাত ২:১৩
শিপন মোল্লা বলেছেন: বাল রাকদিচ্ছি দেখি যদি পানাদের কাজে আসে।
৪| ৩১ শে মে, ২০১৩ রাত ১১:৪২
নেয়ামূল হক বলেছেন: তরেক রহমানের বিচার দ্রুত বিচার আইনে সম্পন্ন করতে ঐ আইনটা ৭ দিনে ৩বার চেন্জ করা হয়ে ছিল, শেষপর্যন্ত দোষী সাব্যস্ত করতে ব্যার্থ হয়ে উনাকে পঙ্গু করার হীন চেষ্টা করা হয়।
এখন সম্ভল একটাই টনে টনে কাগজে তরেক রহমান দুর্নীতিবাজ গীত পরিবেশন, টেলিতে চবলে, নেতা বক্তৃতায়ও একই প্রচেষ্টা।
মজার ব্যাপার কি জানে তারেক রহমানকে নিয়ে আম্বা জামত একই শুরে গীত গায়।
০১ লা জুন, ২০১৩ রাত ২:০৬
শিপন মোল্লা বলেছেন: আরে এই তথ্যটা মনেই ছিল না। ধন্যবাদ।
৫| ৩১ শে মে, ২০১৩ রাত ১১:৪৭
কর্কশ বলেছেন: তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে।
০১ লা জুন, ২০১৩ রাত ২:০৬
শিপন মোল্লা বলেছেন: ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই ।
৬| ৩১ শে মে, ২০১৩ রাত ১১:৫৩
জিয়া চৌধুরী বলেছেন: আজ সামু একজন সায়েন্স ফিকশন লেখক পেল। এত সুন্দর গল্পটি পড়ে আমি সাকা হয়ে গেলাম।
বাল্পুষ্ট।
০১ লা জুন, ২০১৩ রাত ২:৩৩
শিপন মোল্লা বলেছেন: তত্ত্বাবধায়ক সরকারের আমলে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজির চারটি মামলাসহ মোট ১৬টি মামলা দায়ের হয়েছিল। আর এর মধ্যে প্রাথমিক তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হয়ে ছিল তিনটি মামলার। পক্ষান্তরে তারেক জিয়ার বিরুদ্ধে দায়ের করার মামলার সংখ্যা ছিল চারটি এবং কোন মামলাই চার্জশিট দাখিল করা সম্ভব হয়নি। অর্থাৎ মামলার সংখ্যার দিক থেকে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামালার সংখ্যা তারেক জিয়ার বিরুদ্ধে করা মামলার সংখ্যার থেকে তিনগুন বেশি। আর শেখ হাসিনার বিরুদ্ধে আনিত অভিযোগ গুলির মধ্যে তিনটিতে চার্জশিট দেওয়া হয়ে ছিল। অন্যদিকে শত নির্যাতনের পরেও তারেক জিয়ার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার কোন চার্জশিট করতে পারেনি। সুসিলদের দের বলতেছি শুধু অভিযোগ দায়ের করার পরিপ্রেক্ষিতে যদি তারেক জিয়াকে দুর্নীতিবাজ আখ্যায়িত করা হয় তাহলে যাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়ে ছিল তাদেরকে কি বলা হবে ?
৭| ৩১ শে মে, ২০১৩ রাত ১১:৫৭
মোহাম্মদ হারুন বলেছেন: চোর কখনো নিজেকে চোর হিসাবে মানুষের কাছে উপস্থাপন করতে চায়না,
চেষ্টা করতে থাকুন দেখুন তারেক বাবুকে বাচাঁতে পারেন কি না?
