নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিদিন অনবরত চেষ্টা করছি একজন মানুষ হয়ে উঠার।

শিপন মোল্লা

আমি কারো মতন নয়ই, একান্তই আমার মতো। বন্ধু-বান্দব আর পারিবারিক সব সম্পখের ক্ষেএে ভীষণ আন্তরিক। হাসি-খুশি আর দলবল নিয়ে ২৪ ঘন্টাই আড্ডায় থাকতে ভালবাসি। ভালোবাসি সাদা গোলাপ আর প্রিয়তমাকে। আমি এক আল্লাহ্‌র ইবাদত করি আর হজরত মুঃ সাঃ কে অনুসরন করি। সৃজনশীল বিষয়ে আগ্রহ করি। রাজনীতি আমার রক্তের সাথে মিশে গেছে বা আছে। জিয়াকে মডেল করে সমাজের ভাল পরিবর্তনের চেষ্টায় আছি। বর্তমান পরিবেশে দেশে কিছু করার মুরোদ রাখিনা তাই পরবাসী আছি। দেশ ও দেশে বসবাস করা প্রিয় মানুষদের জন্য অনবরত হৃদয়ে রক্তক্ষরণ হয়। নিজের অনুভূতি,অস্তিত্ব আর ভালোলাগা গুলো পরে থাকে প্রিয় জয়পাড়ায় যেখানে আমার শৈশব আর কৈশোর কেটেছে। দুঃখ একটাই জীবনে কোথাও শ্রেস্ট হতে পারিনি। আমি লিখতে পারিনা,আর লিখা লিখি করার জন্যও আমি ব্লগে আসিনি। আমি পড়তে এসেছি। নিজেকে একজন ভাল পাঠক বলে দাবি করি।

শিপন মোল্লা › বিস্তারিত পোস্টঃ

গতকাল ছিল আমার জন্মদিন ।

২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৩৭

জীবন পানসে নয়, বরং অনেক বৈচিত্রময়। সুখে, দুঃখে, ভাললাগা-মন্দলাগায় কেটে গেলো, কেটে যাচ্ছে। আলহামদুল্লাহ। গতকাল ছিল আমার জন্মদিন। সেই সুবাদে ফেসবুক, মুবাইলে অনেক শুভাকাঙ্ক্ষী, বন্ধুরা শুভেচ্ছা জানিয়ে আমাকে সুখি করেছেন। কেউ কেউ কেক পাঠিয়েছেন তা চেটে পুটে খেয়েছি । এমন কি কেউ কেউ আবার অনেক ফুল পাঠিয়েছেন তাও গপাগপ খেয়েছি এবার দেখলাম কিছু বন্ধু ফেসবুক মুভি বানিয়ে পাঠিয়েছেন বিশ্বাস করেন, যারপরনাই ভিষণ খুশি হয়েছি। আপনাদের সকলকে জানাই আমার হৃদয়ের অকৃত্রিম ভালোবাসা এবং অশেষ কৃতজ্ঞতা।

আব্বার সাথে ফোনে আলাপে আব্বা বলেন বাড়ি চলে আয়। কেন জিজ্ঞেস করতেই উত্তরে বললেন বাবার পাশে সন্তান থাকলে ভাল লাগে। আরে সন্তান তো আছেই আপনার পাশে ! আছে তো বলে আব্বা বলে তুই থাকলে অনেক শান্তি লাগে, বেশি ভাল লাগে। বাবা মার সন্তুষ্টিই আমার এই কয় জীবনের সেরা অর্জন। এটাই জন্মদিনের সেরা উপহার এর চেয়ে আর ভাল উপহার এই পৃথিবীতে নেই।
যাই হোক, মধ্য বয়স পার করছি। হয়তো বেঁচে থাকলে এভাবেই একদিন পৌঢ়ত্বে পা রাখবো, তারপর একদিন ভবলীলা সাঙ্গ করে পাড়ি জমাবো মালিকের কাছে। খালি হাতে আসা, খালি হাতেই ফিরে যাওয়া-মাঝখানে শুধু কিছু প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব-নিকেশ!!

জীবনটা আসলে এমনই। পাওয়া-না পাওয়া নিয়েই জীবন। তবু বলতেই হয়, "জীবন নেহায়েত মন্দ না"। পরিচিত বন্ধু কিংবা আত্নীয়-স্বজন তো বটেই, অনলাইনেই এমন কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে যাদের সংগে একদিন কথা না বললে কেমন জানি অস্থির লাগে। বাস্তবতা কিংবা ভার্চুয়াল-দুই জীবনেই পেয়েছি অনেক-কতটুকি দিতে পেরেছি বা পারবো জানিনা। সবাই আমার জন্য দোয়া করবেন, সবার সুস্বাস্থ্য এবং সমৃদ্ধ জীবন কামনা করছি।
আরেকটা কথা না বললেই নয় সামুতে আসা হয়না প্রায় বসর দেরেক হবে তবুও গতকাল সামু আমার জন্মদিনে বেলুন উড়িয়ে ছিল । ধন্যবাদ সামুকে এবং এর সাথে সকল মোডারেটদের।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৪ ভোর ৪:০৪

