![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কারো মতন নয়ই, একান্তই আমার মতো। বন্ধু-বান্দব আর পারিবারিক সব সম্পখের ক্ষেএে ভীষণ আন্তরিক। হাসি-খুশি আর দলবল নিয়ে ২৪ ঘন্টাই আড্ডায় থাকতে ভালবাসি। ভালোবাসি সাদা গোলাপ আর প্রিয়তমাকে। আমি এক আল্লাহ্র ইবাদত করি আর হজরত মুঃ সাঃ কে অনুসরন করি। সৃজনশীল বিষয়ে আগ্রহ করি। রাজনীতি আমার রক্তের সাথে মিশে গেছে বা আছে। জিয়াকে মডেল করে সমাজের ভাল পরিবর্তনের চেষ্টায় আছি। বর্তমান পরিবেশে দেশে কিছু করার মুরোদ রাখিনা তাই পরবাসী আছি। দেশ ও দেশে বসবাস করা প্রিয় মানুষদের জন্য অনবরত হৃদয়ে রক্তক্ষরণ হয়। নিজের অনুভূতি,অস্তিত্ব আর ভালোলাগা গুলো পরে থাকে প্রিয় জয়পাড়ায় যেখানে আমার শৈশব আর কৈশোর কেটেছে। দুঃখ একটাই জীবনে কোথাও শ্রেস্ট হতে পারিনি। আমি লিখতে পারিনা,আর লিখা লিখি করার জন্যও আমি ব্লগে আসিনি। আমি পড়তে এসেছি। নিজেকে একজন ভাল পাঠক বলে দাবি করি।
অনেক দিন পর ব্লগে ফিরলাম। ব্লগে এখন নিয়মিত না লিখলেও ঠিকই অন্যদের লেখা পড়া হয়। আসলে সৃজনশীল লেখা লেখার জন্য যে সময় এবং মানসিক পরিশ্রম দরকার কায়িক পরিশ্রমের কঠিন চাপে তা হারিয়েই গিয়েছে।
আমি শিপন মোল্লা। প্রবাসে থাকি বহু বছর। প্রবাসে থাকলে যা হয়, তীব্র হোম-সিকনেস কাজ করে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। সব সময়ই মা-বাবা, বউ-বাচ্চা-সংসারের কথা, বন্ধু-বান্ধব, আত্নীয়-স্বজনের কথা, দেশের কথা, দেশের মানুষের কথা মনে পড়ে। ঘরের কথা, পরের কথা আর দেশের কথা জানতেই ব্লগ-ফেসবুকে আসক্ত হয়ে পড়ি। আসক্তি বলছি এই কারণে যে, যতক্ষণ ফেসবুকের হোমপেজটা খোলা থাকে, মনে হয় বাংলাদেশেরই কোন এক কোণে পড়ে আছি। সবাইকে কাছে পাচ্ছি, সবার কথা জানতে পারছি। বাংলায় কথা বলতে পারছি, ল্যাপটপের স্ক্রীনে পুরো হোমপেজ আমার প্রিয় বাংলা বর্ণে ভরপুর। সুসংবাদ-দুঃসংবাদ, উঠতি প্রেমিকের নেকুপেকু প্রেমগাঁথা, গল্প-কবিতা, সুখ-দুঃখ... সবই বাংলাতে!!