যার বাবা এক জন আইন অনুসারে অবৈধ রাষ্ট ক্ষমতা গ্রহণের অভিযোগে আভিযুক্ত,
মা একজন র্দুনীতিবাজ ও ব্যাক্তিগত ভাবে কালো টাকার মালিক,
তার ভাই সরাসরি বিদেশে অর্থপ্রচারে হাতে নাতে ধরাখাওয়া চোর,
তিনি নিজে ইংল্যান্ডে রাজনৈতিক আশ্রয়ে আছেন,
নিজে দেশে আসার সাহস করতে পারেনা,
আদালতে লাড়াই করার মত সাহস নেই,
লন্ডন হতে সৌদিয়া আসতে পারে কিন্তু ঢাকায় আসতে পারেনা,
০১ লা জুন, ২০১৩ রাত ২:৪৭
শিপন মোল্লা বলেছেন: আপনার এক নাম্বারের মন্তব্যের জবাব উপরে দেওয়া আছে দেখুন।
আওয়ামী প্রপাগানডায় নিন্দিত তারেক জিয়া এখন বাংলাদেশের মানুষের কাছে নন্দিত ব্যাক্তি হয়েছে এতএব তারেকের পিছনে দেশে জনগন আছে আপনারা তাকে যতোই মারতে চান সফল হবেন না কথায় আছে না রাখে আল্লাহ মারে কে ?
কে কোথায় থেকে এসে দেশ শাসন করেছেন, আমজনতার কাছে সেটা বড় বিষয় নয় । তাদের পারফরমেন্সেই হচ্ছে বড় বিষয় । পিছনে ফিরে তাঁকালে দেখা যায়, স্বাধীনতার স্থপতি শেখ মুজিব সরকার পরিচালনা করে জনগণের কাছে হয়েছেন, নিন্দিত আর সেনা বাহিনী থেকে এসে নবীন রাজনীতিবীদ জিয়া হয়েছেন, নন্দিত । এই নিন্দিত আর নন্দিত হওয়ার পিছনে ইতিহাসগুলো কি আপনারা সঠিকভাবে খুজে দেখেছেন ?
সেটা বাংলাদেশের নিয়ম বহিবুত করেছে তাই মীমাংসিত বিষয় নিয়ে আলোচনার সুযোগ নেই।
আরাফাতের দায়ফার কেন তারেক জিয়া নিবে ? দুষি সাবস্ত হলে শাস্তি পাবে।
জি প্রেলেনা এটা নিয়ে আপনাদের চুলকানি আছে সরি কি করার তারেক যে।
তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে। সময়ে হাসিনাও কিন্ত দেশের বাহিরে ছিলেন।
তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে।
আসবে দেশেও আসবে রাজনীতিও করবে আপনার প্রধানমন্ত্রীও হবে।
৮| ৩১ শে মে, ২০১৩ রাত ১১:৫৭
হায়দার সুমন বলেছেন: সাড়ে চার বছর গেলো একটা মামলা শেষ করতে পারলনা। পারবে কোথায়?
সত্যতা থাকতে হবেতো।
আসলে তারা তারেক কে ভয় পায়।
০১ লা জুন, ২০১৩ ভোর ৫:২৮
শিপন মোল্লা বলেছেন: তারেক আসলে বাঘের বাচ্চা এক বক্তব্যেই হাম্বাদের পাচায় দিছে পেরেক ডুকাইয়া।
৯| ০১ লা জুন, ২০১৩ রাত ১২:০২
মোহাম্মদ হারুন বলেছেন: কোন একটি ডাহা মিথ্যা বার বার প্রচার করলে একদিন লোকে তাকে সত্য বলে গ্রহন করে।
তো আপনি নিজে চেষ্টা করতে থাকুন,
চোর কে বার বার সৎ ও ঈমানদার ভাল মানুষ বলে বলে চার দিকে পাবলিসিটি করথাকুন, দেখবেন তারেক ভাল হয়ে যাবে।
০১ লা জুন, ২০১৩ ভোর ৫:৩৩
শিপন মোল্লা বলেছেন: তারেক দুর্নীতির বরপুত্র” এটা যে আম্লীগের গোয়েবলসীয় প্রচারনা কেবল, ওটা এখন দেশের সকল মানুষই জানে। গত ৭ বছর ধরে তারেক রহমানের মা ক্ষমতার বাইরে, কই একটা মামলা বা ঘটনায় তো আম্লীগ প্রমান করতে পারেনি, যে তারেক দুর্নীতি করেছে বা কোনো ব্যাংকে এক কোটি টাকা রেখেছে? এখন নৌকাডুবিতে কারো যদি গরু মারা যায়, আর সরকারের বুদ্ধিমান রক্ষীবাহিনী সেটার জন্য মামলা দিয়ে বলবেন, তারেকের দুর্নীতির জন্য গরু মরেছে- তবে তো বিকট জোরে হাসতে হয়!
