![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হরতালে ছুটিতে ইন্টার পড়ুয়া দুই ভাগ্নিকে পড়াতে বসলাম।
জীবন বীমা অধ্যায়ে এসে বললাম- একটা বীমা কোম্পানীর নাম বলতে পারো?
দু'জনেই বললো- রিলায়েন্স ইন্সুরেন্স।
খটকা লাগলো। শিওর হওয়ার জন্য আরও কিছু্ প্রশ্ন করলাম।
একটা জুয়েলার্সের নাম বলো তো!
- পিসি চন্দ্র জুয়েলার্স
একটা সিমেন্টের নাম বলো
- আম্বুজা সিমেন্ট
একটা ব্যাংকের নাম বলো
- ইউনিয়ন ব্যাংক
ফিলিং স্টার অব জলসা
২| ১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪০
মদন বলেছেন: দেশের রাজধানীর নাম বলোতো: নিউ দিল্লী
১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৪
আহমেদ বায়েজীদ বলেছেন: অবস্থা সেই দিকেই মনে হয় যাচ্ছে।
৩| ১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৭
মোঃ আনারুল ইসলাম বলেছেন: জয় হো ভারতমাতা কি
১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৮
আহমেদ বায়েজীদ বলেছেন: এখনই ঠেকানো দরকার
৪| ১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৫
মেহেদী হাসান মানিক বলেছেন:
বড় কষ্ট লাগে আমাদের পরবর্তী প্রজন্ম কিভাবে নিজস্ব সংস্কৃতি ভূলে অন্য সংস্কৃতিতে আসক্ত হয়ে যাচ্ছে। কি আছে আমাদের দেশের ভাগ্যে ???
১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৯
আহমেদ বায়েজীদ বলেছেন: কর্তা ব্যক্তিরা এ দিকে কান দেয়ার সময় পাচ্ছে না।
পাবে যখন করার কিছু থাকবে না
৫| ১৩ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
এমদাদ মেহেদী বলেছেন: আমি মনে করি প্রবেলম ভাই আমােদর।
ওদের বয়স যখন কম থাকে তখন তো আমরা ওদের সামনে এই চ্যানেল গুলা চালিয়ে ওদেরকে এই চ্যানেল গুলা দেখার অভ্যাস তৈরি করে দিচ্ছি। এবং সেই অভ্যাস পরিবর্তনের কোন চেষ্টা করি না। তাহেল ভাই দোষটা কি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের না আমাদের?????????????
১৩ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
আহমেদ বায়েজীদ বলেছেন: কথা সত্য
আমদের মা-বৌরা সারাদিন এসব দেখলে বাচ্চারা দো দেখবেই
৬| ১৩ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
সোহেল রনি বলেছেন: আমি মনে করি আমাদের দেশের টিভি চ্যানেলগুলো বড্ড বেশি সংবাদ নির্ভর, মেয়েরা অনেক বেশি নাটক, সিনেমা পছন্দ করে, স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা চ্যানেল গুলো কখনও আমাদের দেশে এত জনপ্রিয়তা পেত না যদি দেশি চ্যানেলগুলো বিনোদন মূলক অনুষ্ঠানকে প্রাধান্য দিত, উল্লখ্য চ্যানেলগুলো কোন সংবাদ পরিবেশন করেনা, আসলে সংবাদের জন্য চ্যানেলগুলো আলাদা হওয়া উচিত। আমাদের দেশের বেশিরভাগ চ্যানেল জগা খিচূড়ি মার্কা।
১৩ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
আহমেদ বায়েজীদ বলেছেন: একদম ঠিক
ওরা টাইম মেনটেন করে। বিজ্ঞাপনও কম দেয়
আমাদের ঘরের ষাট বছরের বুড়িও জানে ঝিলিক ৮ টায় শুরু হয়। কিন্তু দেশের নাটকের কোন টাইম নাই।
৭| ১৩ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
ঢাকাবাসী বলেছেন: উপরে সোহেল রনি র সাথে একমত।
১৩ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
আহমেদ বায়েজীদ বলেছেন: হু
৮| ১৩ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
মোঃ আনারুল ইসলাম বলেছেন: আপনি কি জানেন ? ভারতে বাংলাদেশের টিভি চ্যানেল চালানো নিষিদ্ধ , সুতরাং আমরা তাদের চ্যানেলগুলো চালাবো কেন ? আসুন এ বিষয়ে সরকারের দৃষ্টি আর্কশন করি ।
১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২৮
আহমেদ বায়েজীদ বলেছেন: জানি।
এ ব্যাপারে সরকার কখোনই আন্তরিক নয়।
৯| ১৩ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
বেকার সব ০০৭ বলেছেন: মেয়েদের দোষ দিয়ে লাভ কি, বাংলাদেশের টিভি চ্যানেলগুলো যে পরিমান সংবাদ ও বিজ্ঞাপন দেয় অন্য দেশের টিভি চ্যানেল না দেখে ওপায় নাই্।
আমি নিজে বাংলাদেশের টিভি চ্যানেল দেখি না, কারন এন টিভি নাটক দেখায় ১৫ মিনিট আর বিজ্ঞাপন ৩০ মিনিট।
১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২৯
আহমেদ বায়েজীদ বলেছেন: এরা আগে নাটকের ফাকে ফাকে বিজ্ঞাপন দিত
এখন বিজ্ঞাপনের ফাকে নাটক দেখায়
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৯
মদন বলেছেন: