নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

i blog/therefore i exist

অচিন্ত্য

"জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ"

অচিন্ত্য › বিস্তারিত পোস্টঃ

এসো শ্যামল সুন্দর (রবীন্দ্রনাথ ঠাকুরের গান)

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৮:২৭

অডিও লিংক

Click This Link



এসো শ্যামল সুন্দর,

আনো তব তাপহরা তৃষাহরা সঙ্গসুধা।

বিরহিণী চাহিয়া আছে আকাশে॥

সে যে ব্যথিত হৃদয় আছে বিছায়ে

তমালকুঞ্জপথে সজল ছায়াতে,

নয়নে জাগিছে করুণ রাগিণী॥

বকুলমুকুল রেখেছে গাঁথিয়া,

বাজিছে অঙ্গনে মিলনবাঁশরি।

আনো সাথে তোমার মন্দিরা

চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দে সে–

বাজিবে কঙ্কণ, বাজিবে কিঙ্কিণী,

ঝঙ্কারিবে মঞ্জীর রুণু রুণু॥

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল লাগল :)

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩৮

অচিন্ত্য বলেছেন: অনেক ধন্যবাদ। মাঝখানের গীটার এর ডিউরেশন বেশি বড় হয়ে গেল কিনা এটা নিয়ে একটু চিন্তায় আছি।
:)

২| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হ্যা, বেশি হয়েছে। প্রথমেও #:-S

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪২

অচিন্ত্য বলেছেন: হুম, নতুন করে ভাবতে হবে মনে হচ্ছে।

৩| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩৮

পরিবেশ বন্ধু বলেছেন: রবি +

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪৪

অচিন্ত্য বলেছেন: হাহ হাহ। ধন্যবাদ। আপনার নিকটি বড় সুন্দর। চোখে পড়ার সাথে সাথে একটা দায়িত্বের কথা মনে পড়ে।

৪| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫২

সবুজসবুজ বলেছেন: "এসো শ্যামল সুন্দর"

অচিন্ত্যের সাথে অামার অাত্মারা



২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫১

অচিন্ত্য বলেছেন: ওওওহহহহ, করেছেন কি !!!!

৫| ২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৬

শ্রাবণ জল বলেছেন: সবুজ ভাইয়ের দেয়া লিঙ্ক টা থেকে ডাউনলোড করেছি। সুন্দর গেয়েছেন।

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১১

অচিন্ত্য বলেছেন: ধন্যবাদ। সবুজ সবুজ আমার গাওয়াকে অনেক অনলংকারে সাজিয়েছেন।

৬| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২২

অদ্বিতীয়া আমি বলেছেন: খুব ভাল লাগল ।

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:২৯

অচিন্ত্য বলেছেন: অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.