![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘরেে আমার মন বসেেনা
বাহির আমায় টানে
খোলা আকাশ, পাহাড় আর সমুদ্রে
ছুটে যেতে ইচ্ছে করে
অনেক দিনের চেনা তুমি
চল আমার সাথে সাথে
নাম না জানা সেই বাড়িটাই
ধুলোয় জমেছে বিষন্নতা
তবু আমার ছুটে যেতে ইচ্ছে করে
বৃষ্টি আমার ভাল লাগে
ঘর ছেড়ে ভিজতে ইচ্ছে করে
জানালার কাঁচে জমছে মলাট
রঙ্গিন সব খবরে
আমার যে কেবল পাহাড় ছুতে ইচ্ছে করে।
১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৫
শারমিন নিপা বলেছেন: বিষন্ন হয়ে আছে মনের আকাশ। এই অবস্থা থেকে পালাতে ইচ্ছে করে। যতই পালাই মনের ভেতরের মানুষটা ঠিকই মনে থেকে যায়্ চাইলেও ফেলে রেখে চলে যাওয়া সম্ভব না। তার উপর সব কিছুই পরিবর্তন হয়ে যাচ্ছে। নতুন নতুন খবর দুয়ারে এশে কড়া নাড়ে।
আপনাকে স্বাগতম রাফা।
২| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:০১
কাওসার চৌধুরী বলেছেন:
কবিতা লেখার প্রচেষ্টা ভাল হয়েছে। লেখতে লেখতে একদিন ঠিকই নামকরা কবি হবেন। শুভ কামনা রইলো অগ্রীম। লিখুন মন খুলে, আর পছন্দের লেখাগুলোতে কমেন্ট করুন যুক্তি দিয়ে। শুভ কামনা রইলো।
হ্যাপি ব্লগিং..............
।।
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:০৬
শারমিন নিপা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে.. পাশে থাকুন।
৩| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:১১
কাওসার চৌধুরী বলেছেন: ব্লগের বিষয়ে খুটিনাটি জানতে একটু সময় নিয়ে এই পোস্ট পড়লে উপকারে আসবে।
৪| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩২
সাম্প্রদায়িক বলেছেন: নাম না জানা সেই বাড়িটা???
৫| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৭
শারমিন নিপা বলেছেন: আমাদের ঠিকানা আসলে কোথায় সেটা এখনও জানিনা।
৬| ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৩
ব্লগার_প্রান্ত বলেছেন: ব্লগে স্বাগতম,
লেখেন, পড়েন, মন্তব্য করেন
নিয়মিত লেখলে, মন্তব্য করলে সেফ হবেন, লেখা প্রথম পাতায় যাবে-
পাঠক পাবেন। ৩ নং মন্তব্যের লেখাটি পড়েন...
হ্যাপী ব্লগিং, ব্যাকার দের কাছ থেকে আরো লেখা চাই
১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৬
শারমিন নিপা বলেছেন: আপনারে অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৭
রাফা বলেছেন: ইহা কি লিখিয়াছেন ,একটু ব্যাখ্যা করিলে বুঝিয়ানিতে পারিতাম।
ধন্যবাব,শা.নিপা।