পরিচিত মানুষের বাইরে এমন অসংখ্য মানুষের সংগে সখ্যতা হয়েছে এই ব্লগ-ফেসবুকের কল্যাণে। এমন অনেকের সংগেই সম্পর্ক হয়েছে, যে সম্পর্কগুলো কোন অংশেই রক্তের সম্পর্কের চেয়ে কম আন্তরিকতাপূর্ণ নয়, অথচ কোনদিন তাদের সংগে দেখাই হয়নি, ভবিষ্যতে কোনদিন হবে এমন সম্ভাবনাও খুব ক্ষীণ! অনেক ধর্মের, অনেক বর্ণের বিচিত্র সব চিন্তাধারা আর মতাদর্শে বিশ্বাসী মানুষের সান্নিধ্য লাভ করেছি ইন্টারনেটের কল্যাণে। তাঁদের কাছে থেকে অনেক কিছু শিখতে পেরেছি।
জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী ভাইদের প্রতি আমি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কারণে যে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাবাদর্শে বিশ্বাসী সৈনিক হিসেবে হৃদয়ে বাংলাদেশী জাতীয়তাবাদের যে চেতনা লালন করেছি এতকাল, ফেসবুকে সমমনা বন্ধুদের কল্যানে সে বিশ্বাস আরও দৃঢ়তা এবং যৌক্তিকতা লাভ করেছে। অনেক অনেক অজানা তথ্য-ঘটনা জানতে পেরেছি যা ফেসবুক-ব্লগ না থাকলে সম্ভব হতোনা।
অপরদিকে, ভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী ভাইদের পাল্টা যুক্তি, তথ্য-উপাত্ত আমার জানার পরিধিকে আরও সমৃদ্ধ করেছে। তাদের কাছেও আমার অশেষ কৃতজ্ঞতা।
সুদীর্ঘ এই ভার্চুয়াল জীবনে স্বাভাবিকভাবেই কিছু বিব্রতকর পরিস্থিতির মুখেও পড়েছি। কেবলমাত্র ভিন্ন রাজনৈতিক মতাদর্শ কিংবা সুনির্দিষ্ট কিছু ইস্যুতে ভিন্নমত পোষণ করায় ব্যক্তিগত আক্রমণ/গালাগালির শিকার হয়েছি। কেউ কেউ হুমকিও দিয়েছেন। আমি বিনয়ের সংগে স্বীকার করছি, আমি নিজেও কিছু কিছু ক্ষেত্রে পাল্টা আক্রমণ করেছি। তবে এটুকু বলতে পারি, সবার প্রতি আমি সেরকম আচরণই করার চেষ্টা করেছি সব সময়, যেরকম আচরণ আমি নিজে তাদের কাছ থেকে প্রত্যাশা করি। কিন্তু তারপরও সব সময় হয়তো পারিনি, নিজের অজান্তেই অনেক কে কষ্ট দিয়েছি।
মাঝে মাঝে অবসাদ আসে, বিরতি নিতে ইচ্ছে করে। এখন আমি সেই সময় পার করছি। হয়তো কিছু সময় ভার্চুয়াল জগতের বাইরে থাকব। তবে ফিরব খুব দ্রুতই, কারণ আমরা যারা প্রবাসী, তারা অন্যদের চেয়ে একটু বেশি-ই একা।
যে কথা বলার জন্য এত দীর্ঘ লেখা লিখছি তার সারমর্ম হলো, “আমার কোন আচরণে, কথায়, কমেন্টে, ইনবক্সে-আউটবক্সে, অনলাইনে-অফলাইনে যদি কোন ভাই/বোন কষ্ট পেয়ে থাকেন, তিনি যে দলেরই হোন না কেন, যে ধর্ম-বর্ণেরই হোন না কেন, যে মতাদর্শেই বিশ্বাসী হোন না কেন- নিজ গুণে ক্ষমা করে দিবেন আশা করি। আপনাদের কারো বিরুদ্ধেই আমার কোন অভিযোগ-ক্ষোভ নেই। আপনার ধর্ম-বর্ণ-বিশ্বাস এবং রাজনৈতিক মতাদর্শের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং ভালবাসা রইল।” পরিশেষে, সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। শুধু কবিতা বা গানে নয়, নিশ্চই একদিন আমার দেশ সোনার বাংলাদেশ হবে ইনশাল্লাহ্। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ।
০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩০
শিপন মোল্লা বলেছেন: ধন্যবাদ আনোয়ার ভাই। এর পর থেকে আপনার কবিতার নিয়মিত পাঠক হবো ইনশাল্লাহ। ভাল থাকবেন।
২| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আসলে এই ধরনের লেখায় এক কথায় চমৎকার বা ভালোলাগা জানানো কঠিন একটি ব্যাপার। আসলে আপনার প্রতি সবসময়ই সহব্লগার হিসেবে একটা শ্রদ্ধা ছিল, আপনার রাজনৈতিক মতামতকে শ্রদ্ধা করি। তবে যেটা মিস করি সেটা হলো আগের সেই আবুশিথিকে- যিনি বেশ চমৎকার কবিতা লিখতেন। পরিবর্তন সময়ের সাথেই আসে, আশা করি সামনে আবার যখন ফিরে আসবেন তখন সেই কবি হিসেবেই আবার ফিরে আসবেন।
আপনার প্রতি রইল অনেক শুভেচ্ছা
০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৩
শিপন মোল্লা বলেছেন: ধন্যবাদ কাভা ভাই। ভার্চুয়াল লাইফে যে কয়জন মানুষের সাথে আমার বেশী আন্তরিক তাদের মাঝে আপনি অন্যতম। ব্লগ জীবনে শুরু থেকে আপ্নিও আমাকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করেছেন এর জন্যে আমিও আপনার কাছে বিশেষ করে কৃতজ্ঞ । এই ভালা গালা সম্পর্ক গুলি শুধু রাজনিতিক আর ভিন্ন মতাদর্শের জন্যে নষ্ট হতে দিতে পারিনা। মনে আছে আমার এই আপনিও আমার কথায় কষ্ট পায়ছিলেন। যাহোক কাভা সব কিছুইর জন্যেই আমি সরি।
ভাল থাকবেন।
৩| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৭
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার ভাবে সবাইকে কাছে টেনেছেন ভাইয়া ...