১০| ০১ লা জুন, ২০১৩ রাত ১২:০৩
দায়িত্ববান নাগরিক বলেছেন: "তারেক জিয়ার ভুলভ্রান্তি আছে। "
আহারে এত সফটলি বললে হবে! বলেন চুরি করা একটা ভুল ছিল।
চমৎকার একটি সায়েন্সফিকশন উফার দিয়েছেন।
০১ লা জুন, ২০১৩ ভোর ৫:৩০
শিপন মোল্লা বলেছেন: আওয়ামীলীগ নেত্রী হাসিনার ব্যাপক চাঁদাবাজির ভিডিও সাক্ষী আছে আবদুল জলিল, ওবায়দুল কাদের, ও শেখ সেলিমের বরাতে। এখন তাহলে সুধা সদন আর গণভবনের নাম কোন কাতারে ফেলবেন?
১১| ০১ লা জুন, ২০১৩ রাত ১২:০৫
কামরুল হাসান শািহ বলেছেন: শিপন ভাই কিছু গরু ছাগল আছে এইগুলারে ভদ্র ভাষায় কিচ্ছু কইয়া লাভ নাই।
০১ লা জুন, ২০১৩ ভোর ৫:৩৬
শিপন মোল্লা বলেছেন: তারেক বাংলাদেশের যে কোনো নেতার বিপরীতে নির্বাচন করলে সাংগঠনিক যোগ্যতার কারনে বহু আ’লীগারও তাকে ভোট দিবে। রাজধানীতে মজিবের মেয়ে হাসিনা আর জিয়ার ছেলে তারেকের মধ্যে ভোট হোক- যদি হাসিনা বিপুল ভোটে না হারে, আমার নাম বদলে রাখবো। তারেক যা ভোট পাবে, তা ইতিহাস গড়বে বলে আমার বিশ্বাস। তারেকের এক বক্তৃতার চোটে আওয়ামীলীগের নেতাদের মাথা গরম হয়ে গেছে, হুশ হারা হয়ে আবোল তাবোল বকতেছে। কাজেই তারেক যখন দেশে আসবে, তখন তাদের কি গতি হবে বুঝে দেখুন।
১২| ০১ লা জুন, ২০১৩ রাত ১২:১৪
মাজহারুল হুসাইন বলেছেন: যারা আইনের মাধ্যমে তারেক রহমানকে মোকাবেলা করতে বলে, তাদের আগে রিমান্ডে নেয়া হবে । এরপর বাথরুমে ফেলে মেরুদন্ড ভাঙার টেস্ট করা হবে । না ভাঙলে পিটিয়ে ভাঙা হবে । এরপর তারা দেশে আইনের শাসন আছে বলে ঘোষণা দিলে তবেই তারেক রহমানের বাংলাদেশের আইনে মামলা মোকাবেলার প্রশ্ন আসবে ।
০১ লা জুন, ২০১৩ বিকাল ৩:৪৮
শিপন মোল্লা বলেছেন: সময়ে কথা হবে।
১৩| ০১ লা জুন, ২০১৩ রাত ১২:১৫
হাটহাজারী, চট্ট্রগাম। বলেছেন: চরম আর মারাত্বক অস্থিত্বের সংকটে এখন বি,এন,পি । সবচেয়ে বড় সমস্যায় পড়েছে বি্এন,পি তারেক রহমানকে নিয়ে, বি্এন,পি এমন একজন নেতার কাছে বি,এন,পির প্রধান নেতার দায়িত্ব দিতে যাচ্ছেন যিনি নিজে নিজেকে একজন র্দুনীতিবাজ আর অনৈতিক ক্ষমতা ব্যাবহারের কাজে নিজেকে অনেক আগেই জড়ীয়ে নিয়েছেন,
হাওয়া ভবনের তান্ডব বাংলার মানুষ এখনো ভুলে যায় নি, ২০০১ হতে ২০০৬ পর্যন্ত মুলত প্রধান মন্ত্রী ছিল তারেক রহমান, খালেদা জিয়া নয়। গিয়াস উদ্দীন আল মামুনের কথা সবার জানা, সেই গিয়াস উদ্দীন মামুস হল তারেকের সবচেয়ে নিকট বন্ধু,।
০১ লা জুন, ২০১৩ ভোর ৫:২৫
