নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিদিন অনবরত চেষ্টা করছি একজন মানুষ হয়ে উঠার।

শিপন মোল্লা

আমি কারো মতন নয়ই, একান্তই আমার মতো। বন্ধু-বান্দব আর পারিবারিক সব সম্পখের ক্ষেএে ভীষণ আন্তরিক। হাসি-খুশি আর দলবল নিয়ে ২৪ ঘন্টাই আড্ডায় থাকতে ভালবাসি। ভালোবাসি সাদা গোলাপ আর প্রিয়তমাকে। আমি এক আল্লাহ্‌র ইবাদত করি আর হজরত মুঃ সাঃ কে অনুসরন করি। সৃজনশীল বিষয়ে আগ্রহ করি। রাজনীতি আমার রক্তের সাথে মিশে গেছে বা আছে। জিয়াকে মডেল করে সমাজের ভাল পরিবর্তনের চেষ্টায় আছি। বর্তমান পরিবেশে দেশে কিছু করার মুরোদ রাখিনা তাই পরবাসী আছি। দেশ ও দেশে বসবাস করা প্রিয় মানুষদের জন্য অনবরত হৃদয়ে রক্তক্ষরণ হয়। নিজের অনুভূতি,অস্তিত্ব আর ভালোলাগা গুলো পরে থাকে প্রিয় জয়পাড়ায় যেখানে আমার শৈশব আর কৈশোর কেটেছে। দুঃখ একটাই জীবনে কোথাও শ্রেস্ট হতে পারিনি। আমি লিখতে পারিনা,আর লিখা লিখি করার জন্যও আমি ব্লগে আসিনি। আমি পড়তে এসেছি। নিজেকে একজন ভাল পাঠক বলে দাবি করি।

শিপন মোল্লা › বিস্তারিত পোস্টঃ

ক্যামেরার পেছনের মানুষটির গল্প ।

১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩২



আমার মেয়ে সিঁথির যখন প্রথম দাঁত ওঠে, তখন ও সব কিছুই কামড়ে দেখতে চাইতো। সুযোগ পেলে কামড় দিয়েই বসতো। আর কোনো কারণে কামড়াতে না পারলে কেঁদেই দিতো। ক্যামেরা কেনার পর আমার অবস্থাও হয়েছে সেরকম। ডিএসএলার পেয়ে দুনিয়ার সব কিছুর উপরই ক্লিক করে দিচ্ছি, কিন্ত ছবির কিছুই হচ্ছে না। যা তুলতে চাই, ছবি যেন গল্প বলে সেরকম কিছু, বাট তুলতে চাই এক আর হচ্ছে আরেক। তুলতে চাচ্ছি ছবি, হয়ে যাচ্ছে গবি। এ বিষয়ে আহামেদ ভাইকে আজ কয়দিন যাবত বিরক্ত করছি অনেক, এটা কি অটা কি বলে ক্রমাগতই অস্থির করে ফেলছি বেচারাকে। উনি নেহায়েত ভদ্রলোক বলে একটুও বিরক্ত হচ্ছেন না বরং দারুণ করে সহযোগিতা করে যাচ্ছেন, বিভিন্ন বেসিক জিনিস শেখাচ্ছেন আমাকে।

আশেপাশে যা পাচ্ছি তারই ছবি তুলছি। মানুষ, গাড়ি, বিল্ডিং, বালু, আকাশ, গাছপালা যা পাই ক্লিক করে দিই। আরব দেশে মানুষের ছবি তুলে মজা নাই। সুন্দরি পরীরা সব বোরখার নিচে। আর পুরুষরা সব যুদ্ধংদেহী বেশে জোব্বা পরিহিত। ক্যামেরা কেনার পর যা বুঝলাম তা হলো, আসলে ফটোগ্রাফি কোনো সহজ বিষয় নয়। সুন্দর মনের সাথে ক্যামেরা চালানোতে ভাল দক্ষতা থাকতে হবে। ক্যামেরাই এখনো বুঝে উঠতে পারিনি, সুতরাং ভাল ছবি তোলা তো অনেক দূরের ব্যাপার। কখনো আইএস বাড়িয়ে ছবি তুলি, তোলার পর দেখা যায় সব কিছুই কালো অন্ধকার। আবার কখনো বা সাদা, কখনো ঝাপসা!!
এত এত সমস্যার সমাধানের উদ্দেশ্যে জিগাইলাম স্বপ্নবিলাসকে, সে বললো ভাই আমি কোনোদিন ডিএসএলআর চালাই নাই । দুই কাঠি সরস হয়ে সে আমাকে উল্টো একটা খোঁচা দিলো ভাই,আপনার ক্যামেরা সুইচ কয়টা টোটাল গুণছেন এখনো? আসলেই তো, গুইণা তো দেখি নাই! অবশেষে গুণে দেখলাম, সামনে পিছনে মোট ২৪ টা।