ক্ষমা মহৎ গুন ,আমার মতে যে ক্ষমা চাইতে যানে সে নিজেও একজন মহাত্মন ।
অনেক অনেক শুভকামনা আপনার আর আপনার পরিবারের জন্য
ভাল থাকবেন
০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৪
শিপন মোল্লা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মুনিয়া আপু।
৪| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৭
নেক্সাস বলেছেন: ওয়েলকাম ব্যাক কমরেড....।
অনলাইনে-অফলাইনে যদি কোন ভাই/বোন কষ্ট পেয়ে থাকেন, তিনি যে দলেরই হোন না কেন, যে ধর্ম-বর্ণেরই হোন না কেন, যে মতাদর্শেই বিশ্বাসী হোন না কেন- নিজ গুণে ক্ষমা করে দিবেন আশা করি। আপনাদের কারো বিরুদ্ধেই আমার কোন অভিযোগ-ক্ষোভ নেই। আপনার ধর্ম-বর্ণ-বিশ্বাস এবং রাজনৈতিক মতাদর্শের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং ভালবাসা রইল।” পরিশেষে, সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। শুধু কবিতা বা গানে নয়, নিশ্চই একদিন আমার দেশ সোনার বাংলাদেশ হবে ইনশাল্লাহ্। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ।
০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫০
শিপন মোল্লা বলেছেন: ধন্যবাদ নেক্সসাস ভাই। আপনাকে নতুন করে কিছু বলার নেই আপনিও আমার মতো এমন করে ফিল করেন আমি জানি।
সুদীর্ঘ এই ভার্চুয়াল জীবনে স্বাভাবিকভাবেই কিছু বিব্রতকর পরিস্থিতির মুখেও পড়েছি। কেবলমাত্র ভিন্ন রাজনৈতিক মতাদর্শ কিংবা সুনির্দিষ্ট কিছু ইস্যুতে ভিন্নমত পোষণ করায় ব্যক্তিগত আক্রমণ/গালাগালির শিকার হয়েছি। কেউ কেউ হুমকিও দিয়েছেন। আমি বিনয়ের সংগে স্বীকার করছি, আমি নিজেও কিছু কিছু ক্ষেত্রে পাল্টা আক্রমণ করেছি। তবে এটুকু বলতে পারি, সবার প্রতি আমি সেরকম আচরণই করার চেষ্টা করেছি সব সময়, যেরকম আচরণ আমি নিজে তাদের কাছ থেকে প্রত্যাশা করি। কিন্তু তারপরও সব সময় হয়তো পারিনি, নিজের অজান্তেই অনেক কে কষ্ট দিয়েছি।
তাই সবাইকে সরি বলেই আপাদত কয়দিন নিজের অস্থির পরিস্থিতিতে একা থাকি, নিরিবিলি থাকি। ভাল থাকবেন ভাই।
৫| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ওয়েলকাম ব্যাক!!!!!
০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫০
শিপন মোল্লা বলেছেন: ধন্যবাদ ভাই।
৬| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪২
নেয়ামূল হক বলেছেন: প্রবাসী জীবন এমন কেন?
