নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

i blog/therefore i exist

অচিন্ত্য

"জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ"

অচিন্ত্য › বিস্তারিত পোস্টঃ

জার্নালঃ মানিক মিয়া অ্যাভিনিউ

১৮ ই জুন, ২০১৩ সকাল ৮:৪৩

জার্নালঃ মানিক মিয়া অ্যাভিনিউ



একটি কিশোর ছেলে ফুটপাথ ঘেঁষে দাঁড়িয়ে

পরিচয় সামান্য খবর সদাই করে সে

পরনে ময়লা জামা অগোছালো চুল এলোমেলো

এখুনি ছুটতে হবে রেড সিগন্যাল পড়ে গেল



ইশারায় ডাক পায় লোকাল বাসের জানালায়

দিনের প্রথম ডাক তাই উৎসাহে ছুটে যায়

পাঠক বড় মানুষ ছোট নোট হয়ে ওঠে না

ছেলেটা জলদি খোঁজে জীর্ণ টাকার থলে টা



খুঁজে পেতে কোনমতে ফেরতের টাকা জুটে যায়

পাঠকের বড় নোট ছেলেটার ছোট থলেটায়

মাঝপথে লেনদেন তক্ষুণি শেষ হল না

এই ফাঁকে জ্বলে গেল সবুজ রঙের বাতিটা



মুহূর্তে গতি লাগে গাড়িটার জোড়া চাক্কায়

ছেলেটাও দৌড়ায় পিচ-কাল পথে খালি পায়

অনেক পাঠকভরা বাসটার পিছে জোরেশোরে

ধোঁয়ায় ধুলোয় ভরা মিথ্যে কথার এ শহরে



আপাতত গাড়িটার থামবার নেই লক্ষণ

ছেলেটাও শেষতক ছুটতে থাকেই প্রাণপণ

ছেলেটার ঘাম ঝরে শুকনো পিচের রাস্তায়

ধূসর এই শহরটা হঠাৎ সবুজ হয়ে যায়

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ২:১১

হাসান মাহবুব বলেছেন: কবিতাটা সুন্দর। তবে একটা দ্বিমত। হাঁপাতে থাকা ছেলেটার শরীর নিসৃত ঘামে কোন সবুজ থাকে না। সে সবুজ ফেলে এসেছে অনেক আগেই। আর সবুজ হলেই বা কী! আমরা বর্ণান্ধ। সবুজ চিনি না।

১৯ শে জুন, ২০১৩ সকাল ৭:৪২

অচিন্ত্য বলেছেন: সময় করে পড়ার জন্য এবং ভাবার জন্য ধন্যবাদ
:)

২| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ২:১৬

বোকামন বলেছেন:
চমৎকার !!
ধোঁয়ায় ধুলোয় ভরা শহর কে
এভাবেই তবে সবুজ করা হচ্ছে ..........

১৯ শে জুন, ২০১৩ সকাল ৭:৪৬

অচিন্ত্য বলেছেন: আসলে প্রকাশটা বোধ হয় ঠিকমত করতে পারলাম না। যখন দেখি বাসের কণ্ডাকটর ব্যস্ত থাকে কীভাবে দু'টাকা বেশি নেওয়া যায়, যখন মন্ত্রী ফাঁক খোঁজে কীভাবে দিনে চুরি করা যায়, তখন আর্থিক কাঠামোর প্রান্তিক স্তরে থাকা একটি ছেলে টাকা ফেরত দেওয়ার জন্য দৌড়াচ্ছে- দেখে খুব ভাল লেগেছিল। আমার এই ভাল লাগার অনুভূতিকে সবুজ কথাটির মধ্য দিয়ে প্রকাশের চেষ্টা করেছি।

পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভাল থাকুন

৩| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ২:২১

কান্ডারি অথর্ব বলেছেন:

হাসান মাহবুব বলেছেন: কবিতাটা সুন্দর। তবে একটা দ্বিমত। হাঁপাতে থাকা ছেলেটার শরীর নিসৃত ঘামে কোন সবুজ থাকে না। সে সবুজ ফেলে এসেছে অনেক আগেই। আর সবুজ হলেই বা কী! আমরা বর্ণান্ধ। সবুজ চিনি না।

সহমত

১৯ শে জুন, ২০১৩ সকাল ৭:৪৮

অচিন্ত্য বলেছেন: সময় করে পড়ার জন্য অনেক ধন্যবাদ।
ভাল থাকুন
:)

৪| ১৯ শে জুন, ২০১৩ সকাল ৮:৪৩

বোকামন বলেছেন:





সম্মানিত লেখক,
প্রকাশ যথার্থভাবেই হয়েছে। ব্যস্ততার কারণে মন্তব্য সংক্ষিপ্ত করতে হয়। তাই বুঝাতে পারিনি পুরোপুরি। আমিও বলতে চেয়েছিলাম, ধোঁয়ায় ধুলোয় ভরা শহর এদের সততার কারণেই সবুজ থাকছে কিছুটা হলেও। আমরা তো টাকার লোভে পারছি না সৎ থাকতে তাই তাদের মাধ্যমেই সবুজ করে যাচ্ছি আমাদের পরিবেশ।
আপনার কবিতাটি আমার খুবই ভালো লেগেছে।
ভালো থাকবেন। ধন্যবাদ

১৯ শে জুন, ২০১৩ সকাল ৮:৫৩

অচিন্ত্য বলেছেন: ধন্যবাদ। অনেক অনেক
:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.