নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিদিন অনবরত চেষ্টা করছি একজন মানুষ হয়ে উঠার।

শিপন মোল্লা

আমি কারো মতন নয়ই, একান্তই আমার মতো। বন্ধু-বান্দব আর পারিবারিক সব সম্পখের ক্ষেএে ভীষণ আন্তরিক। হাসি-খুশি আর দলবল নিয়ে ২৪ ঘন্টাই আড্ডায় থাকতে ভালবাসি। ভালোবাসি সাদা গোলাপ আর প্রিয়তমাকে। আমি এক আল্লাহ্‌র ইবাদত করি আর হজরত মুঃ সাঃ কে অনুসরন করি। সৃজনশীল বিষয়ে আগ্রহ করি। রাজনীতি আমার রক্তের সাথে মিশে গেছে বা আছে। জিয়াকে মডেল করে সমাজের ভাল পরিবর্তনের চেষ্টায় আছি। বর্তমান পরিবেশে দেশে কিছু করার মুরোদ রাখিনা তাই পরবাসী আছি। দেশ ও দেশে বসবাস করা প্রিয় মানুষদের জন্য অনবরত হৃদয়ে রক্তক্ষরণ হয়। নিজের অনুভূতি,অস্তিত্ব আর ভালোলাগা গুলো পরে থাকে প্রিয় জয়পাড়ায় যেখানে আমার শৈশব আর কৈশোর কেটেছে। দুঃখ একটাই জীবনে কোথাও শ্রেস্ট হতে পারিনি। আমি লিখতে পারিনা,আর লিখা লিখি করার জন্যও আমি ব্লগে আসিনি। আমি পড়তে এসেছি। নিজেকে একজন ভাল পাঠক বলে দাবি করি।

শিপন মোল্লা › বিস্তারিত পোস্টঃ

ঈদ আসে, ঈদ যায়।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৭

ঈদ আসে, ঈদ যায়। আগের মত আমেজ পাই না। বয়সের সংগে ঈদের আমেজও হারিএ গেছে। ছোট বেলার সবকিছুর মত ঈদটাও ভাল ছিল। বিশেষ করে ঈদের আগের দিনের রাত। নতুন জামা, প্লাস্টিকের নতুন ডিজিটাল ঘড়ি, নতুন টুপি... সালামি হিসেবে নতুন কড়কড়ে পাঁচ টাকা দশ টাকার নোট, দল বেধে ঘোরাঘূরি, পাড়া-প্রতিবেশীদের বাড়ী বাড়ি গিয়ে দলবেঁধে খাওয়া-আরও কত কী! বড় হয়ে গেলে এই সবে আর মজা মিলে না, তবুও পরিবারের সাথে থাকলে ঈদের আনন্দের ঘাটতি হয় না। ভিনদেশে এর কিছুই নাই। ভিনদেশে ঈদ মানেই মন খারাপের দিন।

গেলো ঈদ-উল-ফিতরে বাড়িতে ছিলাম। ঈদে আমার উল্লেখযোগ্য ঘটনা ছিল, ছেলেবেলায় যখন ঈদগায়ে নামাযে যেতাম বাবা হাত ধরে রাখতো যেন পড়ে না যাই। আর গত ঈদে বাবা ঈদগাতে গেল আমার কাঁধে হাত রেখে, জামাত শেষে বাড়িতে নিয়ে আসলাম আমার কাঁধে ভর দিয়েই। সময় পেরিয়ে আজ আমিও বাবা হয়েছি।

ঈদের আগের রাতে মেয়ের উচ্ছ্বাক কাছ থেকে দেখেছি। মেহেদি পরা নিয়ে সিনিয়র আপু-ফুফু-চাচিদের কাছে ছোটাছুটি, কখন কোন জামা পড়বে সেটা নিয়ে দুনিয়ার দ্বিধা, সমবয়সীদের সংগে কত পরিকল্পনা। একটু একটু পরই এসেই বলতো, বাবা এটা আনো, ওটা নাই, এটার এরকম কেন, ওটার রং এমন কেন.... বাবা জামার সাথে মিল করে চুরি এনে দাও, লাল রঙের লিপস্টিক কই? এমন করতে করতে সে আমার সাথে ৬/৭বার বাজারে এসেছে।

সবকিছু যখন ঠিকঠাক, তখন মাঝ রাত পর্যন্ত কী প্ল্যানিং তার! কোন জামার সাথে কি ম্যাচ করবে, কোন জামা পরে হাবিবাদের বাড়ি যাবে, কোনটা পরে রাইসাদের বাড়ি, কত শত আয়োজন! সন্ধায় ফোন করলাম বাবা ,মার সাথে কথা বলতে তাদের কথা আর শুনবো কি, মেয়ের কথাই ফুরায় না! গরু নিয়ে তার পেরেশানির শেস নাই! গরু ঘুমায় না কেন, মশায় কামড়ালে কি উপায়, গরুকে বালিশ দেয়া নিয়ে সবার সাথে ঝগড়া ইত্যাদি ইত্যাদি।

ফোন রেখে তিন প্রজন্মের কথা ভাবছি। জীবন বড়ই আনন্দময়। পৃথিবীর সকল বাবা-মা আর তাদের সন্তানেরা ভাল থাকুক, ভাল থাকুক সমগ্র মানব জাতি। ঈদ মোবারক।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৪

সুমন কর বলেছেন: পৃথিবীর সকল বাবা-মা আর তাদের সন্তানেরা ভাল থাকুক, ভাল থাকুক সমগ্র মানব জাতি। ঈদ মোবারক।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:১১

শিপন মোল্লা বলেছেন: ধন্যবাদ , ঈদ মোবারক

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১১

গুলশান কিবরীয়া বলেছেন: আপনাকে আরও একবার ঈদ মোবারক । ছোট বেলার ঈদের কথা খুব মনে পরছে , রং বেরং এর দিন গুলোর কথা ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০২

শিপন মোল্লা বলেছেন: আপনাকেও ধন্যবাদ লিখাটি পড়ার জন্যে।

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৫

সুমন কর বলেছেন: ঈদ সংকলনে সংযুক্ত করে দিয়েছি।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৩

শিপন মোল্লা বলেছেন: ধন্যবাদ ভাই । দেখে আসচ্ছি সেই পোস্ট আপনার।

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

রুদ্র জাহেদ বলেছেন: ফোন রেখে তিন প্রজন্মের কথা ভাবছি। জীবন
বড়ই আনন্দময়। পৃথিবীর সকল বাবা-মা আর
তাদের সন্তানেরা ভাল থাকুক, ভাল থাকুক
সমগ্র মানব জাতি। ঈদ মোবারক।

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৫

সেলিম আনোয়ার বলেছেন: পৃথিবীর সকল বাবা-মা আর তাদের সন্তানেরা ভাল থাকুক, ভাল থাকুক সমগ্র মানব জাতি। ঈদ মোবারক। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.