০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫২
শিপন মোল্লা বলেছেন: হা হা হা, দেশে কিছু করে খাওয়ার মুরুদ যাদের থাকে না তাদের কপালে এমনি থাকে। উচিত বটে বলতে পারেন। হা হা
৭| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ফেইসবুকে আমরা দোহারের মানুষ We are the People of Dohar গ্রুপে আপনার এ পোস্টের লিংক ধরে এখানে এলাম। যদিও ব্লগে আপনাকে অনেক মিস করি, তবু ফেইসবুকে আপনার সাথে নিয়মিত যোগাযোগ ছিল বলে আমি আনন্দিত। আপনার এ পোস্টে আপনার ভেতরের চমৎকার মানুষটি অনুপম ঔজ্জ্বল্যে উঠে এসেছে। দল-মত-নির্বিশেষে একজন বন্ধুমনোভাবাপন্ন ব্যক্তিই সত্যিকার মানুষ।
আপনার প্রতি ও রাজনৈতিক বিশ্বাস এবং আদর্শের প্রতি সম্মান জানাচ্ছি। পরমত সহিষ্ণুতা আমাদের অনেক প্রয়োজন।
ভালো থাকুন শিপন ভাই, আমার প্রিয় দোহারের মানুষ।
০৯ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:০০
শিপন মোল্লা বলেছেন: সোনাবীজ ভাই আমি আমার ব্যাক্তি জীবনে যেমন কিছু মানুষকে আদর্শ ভাবি। ব্লগেও এসে আমি আপনাকে পায়ছি আবার যখন জানলাম আপনি আমার পরশি এজে আমার কি আনন্দের কি ভাল্লাগার তা লিখে বুঝাতে পারবোনা ।
হা আপনার কথাই যথার্থ দল-মত-নির্বিশেষে একজন বন্ধুমনোভাবাপন্ন ব্যক্তিই সত্যিকার মানুষ। এ আমার ব্যাত্তয় গঠতে ছিল। যা আমার মাঝে মাঝে হতাশার আর না ঘুমানোর কারন হতে ছিল। আপনার কথা ভেবেই আমি লজ্জায় পরতাম কতো সুন্দর আচরনের মানুষ আপনি তার সাথে পরচয় থাকবে এই পচা আচরন আমির। আমি বুঝতে পারছিলাম আমি ব্লগ আর ফেসবুকে যা শুরু করছিলাম তা সঠিক ছিল না। আমার জন্যে দোয়া করবেন ভাই।
৮| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৫
বাংলার হাসান বলেছেন: ভালো লাগল।
ভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী ভাইদের পাল্টা যুক্তি, তথ্য-উপাত্ত আমার জানার পরিধিকে আরও সমৃদ্ধ করেছে।
শুভ কামনা ।
০৯ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:০১
শিপন মোল্লা বলেছেন: অনেক ধন্যবাদ হাসান ভাই।
৯| ০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
টুম্পা মনি বলেছেন: ভালো লাগল অনেক অনেক। অজস্র শুভকামনা।
০৯ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:০৩
শিপন মোল্লা বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ।
১০| ০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
মামুন রশিদ বলেছেন: শুভ কামনা ।
০৯ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:০৩
শিপন মোল্লা বলেছেন: ধন্যবাদ ভাই।
১১| ০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
স্বপ্নবাজ অভি বলেছেন: আপনাকে মিস করি আবুশিথি !
০৯ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:০৬
শিপন মোল্লা বলেছেন: আপনার পোস্ট কিন্ত আমি সবগুলাই পড়ে গেছি চুপি চুপি এদানিং দারুন লিখছেন আপনি। মনে হচ্ছে নতুন কিছু গটছে আপ্নাএ মাঝে হা হা । ধন্যবাদ ভাই । ভাল থাকবেন।
১২| ০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
শিপন মোল্লা বলেছেন: দুঃখিত বেস্ততার কারনে আপনাদের মন্তব্যের জবাব দিতে পারতেছিনা রাতে এসে ইনশাল্লাহ চেষ্টা করবো । সকলকে অনেক ধন্যবাদ ।
১৩| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৬
আমিনুর রহমান বলেছেন:
শিপন ভাই আপনি যে ভালো মানুষ না সেটা আগেই জানতাম
এই পোষ্ট দিয়ে সেটা প্রমানও করলেন
শিথি মামুনি কেমন আছে? আর আপনি?
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৭
শিপন মোল্লা বলেছেন: আমিনুর ভাই, আমি প্রতিদিন অনবরত চেষ্টা করছি একজন মানুষ হয়ে উঠার। ধন্যবাদ ভাই।
হা শিথি ভাল আছে আর আমি অস্থিরের মাঝে। আমার জন্যে একটু দোয়া করবেন।
১৪| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫০
প্রোফেসর শঙ্কু বলেছেন: সুস্বাগতম।
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৮
শিপন মোল্লা বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই।
১৫| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৮
তারছেড়া লিমন বলেছেন: ওয়েলকাম ব্যাক । আপনাকে অনেক মিস করি ভাই। আশা করি আবার আপনার লেখা পড়তে পাবো। শিথি কেমন আছে?
