![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খেলোয়ার হিসেবেই তো সুখ্যাতির শীর্ষে ছিলে, রাজনীতী কি এখোনই দরকার ছিল? খেলোয়ারি জীবনের তুঙ্গে থাকা অবস্থাতেই কেন রাজনীতীতে জড়ালে?
সুখ্যাতি বাড়ানোর আশা, নাকি ক্ষমতার লোভ, নাকি দেশের খেদমত? উদ্দেশ্য জানি না। তবে দেশের সেবা করার তাগিদে হলে মহৎ উদ্যোগ। কিন্তু সেটা খেলোয়ারি জীবনের অবসরের পরেও হতে পারত।
রাজনীতীর ময়দান কন্টকময়। এখন সুখ্যাতি কমতেও পারে।
তবে ইমরান খান, রানাতুঙ্গা, আজাহার উদ্দিন, সিধুর মত খেলোয়ারি জীবন শেষেই রাজনীতি উত্তম ছিল।
১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৯
আবু সায়েদ বলেছেন: আপনার সাথে একমত। তবে সময়টা উপযুক্ত হয় নাই।
২| ১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭
নজসু বলেছেন:
আপনি অনেকের মনের কথা বলেছেন।
১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৯
আবু সায়েদ বলেছেন: ধন্যবাদ
৩| ১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩১
বাকপ্রবাস বলেছেন: যে যাই বলুক। তার ভক্ত অর্ধেক টাটা বাইবাই বলে দিয়েছে। তাতে অবশ্য কারো কিছু যায় আসেনা।
৪| ১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: মাশরাফির রাজনীতিতে আসাটা আমি ইতিবাচকভাবেই নিচ্ছি। ভালো, সুশিক্ষিত,প্রতিষ্ঠিত মানুষগুলো রাজনীতিতে আসলে পরিবর্তন অনিবার্য।
১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫০
আবু সায়েদ বলেছেন: রাজনীতীতে ভাল মানুষ আসা দরকার। কিন্তু প্রশ্ন ২ টিঃ
১) এটা উপযুক্ত সময় কি না?
২) রাজনীতীতে আসার পরে ভাল মানুষগুলি ভাল থাকতে পারবে কি না?
৫| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫২
রাজীব নুর বলেছেন: আমি কোনো সমস্যা দেখছি না।
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৩
নতুন বলেছেন: মাশরাফি একজন ভাল মানুষ ... তিনি এমপি হলে ভালো কাজই করবেন....
তাই এই রকমের যত বেশি ভালো মানুষ সাংসদ হবে... তত শামিম ওসমান, জয়নাল হাজারী কমবে...