![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কারো মতন নয়ই, একান্তই আমার মতো। বন্ধু-বান্দব আর পারিবারিক সব সম্পখের ক্ষেএে ভীষণ আন্তরিক। হাসি-খুশি আর দলবল নিয়ে ২৪ ঘন্টাই আড্ডায় থাকতে ভালবাসি। ভালোবাসি সাদা গোলাপ আর প্রিয়তমাকে। আমি এক আল্লাহ্র ইবাদত করি আর হজরত মুঃ সাঃ কে অনুসরন করি। সৃজনশীল বিষয়ে আগ্রহ করি। রাজনীতি আমার রক্তের সাথে মিশে গেছে বা আছে। জিয়াকে মডেল করে সমাজের ভাল পরিবর্তনের চেষ্টায় আছি। বর্তমান পরিবেশে দেশে কিছু করার মুরোদ রাখিনা তাই পরবাসী আছি। দেশ ও দেশে বসবাস করা প্রিয় মানুষদের জন্য অনবরত হৃদয়ে রক্তক্ষরণ হয়। নিজের অনুভূতি,অস্তিত্ব আর ভালোলাগা গুলো পরে থাকে প্রিয় জয়পাড়ায় যেখানে আমার শৈশব আর কৈশোর কেটেছে। দুঃখ একটাই জীবনে কোথাও শ্রেস্ট হতে পারিনি। আমি লিখতে পারিনা,আর লিখা লিখি করার জন্যও আমি ব্লগে আসিনি। আমি পড়তে এসেছি। নিজেকে একজন ভাল পাঠক বলে দাবি করি।
তখন আমার ভরা যৌবনের অবারিত আবাহন। সদ্য কৈশোর পেরিয়ে উড়ছি শুধু। বল্গা হরিণের মত ছুটছি অবিরাম। কলেজের উদ্দেশ্যে বের হই প্রতিদিন, কিন্তু কলেজে আর যাওয়া হয়না খুব বেশি। বন্ধু-বান্ধ, আড্ডা, ছাত্র রাজনীতির চক্রে আবর্তিত হতে থাকি শুধু। সাথে চলার চাচাতো ভাই জিস্কু ,শামিম আর ক্লোজ বন্ধুদের অনেকেই ইউরোপ পাড়ি দিছে উন্নত জীবনের আশায় । মন খুলে মনের কথা না বলতে পারা মনের মানুষের অভাবে আমিও ছন্নছাড়া , হতাশ যাকে বলে কষ্ট বিলাসে ডুবে থাকি। বাড়িতে খবর হয়ে গেছে, পড়াশোনা আমাকে দিয়ে আর হবে না। বিদেশে পাঠিয়ে দেয়ার সিদ্ধান্ত হলো বাড়ি থেকে। কিসের ভিতর দিয়ে যেন পাসপোর্ট বানিয়ে ফেললাম, ভিসা রেডি করলাম এবং হুট করেই একদিন ফ্লাইট ফিক্সড হয়ে গেল। খুব একটা ভাবাবেগ হলো না আমার।
দোস্ত, সৌদি যাইতেছি,কয়দিন পরেই আয়া পড়ুম-এমন একটা ভাব করে ঠিক ঠিক একদিন এয়ারপোর্টের উদ্দৈশ্যে বাড়ি ছাড়লাম। যেন বাড়ি থেকে থানার মোড়ে যাচ্ছি, যখন ইচ্ছে ফিরে আসবো। আমার আর ফেরা হয়নি। এক যুগেরও বেশি সময় ধরে এখন আমি পরবাসী।
দিনে দিনে সংসার হয়েছে, ঘর আলো করে সন্তানরা এসেছে। বটগাছের মত নির্ভরতার জায়গা বাবা, তিনিও চলে গেছেন না ফেরার দেশে। সময়ের সাথে সাথে কত কী হয়ে গেল, শুধু আমার আর ঘরে ফেরা হলো না।
চাওয়া-পাওয়া নিয়ে আমার কখনো কোন আক্ষেপ ছিল না, এখনো নেই। আলহামদুলিল্লাহ, বেশ ভাল আছি। মাঝে মাঝে আয়নায় চোখ পড়লে চমকে উঠি, বয়স হয়ে যাচ্ছে। সময় পরিক্রমায় আমরা একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের কারোই আর ফেরা হবে না পেছনের সময় গুলোতে। সবার ক্ষেত্রেই একই রকম, যায় দিন ভাল...
কথাগুলো লেখার কারণ হলো, সদ্য চাকরিতে ঢোকা এক ছোট ভাই আক্ষেপ করে স্টুডেন্ট লাইফের আরাম আয়েসের কথা বলছিল। দায়িত্বের বোঝা কাঁধে চাপলে প্রথম প্রথম মানিয়ে নিতে খুব কষ্ট হয়। ভাইয়ের সাথে কথা বলতে বলতে আমারো সেই সময়ের কথাগুলো মনে পড়ে গেল আবার। আমাদের ফেরা হয় না, আমরা শুধু এগিয়ে যাই, কখনো ইচ্ছায়-আবার কখনো অনিচ্ছায়।
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৭
নেক্সাস বলেছেন: আমারো আর ফেরা হয়নি
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫২
ফেরদৌসা রুহী বলেছেন: আমাদের ফেরা হয় না, আমরা শুধু এগিয়ে যাই, কখনো ইচ্ছায়-আবার কখনো অনিচ্ছায়।
হুম, যে সময় যায় তা একেবারেই যায়।
৪| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ৯:২১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক কঠিন সত্য কথা লিখেছ ভাইয়া। আসলেই জীবন যেন কেমন।
৫| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৫
বিজন রয় বলেছেন: ব্লগে ফিরে আসুন, নতুন পোস্ট দিন।
৬| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৯
জাতির বোঝা বলেছেন: আরো লিখা দরকার।
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪০
সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: হুম