নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উতস

আবু সায়েদ

student

আবু সায়েদ › বিস্তারিত পোস্টঃ

তাবলীগের দু পক্ষ; কোন পক্ষে থাকবেন?

০৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫৩

বর্তমান তাবলীগ জামাতের বিশ্বব্যাপী সংকটে বিভক্তির স্পষ্ট রেখা বিদ্যমান হয়েছে, পুরা দুই শিবিরে বিভক্ত। এমতাবস্থায়, এই দ্বীনী জামাতের কোন অংশ শুদ্ধ আছে ও দ্বীনী দিক থেকে নিরাপদ আছে- তা কিভাবে বুঝবেন? যারা তাবলীগে সময় লাগাতে চান, তাদের জন্য বিষয়টা জরুরী।

সাদ-পন্থী গ্রুপঃ মাওলানা সাদ-কে আমীর মেনে একদল অনুসারী তার পেছনেই তাবলীগ করতে বদ্ধ পরিকর। এরা বলে, “আমরা এতায়াতে আছি”, অর্থাৎ, সাদ সাহেবের এতায়াতেই এরা তাবলীগ করবে। সাদ ব্যতীত অন্য কারো অনুসরন এরা করতে নারাজ। এ কাজে এরা উগ্রতা প্রদর্শন করতে প্রস্তুত। এরা বর্তমানে মিরপুর ডি ব্লকের মার্কায কে কেন্দ্র করে কার্যক্রম চালনা করছে।
কিন্তু, এখানে কিছু প্রশ্ন থেকে যায়ঃ
১। সাদ সাব কিভাবে আমীর হলেন?
২। সাদ সাব কি সর্ব-সম্মত আমীর?
৩। সাদ সাব কি শরীয়তসম্মতভাবে আমীর নির্ধারন হয়েছেন?
৪। সাদ সাব কি বিতর্কিত বিষয়গুলি থেকে ফিরে এসেছেন।
উপরোক্ত বিষয়গুলি সমাধা না হওয়া পর্যন্ত তার অনুসরন করা উচিত নয় বলে ফতোয়া দিয়েছেন আলেমগণ।


আলমী শুরা গ্রুপঃ
অন্যদিকে, সাদ সাহেবের বিতর্কিত অবস্থার প্রেক্ষিতে তাবলীগের বিশ্ব-মুরুব্বি গণ , যাদের মধ্যে সাদ সাহেবের ওস্তাদ্গণ-ও আছেন, তারা সবাই মিলে একটা শুরা বা কমিটি বানিয়েছেন তাবলীগের কাজ-কে চালিয়ে নেবার জন্যে। এই শুরা বিশ্বের অধিকাংশের কাছেই মকবুল বা গ্রহনযোগ্য।
বিশ্বের বরেন্য ওলামাগণ এই শুরার অধীনে কাজ করাকেই প্রাধান্য দিচ্ছেন, যা শরয়ী আলোকে অধিক সঠিক।
তাবলীগের কাজ একটা নিখাদ ধর্মীয় কাজ। সেহেতু ওলামাদের নির্দেশনা মেনেই করতে হবে।
তাবলীগের সংকটে ওলামাদের সিদ্ধান্ত

এতায়াত ফেরকার আগ্রাসী মনোভাবঃ
অন্যদিকে, সাদ- সমর্থিত ফেরকার মধ্যে বাতেলের সকল আলামত বিদ্যমান। এরা উগ্র, ওলামাদের মানে না, এবং বে-শরীয়তী কথা বলতে অভ্যস্ত।
আসছে টঙ্গী বিশ্ব এজতেমায় এরা ব্যাপক হাঙ্গামা বাধানোর পরিকল্পনা নিয়ে আছে।

সারকথাঃ

আল্লাহ আমাদের শুদ্ধভাবে কাজ করার তৌফিক দেক। তাবলীগের কাজে দেশের বরেন্য ওলামাদের অনুসরনেই ভালাই রয়েছে। ওলামাদের দিক নির্দেশনা ছাড়া কোন দ্বীনী কাজ সঠিক নেহাজ ও পথে থাকে না।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:০৮

তারেক ফাহিম বলেছেন: বিতর্ক এখানেও X((

২| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশে তাবলিগের কারণে কিছু ধর্মী পর্যটক আসত। এখন আল্লাহর ওয়াস্তে তা্ও আসবে না। হুজুর বলেন, নেতা বলেন, বাংলাদেশের মানুষ জন আমরা খুব বেশী দলবাজি কিংবা দলাদলি খুবই পছন্দ করি।

৩| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:২০

চাঁদগাজী বলেছেন:



সোজা প্রশ্ন, যেই পক্ষ আমাকে নেতা বানায় সেই পক্ষে থাকবো!

৪| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ২:০৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি চাই দুই পক্ষই মারামারি করে এই পিকনিক বন্ধ করে দিক। গত বছর এই পিকনিক মালয়েশিয়া সরিয়ে নেয়ার কথা উঠেছিল। আল্লাহ যদি রহমত করে এই পিকনিকটা বাংলাদেশ থেকে চলে যাওয়া জরুরী। অনেক বড় বিদআ'ত থেকে মুক্তি পাবে বাংলাদশের মুসলিম রা...

৫| ০৯ ই জুলাই, ২০১৮ ভোর ৬:৪৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: কোনো পক্ষেই থাকার প্রয়োজন নেই | নিজে সকল প্রকার অন্যায় এবং কুকর্ম থেকে বিরত থাকার চেষ্টা করুন এবং মহান সৃষ্টিকর্তাকে মনের গভীর থেকে সর্বদা স্মরণ করে ইবাদত করুন - কোনো পক্ষ নেয়ারই প্রয়োজন হবে না |

৬| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১৪

রাজীব নুর বলেছেন: চিকিৎসা ও শিক্ষা এখন আর সেবা নয়, পণ্য ।
এ বিষয়ে কিছু লিখেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.