![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতার বাহুপাশে
বেধেছিলাম তোমায়
স্নেহের পরশে
আজ এই কলমের টানে
করে দিলাম পর
তবুও থাকবে তুমি
আমার মনের ভিতর
তোমার জীবনের পথে
আর আসবো না গো কখনো
থাকবো শুধু তোমার হয়ে
যেখানেই থাকি না কেন
জীবনের প্রতি পদে
থাকবো শুধু তোমার হয়ে
তোমার বাবু তোমারি রবে
থাকবো যতদিন নীরবে
আজ ভিখারির বেশে
দেওয়ার যে কিছুই নেই
তাই তোমায় দিলাম
আমার ভালোবাসায় মোরা
স্বপ্নের ভূবন কে
তোমায় ভালোবেসে
করি নি কি ভুল
তাই বিদায় এর সন্ধিক্ষণে
জানিয়ে দিতে চাই
তোমায় আমি ভালোবাসি
তোমায় আমি চাই
হলো না মিলন এ জনমে
ক্ষতি কি আছে তাতে
পরের জন্মে আসব আমি
আবারো
তোমারই কোলে
তখন না হয় তাড়িয়ে দিও
আসবো আমি আবার
আসবো আমি তোমারই হতে
সাত জন্ম ধরে
©somewhere in net ltd.