ইফতেখার ভূইয়া বলেছেন: জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানবেন। কেক একা একা খেলে হবে? আমাদের অংশটা কোথায়?! :( :( :(

২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ২:১১

শিপন মোল্লা বলেছেন: অনেক ধন্যবাদ ইফতেখার ভাই । একা একা কেক কেন কোন কিছুই খেয়ে মজা লাগে না ভাই । কিন্ত অপাগতার দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই করার নেই । ভাল থাকবেন ।

২| ২৪ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৮

মামুন রশিদ বলেছেন: "জীবন নেহায়েত মন্দ না" ঠিক বলেছেন ।



শুভ জন্মদিন ।

২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ২:১২

শিপন মোল্লা বলেছেন: জীবন পানসে নয়, বরং অনেক বৈচিত্রময়। সুখে, দুঃখে, ভাললাগা-মন্দলাগায় কেটে গেলো, কেটে যাচ্ছে। আলহামদুল্লাহ।

ধন্যবাদ ভাই ।

৩| ২৪ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:১১

অপূর্ণ রায়হান বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা @আবুশিথি !:#P


ব্লগে এখন একদমই আসেন না ! :(

অনেক শুভকামনা আপনার জন্য ।

২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ২:১৪

শিপন মোল্লা বলেছেন: ধন্যবাদ ভাই । হা ব্লগে আগের মতো আর আসা হয়না আশা আছে খুব তারাতারিই আবার ব্লগে আসবো আড্ডা হবে কথা হবে আপনাদের সাথে আবার ।

ভাল থাকবেন ।

৪| ২৪ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা থাকলো দেশি ভাই ;)

পোস্ট পড়ে মনটা কেন যেন বিষণ্ণ হয়ে গেলো। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। আমাদের সুতারপাড়ার কবি মিজানুর রহমান শমশেরী লিখেছিলেন,

প্রকৃতির এই কঠোর বিধানে পদানত বার বার
বন্ধু তোমার হৃদয় বীথিতে সাধ জাগে বাঁচিবার।

বিজয় সরকারের গান মনে পড়ে। এই পৃথিবী যেমন আছে, তমনি রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে।

মৃত্যুই হলো একমাত্র আনচ্যালেঞ্জড ট্রুথ। একদিন সব ছেড়ে ছুঁড়ে এই মৃত্যুর সাথে আমাদের আলিঙ্গনাবদ্ধ হতে হবে। বয়স যত বাড়ে, মানুষের মৃত্যুর কথা মনে হয় ততই বেশি করে মনে পড়ে।

ভালো থাকবেন শিপন ভাই। আপনার বাবার প্রতি আমার সালাম থাকলো।

২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ২:৪১

শিপন মোল্লা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ । আসলে আঞ্চলিকতার কঠিন টান। যে কারোর চেয়ে আপনার উপস্থিতি সারা এক আলাদা অন্যরকমের সুখ আনন্দ এসে যায় মনে ।

আমাদের দোহারে কতো যে ভাল কবি, লেখক, ভাল মানুষ আছে তার খুব একটা আমি চিনি না। এই যে আপনি সুতারপার এই কবির এক গানের "প্রকৃতির এই কঠোর বিধানে পদানত বার বার
বন্ধু তোমার হৃদয় বীথিতে সাধ জাগে বাঁচিবার।" এই লাইন দুইটি আমার অজানাই থেকে যেতো। ভাল লাগলো আমার দেশি এক কবির পরিচয় জানানোর জন্যে ।


জি ভাই এই মৃত্যুর কোন সময় কিংবা কোন সিরিয়াল নেই যখনই মালিকের ডাক আসবে সব ছেরে চলে যেতে হবে। কেউ যেতে চাক বা না চাক ।

আপনার দোয়া অবশ্যই আমার জীবনে অনেক পাওয়া। বাবাকে আপনার সালাম জানিয়ে দেবো । ভাল থাকবেন ভাই।

৫| ২৪ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪০

তারছেড়া লিমন বলেছেন: জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ...................

২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ২:৪১

শিপন মোল্লা বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ভাই ।

৬| ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:২১

কান্ডারি অথর্ব বলেছেন:



দেরীতে হলেও শুভ জন্মদিন ভাইডি। !:#P !:#P !:#P

৭| ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:২৩

এমএম মিন্টু বলেছেন: শুভ জন্মদিন

৮| ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:২৬

খাটাস বলেছেন: বিলম্বিত শুভ জন্মদিন ভাই। !:#P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.