নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিদিন অনবরত চেষ্টা করছি একজন মানুষ হয়ে উঠার।

শিপন মোল্লা

আমি কারো মতন নয়ই, একান্তই আমার মতো। বন্ধু-বান্দব আর পারিবারিক সব সম্পখের ক্ষেএে ভীষণ আন্তরিক। হাসি-খুশি আর দলবল নিয়ে ২৪ ঘন্টাই আড্ডায় থাকতে ভালবাসি। ভালোবাসি সাদা গোলাপ আর প্রিয়তমাকে। আমি এক আল্লাহ্‌র ইবাদত করি আর হজরত মুঃ সাঃ কে অনুসরন করি। সৃজনশীল বিষয়ে আগ্রহ করি। রাজনীতি আমার রক্তের সাথে মিশে গেছে বা আছে। জিয়াকে মডেল করে সমাজের ভাল পরিবর্তনের চেষ্টায় আছি। বর্তমান পরিবেশে দেশে কিছু করার মুরোদ রাখিনা তাই পরবাসী আছি। দেশ ও দেশে বসবাস করা প্রিয় মানুষদের জন্য অনবরত হৃদয়ে রক্তক্ষরণ হয়। নিজের অনুভূতি,অস্তিত্ব আর ভালোলাগা গুলো পরে থাকে প্রিয় জয়পাড়ায় যেখানে আমার শৈশব আর কৈশোর কেটেছে। দুঃখ একটাই জীবনে কোথাও শ্রেস্ট হতে পারিনি। আমি লিখতে পারিনা,আর লিখা লিখি করার জন্যও আমি ব্লগে আসিনি। আমি পড়তে এসেছি। নিজেকে একজন ভাল পাঠক বলে দাবি করি।

শিপন মোল্লা › বিস্তারিত পোস্টঃ

সময় এবার হলো বুঝি দূরত্ব ঘুচাবার

৩১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

পাবোনা জেনেও অর্থহীন ব্যস্ততায়

আমি আর তোমাকে খুঁজবো না

হাজার বছরের ক্লান্তি নিয়ে

পরিশ্রান্ত আমি ভীষণ রকম ।



সময় এবার হলো বুঝি দূরত্ব ঘুচাবার

তুমিহীনা নৈঃশব্দ প্রহরগুলো

মুখর হোক তবে

ঘুমভাঙ্গা নিশুতি রাতের

একাকীত্ব হারিয়ে যাক

তোমার মমতাময় স্পর্শে।



আলো-কালোয় মন্দ-ভালয়

যেন হাত বাড়ালেই তোমাকে

আমার স্থায়ী ঠিকানা হোক

তোমার নিঃশ্বাস দূরত্বে ।



জমে থাকা অনুভূতির ডানাভাঙ্গা পাখিগুলো

মুখরিত হোক তোমার উচ্ছলতায়

তোমার চুরির রিনিঝিনি শব্দে

ভেঙ্গে দাও জনম জনমের মৌনতা।



আমি প্রাণভরে নিঃশ্বাস নেব

তোমার বুকে মাথা রেখে

হাত রাখবো পরম নির্ভরতায়

তোমার হলুদ মরিচের ঘ্রাণ মাখানো হাতে।



মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৩:১৮

স্নিগ্ধ শোভন বলেছেন:

বেশ সুন্দর!!!

অনেক ভাললাগা জানবেন ভ্রাতা।

+++++

০১ লা নভেম্বর, ২০১৩ ভোর ৫:২৩

শিপন মোল্লা বলেছেন: ধন্যবাদ স্নিগ্ধ শোভন ভ্রাতা।

২| ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৬

শায়মা বলেছেন: বাহ!!


সুন্দর কাব্য ভাইয়া।

০২ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৭

শিপন মোল্লা বলেছেন: শায়মা আপু।

৩| ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৯

মোঃ ইসহাক খান বলেছেন: সুন্দর কবিতা। ভালোলাগা রইলো।

০২ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৮

শিপন মোল্লা বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

৪| ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৬

বোকামন বলেছেন:
আলো-কালোয় মন্দ-ভালয়
যেন হাত বাড়ালেই তোমাকে
আমার স্থায়ী ঠিকানা হোক
তোমার নিঃশ্বাস দূরত্বে ।


ভালোবাসাময় সুন্দর কবিতা :-)
ভালোলাগা জানাই ।।

শুভকামনা

+

০২ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০১

শিপন মোল্লা বলেছেন: জমে থাকা অনুভূতির ডানাভাঙ্গা পাখিগুলো
মুখরিত হোক তোমার উচ্ছলতায়
তোমার চুরির রিনিঝিনি শব্দে
ভেঙ্গে দাও জনম জনমের মৌনতা

আপনাদের এই উৎসাহে আসলে নতুন কিছু লিখতে সাহস যোগায় । আপনাকে ধন্যবাদ ভাই।

৫| ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ১০:৫১

ভিয়েনাস বলেছেন: জমে থাকা অনুভূতির ডানাভাঙ্গা পাখিগুলো
মুখরিত হোক তোমার উচ্ছলতায়
তোমার চুরির রিনিঝিনি শব্দে
ভেঙ্গে দাও জনম জনমের মৌনতা।
সুন্দর হয়েছে,,,

০২ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০২

শিপন মোল্লা বলেছেন: অনেকদিন পর আপনি আমার ব্লগে কথা বললেন। ধন্যবাদ ভাই।

৬| ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ১১:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লেগেছে ভাই !

০২ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৩

শিপন মোল্লা বলেছেন: স্বপ্নবাজ অভি ভাই আছেন কেমন ?

৭| ০২ রা নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রথম স্তবকটা পড়লেই বুকে ভীষণ একটা ধাক্কা লাগেঃ

পাবো না জেনেও অর্থহীন ব্যস্ততায়
আমি আর তোমাকে খুঁজবো না
হাজার বছরের ক্লান্তি নিয়ে
পরিশ্রান্ত আমি ভীষণ রকম।



পাবো না জেনেও আরাধ্য মানসীকে পাবার আশা জিইয়ে রাখা হয়েছে পরবর্তী স্তবকগুলোতে, যার চূড়ান্ত রূপ দেখা যায় সর্বশেষ স্তবকেঃ

আমি প্রাণ ভরে নিশ্বাস নেব
তোমার বুকে মাথা রেখে
হাত রাখবো পরম নির্ভরতায়
তোমার হলুদ-মরিচের ঘ্রাণ মাখানো হাতে।



অনেক ভালো লাগলো শিপন ভাই।

শুভ কামনা।

৮| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো আছি ভাই , আপনাকে পোষ্ট দিতে দেখে ভালো লাগলো !

৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৮

ভবঘুরের ঠিকানা বলেছেন: ভাল লাগল।

শুভকামনা সৃষ্টিশীলতায়।

১০| ০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:


সময় এবার হলো বুঝি দূরত্ব ঘুচাবার
তুমিহীনা নৈঃশব্দ প্রহরগুলো


সুন্দর

১১| ১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

শ্রাবণ জল বলেছেন: হাত রাখবো পরম নির্ভরতায়
তোমার হলুদ মরিচের ঘ্রাণ মাখানো হাতে।


অনেক ভাল লাগল।
অনিয়মিত হয়ে গেছেন? আসবেন তবু।
শুভ কামনা।
আর শিথির জন্য আদর।

১২| ২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অত্যন্ত চমৎকার হয়েছে। খুবই ভালো লাগল।





ধন্যবাদ্।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.