![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি আমার সকাল বেলার , মিস্টি রোদের আলো ,
তোমায় ছাড়া কোনো কিছু লাগে না যে ভালো .
তুমি আমার কিছুক্ষনের , ক্লান্ত দুপুর বেলা ,
তোমার ভেতর আমার মন করো না তো হেলা .
তুমি আমার বিকেল বেলার মিস্টি কিছু হাওয়া ,
তোমার জন্য আমার বাড়ে শুধু মায়া .
তুমি আমার সন্ধ্যা বেলার জোনাকির ওই আলো,
তোমার কথা ভাবতে ভাবতে দিন টা শেষ হলো .
তুমি আমার রাতের আকাশের ফর্সা চাঁদের আলো ,
তোমায় নিয়ে স্বপ্ন দেখতে ঘুম যে চোখে এলো .
২| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২৪
অচেনা অথিতি বলেছেন: আছে কেউ....blog এর কোন কবিতায় তার নাম আছে
৩| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১২:২৬
ভ্রমরের ডানা বলেছেন:
বাহ! দারুন!
৪| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১২:২৮
ভ্রমরের ডানা বলেছেন: শ্রেয়াকে এতো বেশি... love..... wow...
৫| ২২ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৯
স্রাঞ্জি সে বলেছেন:
ঈদ মোবারক
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৯
ব্লগার_প্রান্ত বলেছেন: আপনাকে তো চিনলাম! তুমিটা কে?????
এনিমে দেখেন? ছবিটা তো এনিমে থেকে নেয়া!