শিপন মোল্লা বলেছেন: সমালোচকরা অনেকেই জানে না যে, হাওয়া ভবন ছিল চেয়ারপার্সনের দলীয় অফিস, তথা পার্টির রিচার্স সেল। বেগম জিয়া ওখানে ২০০০-২০০১ সালে অফিস করে দল চালিয়েছেন, সফলভাবে নেতৃত্ব দিয়ে দলকে ক্ষমতায় এনেছেন। একজন কর্মী হিসাবে ওখানে বসে দলের জন্য তারেক রহমান যে সকল কাজ করেছেন, তা কেবল বাংলায় নয়, এই উপমহাদেশে বিরল। ওখান থেকে গোটা বাংলাদেশের বিএনপি ও অংগসংগঠনের ডাটাবেজ তৈরী করেছেন তিনি; বিভাগীয় সম্মেলন, ইউনিয়ন সম্মেলন, থানা সম্মেলন করেছেন, যা পার্টিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এত কিছু দেখে আওয়ামীলীগ ভয়ে কাঁপা শুরু করেছিল। হাওয়া ভবন থেকেই পরিকল্পনা করে “বগুড়া পদ্ধতিতে” ওপেন ভোটের মাধ্যমে তৃণমূল থেকে কমিটি গঠন শুরু হয়েছিল, আর এ জন্য প্রত্যেক ভোটারকে আইডি কার্ড দেয়া হয়েছিল; সারা দেশ সফর করে পার্টি চাঙ্গা করেছিলেন তারেক। সম্মেলনে যারাই যোগ দিয়েছে প্রত্যেকে একটি লেমিনেটেড কার্ড পেয়েছে। এটাই কম কিসের? হাওয়া ভবনে থেকে দেশের প্রতিটি ক্ষুদ্র ইউনিটের যে কোনো নেতার কাছে পৌছা যেতো। এটা অন্য কোনো পার্টি অদ্যাবধি করতে পারেনি। শহীদ জিয়ার বিভিন্ন বিভিন্ন কাজ ও কথা নিয়ে হাওয়া ভবন থেকে রিচার্স করা হয়েছে, আর্কাইভ করা হয়েছে- সমালোচকদের খুশি করতে ওসব কি মুছে ফেলতে হবে? এই হাওয়া ভবনের সফল পরিচালনার ফলেই ২০০১ সালের নির্বাচনে ভূমি ধস বিজয় পেয়েছিল বিএনপি। তখনকার হারু পার্টি আম্লীগ মনের দুঃখে ও আগাম ভীতিতে এটার পিছে লেগেছিল ২০০১ সালের পর থেকেই।
কাজেই হাওয়া ভবনের কাজকর্ম বিএনপির গর্ব, আর তারেক রহমান নিজের যোগ্যতায় ও হাওয়া ভবনের সাংগঠনিক কাজের জন্য বিখ্যাত ছিলেন। আর এটাই হয়েছিল আওয়ামীলীগের গাত্রদাহের কারণ।
১৪| ০১ লা জুন, ২০১৩ রাত ১২:২৮
সরকার৮৪ বলেছেন: হাম্বার ছাওয়ালেরা তোরা তারেক নিয়া কথা কইবার আগে যা কালো বিলাইটারে মন্ত্রী থাইক্যা বাহির কর।
হাম্বার ছাওয়ালেরা তোরা তারেক নিয়া কথা কইবার আগে যা আবুলের বিচার কর।
হাম্বার ছাওয়ালেরা তোরা তারেক নিয়া কথা কইবার আগে যা সালমান এফ রহমানে কবল থাইক্যা শেয়ার মার্কেট উদ্ধার কর।
হাম্বার ছাওয়ালেরা তোরা তারেক নিয়া কথা কইবার আগে যা হলমার্কের মাইরা খাওয়া টাকা উদ্ধার কর।
০১ লা জুন, ২০১৩ বিকাল ৩:৫১
শিপন মোল্লা বলেছেন: যারা ‘তারেক আতঙ্কে’ ঘুমের মধ্যে আঁতকে উঠেন, তাতে আমাদের করার কিছু নাই।
১৫| ০১ লা জুন, ২০১৩ রাত ১২:৪৭
হাটহাজারী, চট্ট্রগাম। বলেছেন: @সরকার৮৪
আপনি অনেকে বিচারের কথা বলেছেন , কিন্তু বলেন নি মেডামের কালো টাকা সাদা করার কথাটি,
বলেন নি আরফাত রহমানের সিঙ্গপুরে অর্থপাচারের কথা , যে টাকা গুলো অলরেডি দেশে ফেরত এসেছে।
কালো বিড়াল, আবুল, সালমান এরা দলের মুল নেতা নয়, কিন্তু মেডাম নিজে ছিল বি্এন,পি দলের মুল নেতা আর একাদিক বারের প্রধান মন্ত্রী,
০১ লা জুন, ২০১৩ রাত ১১:৪৯
শিপন মোল্লা বলেছেন: বলেন তো পৃথিবীতে কে ১৬টি দুর্নীতির মামলা নিয়ে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন ?
