নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

i blog/therefore i exist

অচিন্ত্য

"জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ"

অচিন্ত্য › বিস্তারিত পোস্টঃ

বরষার রাতে

১৭ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫০

বরষার রাতে

অডিও লিংক

https://soundcloud.com/aytnihca/n9r8zdn9z7kg



আজি এ বরষার রাতে

দু’চোখে ঘুম আসেনা স্মৃতির অভিসারে

বরষার এ রাতে, আজি এ বরিষণের রাতে



শ্রাবণ শ্রাবণ এসে ফিরে যায়

সেই কবেকার পথ ভিজেছে

মেঘের আলোয় ভরেছে এ ঘর

আজি নীরদ গানে কান পেতে রই নিরজনে

সঘন এ শ্রাবণে, আজি এ সঘন শ্রাবণ রাতে



বাদল আঁধারে আবছায়া আনমনে

কখন যে রাত্রি এসেছে

পুরনো কত ছেঁড়া কথা

জোড়া দিয়ে চেয়ে রই সুদূরের কোন ছবিতে

বাদলের আঁধারে, আজি এ উতল শ্রাবণ রাতে

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৪

স্নিগ্ধ শোভন বলেছেন:

+++++

১৯ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৩৮

অচিন্ত্য বলেছেন: অনেক ধন্যবাদ

২| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ২:৪৩

আরজু পনি বলেছেন:

অফলাইনে দেখে সকালেই কয়েকবার শুনে ফেলেছি .... :D

১৯ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৪২

অচিন্ত্য বলেছেন: বলেন কি ! আপনার কাছে কৃতজ্ঞ হয়ে পড়ছি যে

৩| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৮

১৯৭১স্বাধীনতা বলেছেন: দাদা------

১৯ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৫২

অচিন্ত্য বলেছেন: ম্যাকি নাকি ?

৪| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৮

অদ্বিতীয়া আমি বলেছেন: +++

১৯ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৫৩

অচিন্ত্য বলেছেন: অনেক ধন্যবাদ।
যে গানখানা নিয়ে সমস্যায় পড়েছিলাম এই সেই গান
:)

৫| ১৯ শে জুলাই, ২০১৩ ভোর ৫:০৫

মাহমুদ০০৭ বলেছেন: +++++++++++++
শ্রাবণ শ্রাবণ এসে ফিরে যায়
সেই কবেকার পথ ভিজেছে
মেঘের আলোয় ভরেছে এ ঘর
আজি নীরদ গানে কান পেতে রই নিরজনে
সঘন এ শ্রাবণে, আজি এ সঘন শ্রাবণ রাতে

এই অংশ টা ভাল লাগছে বেশি ।
ভাল থাকুন ভাই :)

১৯ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৫৪

অচিন্ত্য বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
ভাল থাকুন আপনিও
কথা হবে

৬| ১৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

হাসান মাহবুব বলেছেন: +++

২০ শে জুলাই, ২০১৩ সকাল ৮:১২

অচিন্ত্য বলেছেন: :) :)

৭| ০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৮

শ্রাবণ জল বলেছেন: ঘুম না পেলে প্রায়শই মোবাইলে গান প্লে করে ঘুমাই।
প্লে লিস্টে আপনার ঘুমঘোর এবং আমি হৃদয়েতে পথ কেটেছি এই গান দুটো থাকে। মনে পড়ে আজ সে কোন জনমে এটাও শুনি মাঝে মাঝে।
গান শুনতে শুনতে ভাবি অচিন্ত্য ভাইয়ের একটা খবর নিই। কিন্তু পরে আর মনে থাকেনা।

আজ খোঁজ নিতেই আসলাম।
ভাল আছেন??

সঙ্গীত বিষয়ক সমস্যা পোস্টটা দেখলাম। কিছু বোঝার কথা না আমার। তবে এত শুদ্ধ সঙ্গীত এদেশেও গাওয়ার চেষ্টা করে কেউ, ভাল লাগল ভেবে।
গানটা শুনছি এখন।

কঠিন গান। প্রতিটা শব্দে অনেক সূক্ষ্ম কাজ। আপনার জন্যও কঠিন ছিল বোধয় একটু।
চমৎকার গেয়েছেন।
আম্মু এই মাত্র আপনার গান শুনে আমার রুমে এসে শুনল পুরো গান। প্রশংসা করল।


আপনি সময় করে আরও কিছু রবীন্দ্র সঙ্গীত গেয়ে পোস্ট দেবেন প্লীজ। খুব সময় না থাকলে "তোমায় গান শোনাব" এটা দিন কেবল?

ভাল থাকুন।

১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৫

অচিন্ত্য বলেছেন: বড় বেশি মূল্য দিলেন !!!
অসংখ্য ধন্যবাদ।
প্লে লিস্টের 'আমি হৃদয়েতে পথ কেটেছি' এর কথা আগেও একবার বলেছিলেন। তখন গলায় ঠাণ্ডা লেগেছিল। এই গানখানা আবার রেকর্ড করব ভাবছি।
আমি শুধুমাত্র শুদ্ধতার গুণমুগ্ধ পথিক। কিন্তু নিজে খুব ফাঁকিবাজ। গলার চর্চা করি না। গলা সুরে লাগে না তাই। পরিশ্রম করতে রাজি না থাকলে কি আর ভালবাসার জোর থাকে ? এই গানের প্রতি আপনার যত্নশীলতা, আন্টির সস্নেহ শ্রবণ আমার জন্য এক ভীষণ জীবন্ত পুরস্কার। আমি আপ্লুত। তবু বলি, এই প্রসংশা বাংলা গানের সত্যিকার গুণীদের জন্য তোলা থাক।
ভাল থাকুন

৮| ১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৯

শ্রাবণ জল বলেছেন: আপনিও গুণীদেরই একজন। আর আপনার বিনয় আপনার গুণের সাথে আরও কিছু বিশেষণ যোগ করে দিল। বিশেষণ গুলো আপাতত বলছি না। হা হা

এত দেরি করে উত্তর দিলেন...আমি ডেইলি উঁকি দিয়েছি আপনার ব্লগে।

আরেকটু নিয়মিত থাকলেও পারেন।
ব্যস্ততা তো সকলেরি থাকে।

ভাল থাকুন অনেক।

১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৮

অচিন্ত্য বলেছেন: বিলম্বে উত্তরের জন্য অনেক দুঃখিত। :(
"তোমায় গান শোনাব" গানখানি শিখছি। শিখেই শোনাব। নিয়মিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.