![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমুদ্রের দিকে চেয়ে দেখো, কি বিশালতা...
কি অসীম মমতায়, কি সীমাহীন উচ্ছলতায় সে আছড়ে পড়ে তীড়ের বুকে।
দূর পাহাড়ে চোখ পাতো, কি মহান...
কি মায়ায়, কি ভালবাসায় আকড়ে আছে সবুজ অরণ্যকে।
সমুদ্রের বুক ভেঙ্গো না, নির্দয় ঝড়ে লণ্ডভণ্ড করে দিবে সব...
পাহাড়কে কাঁদাবে না, দুমড়েমুচড়ে পিষে ফেলবে পায়ের ধারে যা পাবে সব...
আমি তোমায় সাগরের মতন ভালবাসি,
বুক ভাঙ্গার দুঃসাহস দেখাবে না,
পুড়িয়ে উড়িয়ে ছাড়খাড় করে দিব!
আমি তোমায় পাহাড়ের মতন ভালবাসি।
কাঁদাবার স্পর্ধা দেখাবে না,
ভালবাসার দিব্যি দিয়ে বলছি, বুকের পাজড় গুড়ে দিব!
নক্ষত্রের দিকে তাকিয়ে দেখ...
দূর থেকে কত ক্ষূদ্র,কাছে গেলে কি মস্ত!
কাছে এসে চেয়ে দেখো, আমার প্রেম নক্ষত্রের মতই বিশাল!
খুব কাছে এসো না্,
আমার প্রেম সূর্যের মতন, ঝলসে যাবে!
আমার প্রেম দখিনা হাওয়ার মতন, ফিরিয়ে দিওনা...
ঘূর্ণিঝড় হয়ে আসবো!
আমি ঝড়ের মতন ভালবাসি, থামাতে পারবে না।
আমি আগ্নেয়গিড়ির মতন ভালবাসি, নেভাতে পারবে না।
আমি পাষাণের মতন ভালবাসি, সইতে পারবেনা।
তুমি আমার সাথে মিশে যাও...
দখিনাহাওয়া হয়ে উড়ব, ঝড়নাধারা হয়ে বইবো।
ঝড়ের মতন ভাঙ্গব, ঢেউয়ের মতন ঘুড়বো।
তারা হয়ে জলবো, পাষাণ হয়ে পুড়বো।
তুমি আমার সাথে মিশে যাও, নইলে অস্তিত্ব হারাবে!
১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৭
আ স ম নাহিদুল ইসলাম শিমুল বলেছেন: ধন্যবাদ।
২| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৭
মাহবুবুল আজাদ বলেছেন: বাহ চমৎকার লিখেছেন ।
৩| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৯
আ স ম নাহিদুল ইসলাম শিমুল বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালো লেগেছে।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।