এইটার আগে উত্তর দেন পরে বাকি গুলা বলুমনি।
১৬| ০১ লা জুন, ২০১৩ রাত ১:১২
কলাবাগান১ বলেছেন: FBI / USA Congress এর ওয়েবসাইট ও কি আওয়ামী টাকা খেয়ে খালেদা জিয়ার পুত্রদের দুর্নীতির কথা ছাপে??
Click This Link
০১ লা জুন, ২০১৩ রাত ১১:৩০
শিপন মোল্লা বলেছেন: এইটা নিয়া তো আলোচনার কিছু নাই, কারন খুব সুপরিকল্পিতভাবে তারেক রহমানের বিরুদ্ধে সড়যন্ত্র শুরু হয়েছিল সেই ১/১১ থেকেই। এবং তা করা হয়েছে মিডিয়ার মাধ্যমে। মিডিয়া গত প্রায় ৭ বৎসর যাবৎ এমনভাবে মানুষের ব্রেন ওয়াশ করেছে যে সাধারণ মানুষ তো দুরে থাক জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী অনেককে পর্যন্ত তারা কনফিউজ করতে সক্ষম হয়েছে যা খুবই দূর্ভাগ্যজনক!
১৭| ০১ লা জুন, ২০১৩ রাত ১:২৯
হাটহাজারী, চট্ট্রগাম। বলেছেন: ৮১ সালে জিয়া মারা গেলেন, তখন জিয়ার ছেঁড়া প্যান্ট দিয়ে পুত্রদের প্যান্ট বানালেন। সংসার চালাতে পারতেন না। এরশাদের কাছ থেকে গাড়ি, বাড়ি ও টাকা নিলেন। আবার গুলিস্তান চত্বরে বক্তৃতায় তাঁকে (এরশাদ) স্বামীর হত্যাকারী বলেছিলেন। তাহলে স্বামীর হত্যাকারীর কাছ থেকে কীভাবে বাড়ি, গাড়ি টাকা নিলেন?’
১৮| ০১ লা জুন, ২০১৩ রাত ১:৪৮
মামুন হতভাগা বলেছেন:
০১ লা জুন, ২০১৩ বিকাল ৪:০০
শিপন মোল্লা বলেছেন: মা ও মাটি ডাকছে, আমাদের লিডার আসছে...
১৯| ০১ লা জুন, ২০১৩ রাত ২:২২
অজানা এক আমি বলেছেন: ডঃ হাসিনা প্রধানমন্ত্রী অবস্থায় থেকে তার মামলাগুলো খালাস করে নিয়েছে ... তারেক জিয়াকেও একই সুযোগ দেওয়া হোক ....
কেউ খাবে তো কেউ খাবে না ... তা হবে না ...তা হবে না ....
০১ লা জুন, ২০১৩ বিকাল ৪:০২
শিপন মোল্লা বলেছেন: তারেক ভাইয়ের লন্ডনে দেয়া এক ভাষনেই হাম্বালীগারদের ডাইরিয়া শুরু হয়েগেছে!!!
"তারেক জিয়া বীরেরে বেশে, আসবে ফিরে বাংলাদেশ"
২০| ০১ লা জুন, ২০১৩ রাত ২:২২
ঘুড্ডির পাইলট বলেছেন: প্রধানমন্ত্রির ছেলে হইয়া সে যে দোষে দোষি হইলো এমন দোষে আর কেউও তো হইতারে
পুলা কিন্তু হগলেরই আছে উপ্রের সকলে খুব খিয়াল কৈরা ।
০১ লা জুন, ২০১৩ বিকাল ৪:০১
শিপন মোল্লা বলেছেন: তারেক ভাইয়ের লন্ডনে দেয়া এক ভাষনেই হাম্বালীগারদের ডাইরিয়া শুরু হয়েগেছে!!!