এরপর জিজ্ঞেস করলাম, কাল্পনিক ভালবাসাকে, ভাই ক্যামেরাতে ২৪টা সুইচ এখন কোনটা টিপলে কি হবে? একটা সুইচেও কোন লিখা নেই। কাভা ভাই বলে , ভাই আপনি এখন আমার থেকে এতো দূর আছেন কেমন করে আপনারে আমি টিপাটিপি শিখামু? অশ্লিলতার ইঙ্গিত পেয়ে আর কথা বাড়াইলাম না।

ব্যক্তিগত অনুভূতি আমি এই ক্যামেরা দিয়েই ছবি তুলে প্রকাশ করতে চাই । জানি যদিও বিষয়টা সহজ নয়। তবুও আমি যেভাবে পৃথিবীকে দেখি সেই চোখ দিয়েই ছুবি তুলবো শুধুই নিজের আনন্দের জন্যেই । ফটোগ্রাফির ওপরে ধারনা নিতে যেয়ে অনলাইনে কয়দিন যাবত বেশ পড়াশোনা করছি শিক্ষক নামে এক স্কুলে সেখানে এক কোর্সে পড়া কয়টা লাইন আমার মনে ভীষণ ভাবে গেঁথে গেছে - “আশেপাশের পৃথিবীকে একটু অন্যরকম ভাবে দেখা, একটু নিজের মতো করে দেখা – এই ব্যপারটা যার মধ্যে আছে, তার মধ্যেই একজন ফটোগ্রাফার আছে। অনেকে হয়তো ক্যামেরা হাতে নেয়ার পর ব্যপারটা উপলব্ধি করেন। অনেকের হয়তো সেই সুযোগ হয় না – এক জীবন কেটে যায় সৃজনশীল একটা সত্ত্বা নিয়ে, যার প্রকাশ ঘটেনা কখনও।“

ফেসবুকে রাজনৈতিক লিখালিখির কারনে আমার অনেক বন্ধু অভিযোগ করে থাকেন কেন আমি রাজনিতিক পোস্ট করি, প্রেম, কবিতা, গল্প নিয়ে কেন শুধু থাকি নাহ। ভাবছি সেই সব বন্ধুদের সাথেই তাল মিলিয়ে লুতুপুতু করবো। লিখা দিয়ে না হোক, নিজের তোলা ছবি দিয়েই গল্প বলবো। তবে তাই হোক...

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ছবি তো দিলেন না! ছবি দেন!

২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২০

শিপন মোল্লা বলেছেন: ছবি দিয়ে আরেকদিন বাজে একটা পোস্ট দেওয়ার জন্যে রেখে দিলাম টিপাটির মাষ্টার ।

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫৭

মনিরা সুলতানা বলেছেন: আপনার ছবি তোলা আনন্দময় হোক

২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২১

শিপন মোল্লা বলেছেন: ধন্যবাদ মনিরা আপা।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শিপন ভাই, ভালো লাগলো আপনার মনের আকুলতা। কিন্তু একটাও যে ছবি দিলেন না!

২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৩

শিপন মোল্লা বলেছেন: আপনি খালি আমার হুদাই তারিফ করেন।

ছবি দিয়ে আরেকদিন একটি পোস্ট দেওয়ার ইচ্ছে আছে ভাই তাই কোন ছবি দিলাম না। ধন্যবাদ ভাই।

৪| ২০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:২৭

অপূর্ণ রায়হান বলেছেন: শুভকামনা রইল :)

২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৩

শিপন মোল্লা বলেছেন: ধন্যবাদ ভাই

৫| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫২

তুষার কাব্য বলেছেন: শুভকামনা নিরন্তর..

২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৪

শিপন মোল্লা বলেছেন: ধন্যবাদ জানবেন।

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫২

শায়মা বলেছেন: তোমার সেই পরীকন্যা!!!


ছবি কই ভাইয়া???

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫৭

শিপন মোল্লা বলেছেন: অনেক দিনপরই আবার ব্লগে আসলাম আপা। সেই প্রথম সময় থেকে আপনার উপস্থিতি আমার ব্লগে, আমাকে দারুন আনন্দ দিতো দেয়। আরেকদিন ছবি পোস্ট একটা বানিয়ে ফেলবো ইনশাল্লাহ ।

৭| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ৩:০০

চাঁদগাজী বলেছেন:


সমাধান আপনার মেয়ের কাছে।

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০০

শিপন মোল্লা বলেছেন: অবশ্যই । দোয়া করবেন।

৮| ৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:০১

সুলতানা রহমান বলেছেন: রাজনৈতিক লেখা বাদ দিয়ে ,,, নিশ্চয়ই একটু দুঃখ রয়েছে। কিন্তু ভালো লেগেছে পড়তে।

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০০

শিপন মোল্লা বলেছেন: ধন্যবাদ

৯| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ৯:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেকদিন পর শিথির বাপকে দেখলাম , ভাল লাগলো ।

ছবি পোস্টের অপেক্ষায় রইলাম ।

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০১

শিপন মোল্লা বলেছেন: লিটন ভাই আছেন কেমন? দিয়ে দিবো একদিন ছবি পোস্ট ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.