![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি বলতে হবে না
আমায় ভালোবাসি বলতে হবে না
শুধু তোমার ঐ শতরঞ্জিত মুখে
আমার নামটি উচ্চারন কর
আমি জ্ঞানহীন যাব।
আমায় দামী কোন উপহার দিতে হবে না
শুধু তোমার পবিত্র হাত দু'টি দিয়ে
আমায় ছুঁয়ে দিও
আমি হারিয়ে যাব।
আমাকে কখনো আর বলতে হবে না
'তোমাকে আজ খুব সুন্দর লাগছে'
শুধ আমার দিকে চোখ দুটো বাঁকিয়ে তাকাও
আমি স্বর্গ দেখে নেব তোমার চোখে।
আমার দিকে দৌড়ে আসতে হবে না তোমাকে
শুধু তোমার নগ্ন পা দু'খানি দিয়ে
আমার পানে একপা' হাটো
আমি হাইপার ডাইভ গতীতে তোমার কাছে ছুটে যাব।
আমাকে ভালোবেসে ফুল হাতে দাড়াঁতে হবে না আজ
শুধু আমি আসলে মুচকি একটু হেসে
জিঙ্গেস করবে, কেমন আছ ?
আমি ভালোবাসা খুজে নেব তোমার হাসিতে।
আমার সাথে বেরুতে হবে না কখনো
একবার ভালোবাসি বললেই হবে,
সেদিন থেকেই আমার ভ্যালেনটাইন শুরু হবে....
আজ না আমার ভ্যালেনটাইন শুরু করতে ইচ্ছে করছে
একবার বলবে 'ভালোবাসি ভালোবাসি'.
©somewhere in net ltd.