"তারেক জিয়া বীরেরে বেশে, আসবে ফিরে বাংলাদেশ"
২১| ০১ লা জুন, ২০১৩ রাত ২:২৪
সেফানুয়েল বলেছেন: আমরা এমন এক দুভাগা জাতি যারা যুক্তি নয় বরং আবেগ দিয়ে চলার আপ্রাণ চেষ্টা করি । আমি চুরি করলে কোন দোষ নাই কিন্তু খবরদার এটি বলতে যাবেন না। না হলে ঘাড় মটকাইয়া দিমু। এই হলেন আমাদের তারেক রহমান।
আমি জানি না বিএনপি এর বড় বড় নেতারা কিভাবে তারেক রহমান কে রাষ্ট্রে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলেন? একটি দেশ পরিচালনা করার মত কি তার যোগ্যতা আছে? যিনি একবারও এমপি হন নি তিনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন? প্রত্যুত্তরে হয়তো বলা যাবে যে অনেক উপদেষ্টা মন্ডলী তো থাকবেন। কিন্তু হাওয়া ভবনের এক উপদেষ্টা দিয়েই দেশের যে হাল হয়েছিল সেই রকম অনেক উপদেষ্টা থাকলে যে দেশের কি হয় তা (.......!) -ই জানেন। তাকিয়ে দেখুন পাশের দেশের দিকে। রাহুল গান্ধী কংগ্রেস নেত্রীর সন্তান হয়েও কত বছর ধরে এমপি হিসেবে আছেন!! আসলে আমরা ভালো বিষয় গুলো শেখার চেষ্টা করি না। সবসময় সর্টকাট চলার চেষ্টা করি। সর্টকাট রাস্তা ভালো নয় নিজের এবং দেশের জন্য। আর যে সমস্ত তেলচাটা তারেকের খারাপ কাজের ওকালতি করে তাদের জন্য সত্যিই করুণা হয়। কত চেষ্টা একজন দুর্ণিতি বাজ কে সবচেয়ে যোগ্য হিসেবে প্রমাণ করার কি চেষ্টা!!! তারেক যদি সত্যিকারের নেতা হতেন তাহলে তিনি অবশ্যই দেশে ফিরে আইনগত ভাবে তার উপর আরোপিত অভিযোগের মোকাবেলা করতেন। (যেমনটা আমরা দেখেছিলাম শেখ হাসিনার ক্ষেত্রে -২ফর্মুলার প্রয়োগের সময়।) এই সৎ সাহসটা তারেক জিয়ার নেই এটাই বাস্তবতা। কারণ তিনি ভালো করেই জানেন তিনি কি করেছেন!!!