০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
শিপন মোল্লা বলেছেন: মিলন ভাই ধন্যবাদ । আসলে জানা শুনারার বাহীরে এই ব্লগ জীবনে আপনাদের মতো এমন কিছু মানুষের সাথে পরিচয়য় হতে পেরে আসলে আমি গর্বিত ।
শিথি ভাল আছে।
০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
শিপন মোল্লা বলেছেন: মিলন ভাই ধন্যবাদ । আসলে জানা শুনারার বাহীরে এই ব্লগ জীবনে আপনাদের মতো এমন কিছু মানুষের সাথে পরিচয়য় হতে পেরে আসলে আমি গর্বিত ।
শিথি ভাল আছে।
১৬| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৭
shapnobilash_cu বলেছেন: চমতকার গোছানো পোস্ট। শুভ কামনা রইল ভাই।
০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
শিপন মোল্লা বলেছেন: ধন্যবাদ ভাই।
১৭| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
শুভ কামনা রইল ও শুভেচ্ছা।
১০ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫১
শিপন মোল্লা বলেছেন: ধন্যবাদ কাণ্ডারি ভাই।
১৮| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৯
ঘুড্ডির পাইলট বলেছেন: সুন্দর লেখনীর গাথুনিতে সহ ব্লগারদের প্রতি ভালোবাসার মালা গেথে মাঝে মাঝে হাড়িয়ে যাওয়া শিপন ভাইকে শুভকামনা
১০ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:১৮
শিপন মোল্লা বলেছেন: আসলে রাফাত ভাই ব্লগ জীবনের শুরু থেকে আজ পর্যন্ত আপনাদের কাছ থেকে যে আন্তরিকতা পেয়েছে তার অস্বীকার করার কনো সুযোগ নেই। আর তাই তো মাঝে মাঝে মন খারাপ হলেও আবার আপনাদের টানে চলে আসি।
ধন্যবাদ রাফাত ভাই।
১৯| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৯
মেহেদী হাসান মানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই। আসলে সুন্দর করে কিছু লেখার মত চিন্তা মাথায় আসতেছে না সময় ও পাচ্ছি না। আমিও আপনার মতই মাঝে মাঝে ডু মেরে দুই একটা কমেন্ট করে চলে যাই। আর ভার্চুয়াল লাইফে অনেক কিছুই হয়। আবার এই ভার্চুয়াল লাইফ ছাড়া থাকতেও পারি না কারণ অনেক ভাল ভাল মানুষের দেখা পেতাম না এই জগতে না আসলে। এখন আমার কাছে এই মানুষ গুলো শৈশবের মানুষ গুলর থেকে অনেক বেশী আপন হয়ে গেছে তাদের কাছ থেকে যে সাহায্য সহযোগিতা পাচ্ছি তা আর কোথায় পেতাম। তবে মতানৈক্য থাকবেই সেটা নিয়ে ব্যক্তিগত সম্পর্ক নস্ট করতে চাই। যার যার মতাদর্শ তার তার কাছে। আপনার লেখাটি পরে ব্লগে শুরুর দিকে চলে গেলাম যেখানে আপনাদের সবার সাথে পরিচিত হতে পেরেছিলাম।
ভাল থাকবেন।
১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১১
শিপন মোল্লা বলেছেন: মানিক ভাই আপনি আসলে সত্যিকারী একজন বিনয়ীই মানুষ আসলে কি ভাই কেউ কারো যায়গা নিতে পারেনা এ হল আমার ধারনা বা বিশ্বাস । জি আসলে এই ভার্চুয়ালে না এলে চমৎকার এই মানুষদের সাথে দেখা হতোনা । আর এ কারনেই আহার অভিযোগ থাকা স্বত্বেও আবার ফিরে আসি। ধন্যবাদ আপনাকে মানিক ভাই। ভাল থাকবেন।
২০| ০৯ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:০৯
শ্যামল জাহির বলেছেন: সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা।
শুভ হোক ফিরে আসা।
১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
শিপন মোল্লা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জাহির ভাই।
২১| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৫
রোকেয়া ইসলাম বলেছেন: খুব ভাল লাগলো আবার কষ্ট ও পেলাম আপনার এমন দরদ ভরা কথাগুলো শুনে। তবু কি আর বলবো প্রার্থনা করি ভাল থাকুন। প্রবাসে থাকার সবটুকু আনন্দ উপভোগ করুন। তবে অবশ্যই লেখার পাশে চাই.........।
১৪ ই অক্টোবর, ২০১৩ ভোর ৬:০৪
শিপন মোল্লা বলেছেন: ধন্যবাদ আপু।
২২| ১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৩
শায়মা বলেছেন: কেমন আছো ভাইয়া?
অনেক ভালো থাকো , আনন্দে থাকো।
১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১২
শিপন মোল্লা বলেছেন: ধন্যবাদ আপু আমারও অনেক দিন পর আর তুমিও অনেক দিন পর আমার ব্লগে। ধন্য আমি।
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৫
সেলিম আনোয়ার বলেছেন: সুস্বাগতম।