০৩ রা জুন, ২০১৩ রাত ২:৫৬
শিপন মোল্লা বলেছেন: বাংলার মানুষ সরল হলেও তারা বোকা না। বিগত ছয় বছর ধরে বিএনপি ক্ষমতার বাইরে। অবৈধ তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রায় পুরো সময় ছিলেন জেলবন্দী। তা সত্ত্বেও তার বিরুদ্ধে উখথাপিত কোন অভিযোগই প্রমান করা যায়নি এমন কি এর কোন একটির প্রথমিক সত্যতাও মিলেনি। তাহলে আপনি কোন যুক্তিতে বলেন তারেক জিয়া দুর্নীতিবাজ ? আওয়ামীলীগ গত চার বছর ক্ষমতায় আছে অথচ তার বিরুদ্ধে কোন অভিযোগ প্রমান করতে পারেনি। যা আমার পোস্টে আলোচনা করেছি। এই অবস্থায় তারেক জিয়ার বিরুদ্ধে করা অভিযোগ কতোটুকু সত্য আর কতোটুকু ঈষাপ্রসুত রাজনিতিক অপপ্রচার তা আপনারা না বুঝলেও দেশের মানুষ ঠিকই বুঝে।
হাওয়া ভবন ছিল চেয়ারপার্সনের দলীয় অফিস, তথা পার্টির রিচার্স সেল- এটা অনেকে জেনেও না জানার ভাণ ধরেন, আর ডাইনে বামে তারেকের নামে এটা ওটা আওড়ান। হাওয়া ভবন একটা বাস্তবতা, ২০০০-২০০১ সালে বেগম জিয়া ওখানে বসে অফিস করে দল চালিয়েছেন, বিভিন্ন দেশী-বিদেশী বিশিষ্টজনদের সাথে বৈঠক করেছেন, সফলভাবে নেতৃত্ব দিয়ে দলকে ক্ষমতায় এনেছেন। একজন কর্মী হিসাবে ওখানে বসে দলের জন্য তারেক জিয়া কাজ করে কি খুব গুনাহ করে ফেলেছেন? তিনি যে সকল কাজ করেছেন, তা কেবল এই বাংলায় নয়, এই উপমহাদেশে নজির খুজে পাওয়া বিরল। ওখান থেকে গোটা বাংলাদেশের বিএনপি ও অংগসংগঠনের ডাটাবেজ তৈরী করেছেন তারেক; বিভাগীয় সম্মেলন, ইউনিয়ন সম্মেলন, থানা সম্মেলন করেছেন, যা পার্টিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এত কিছু দেখে আওয়ামীলীগ ভয়ে কাঁপা শুরু করেছিল। হাওয়া ভবন থেকেই পরিকল্পনা করে “বগুড়া পদ্ধতিতে” ওপেন ভোটের মাধ্যমে তৃণমূল থেকে কমিটি গঠন শুরু হয়েছিল, আর এ জন্য প্রত্যেক ভোটারকে আইডি কার্ড দেয়া হয়েছিল; সারা দেশ সফর করে পার্টি চাঙ্গা করেছিলেন তারেক। সম্মেলনে যারাই যোগ দিয়েছে প্রত্যেকে একটি করে লেমিনেটেড কার্ড পেয়েছে। এটাই কম কিসের? হাওয়া ভবনে থেকে দেশের প্রতিটি ক্ষুদ্র ইউনিটের যে কোনো নেতার কাছে পৌছা যেতো। এটা অন্য কোনো পার্টি অদ্যাবধি করতে পারেনি। শহীদ জিয়ার বিভিন্ন কাজ ও কথা নিয়ে হাওয়া ভবন থেকে রিচার্স করা হয়েছে, আর্কাইভ করা হয়েছে- এখন সমালোচকদের খুশি করতে ওসব কি মুছে ফেলতে হবে? এই হাওয়া ভবনের সফল পরিচালনার ফলেই ২০০১ সালের নির্বাচনে ভূমি ধস বিজয় পেয়েছিল বিএনপি। তখনকার হারু পার্টি আম্লীগ মনের দুঃখে ও আগাম ভীতিতে এটার পিছে লেগেছিল ২০০১ সালের পর থেকেই।
কাজেই হাওয়া ভবনের কাজকর্ম বিএনপির গর্ব, আর তারেক জিয়া নিজের যোগ্যতায় ও হাওয়া ভবনের সাংগঠনিক কাজের জন্য বিখ্যাত ছিলেন। আর এটাই হয়েছিল আওয়ামীলীগের গাত্রদাহের কারণ।
২২| ০১ লা জুন, ২০১৩ রাত ২:২৫
শিপন মোল্লা বলেছেন: ব্যাস্ততার জন্য মন্তব্যের জবাব দিতে দেরি হচ্ছে তার জন্য আমি দুঃখিত। সহ ব্লগারদের বলছি নো গালাগালি আলোচনা চলুক।
২৩| ০১ লা জুন, ২০১৩ ভোর ৫:২৪
যুবায়ের বলেছেন: অভিযোগ একজনের নামে হতেই পারে তাই বলে বিচারে দোষী প্রমানিত না হওয়া পর্যন্ত কাউকে দোষী বলা যাবেনা।
মেইন ঘটনা হচ্ছে তারেক রহমানকে মিথ্যা অপবাদ দিয়ে বিএনপিকে নেতৃত্বশূণ্য করার একটি প্রয়াস ছাড়া কিছুনা..
০৩ রা জুন, ২০১৩ রাত ৩:০০
শিপন মোল্লা বলেছেন: যারা ‘তারেক আতঙ্কে’ ঘুমের মধ্যে আঁতকে উঠেন, তাতে আমাদের করার কিছু নাই।
যুবায়ের ভাই আপনিও লিখুন আপনার প্রিয় নেতাকে নিয়ে আর বসে থেকেন না ভাই হুদা হুদাই জেল খেটে বের হলেন। তাই বলি কি তারেকের কথা বলেই খাটেন।
২৪| ০১ লা জুন, ২০১৩ সকাল ৭:৩৪
আমি বিবেক বলছি বলেছেন: আচ্ছা, আপনার কথা মতন ধরে নিলাম তারেকের বিরুদ্ধে মামলা গুলোর অগ্রগতি আশাব্যঞ্জক না। কিন্তু সেগুলা যে অসত্য তাও তো বলে দেয়া যায়না। অপপ্রচারের শিকার নাকি আসলেই চুরির অভিযোগ সত্য, তার প্রমাণ হিসেবে কি কি নির্ভরযোগ্য তথ্য আছে আপনার কাছে?
প্রমান এখানে দিন অথবা নতুন কোন ব্লগে দিন।
০৩ রা জুন, ২০১৩ রাত ৩:০৪
শিপন মোল্লা বলেছেন: আপনারা জেগে জেগে ঘুমালে তো জাগানো যাবে না।
অভিযোগই প্রমান করা যায়নি এমন কি এর কোন একটির প্রথমিক সত্যতাও মিলেনি। তাহলে আপনি কোন যুক্তিতে বলেন তারেক জিয়া দুর্নীতিবাজ ? আওয়ামীলীগ গত চার বছর ক্ষমতায় আছে অথচ তার বিরুদ্ধে কোন অভিযোগ প্রমান করতে পারেনি। যা আমার পোস্টে আলোচনা করেছি। এই অবস্থায় তারেক জিয়ার বিরুদ্ধে করা অভিযোগ কতোটুকু সত্য আর কতোটুকু ঈষাপ্রসুত রাজনিতিক অপপ্রচার তা আপনারা না বুঝলেও দেশের মানুষ ঠিকই বুঝে।
২৫| ০২ রা জুন, ২০১৩ দুপুর ১:৪৭
মাইন রানা বলেছেন: ক্ষমতা যার আইন বিচার আদালত সব তাঁর।
০৯ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫৪
শিপন মোল্লা বলেছেন: এই নিয়মের পরিবর্তন চাই।
২৬| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:১১
নষ্ট শয়তান বলেছেন: ভাই আপনার উপর রাগ হচ্ছে হাম্বাদের সাথে ভাল কথায় কাজ হয়না জানেন না? পশ্চাতদেশে দুইটা কইরা লাগাইয়া দেন দেখবেন খুব সুন্দ্র ভাবে সব বুজে গেছে।
হাম্বাগুলোকে বলুন তারেক কে নিয়ে কিছু বলার আগে আম্রিকায় মদ খাইয়া জেল খাটা কানাডায় টু পার্সেন্ট কেস খাওয়া আর তিন বউর জামাই জয় রে নিয়া একবার যেন চোখবুজে কিছু চিন্তা ভাবনা করে।
আপনার ভদ্রতার সুযোগে সব হাম্বামেলা বসে গেছে পোষ্টে। এতদিন আসি নি ব্লগে আবার ফেরত আসছি।
পোষ্টে আছি। আয় কে আসবি। দেখি?
০৯ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫৭
শিপন মোল্লা বলেছেন: আপনি এসে গেছেন এবার হাম্বাদের খবর আছে তারেকের এক হাসনে হাম্বাদের খাওয়া দাওয়া ঘুম সব গেছে আবার আপনি উরে আল্লাহ্রে এবার হাম্বাদের কি হবে ?
২৭| ০৮ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দরর বিশেষণ ধর্মী পোস্ট। যৌক্তিক পোস্টে +।দুর্নীকতবাজ যেই হোক না কেন পরিত্যাজ্য।
১৪ ই জুন, ২০১৩ ভোর ৫:১৫
শিপন মোল্লা বলেছেন: সেলিম ভাই।
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৩ রাত ১১:২৩
সুজন দেহলভী বলেছেন: হাসালেন ভাই।