নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

i blog/therefore i exist

অচিন্ত্য

"জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ"

অচিন্ত্য › বিস্তারিত পোস্টঃ

যে বোঝার সেই বোঝ

২০ শে জুলাই, ২০১৩ সকাল ৯:০৬

যে বোঝার সেই বোঝ



চতুর্দিকে ভীষণ কাল এই অন্ধকারের রাত

সারা রাস্তায় লোভাতুর কিলবিল করাল থাবার হাত

হাতের রেখায় সঁপে দিলে তকদির সব দায় যায় ঘুচে

ছদ্মবেশটা অমৃতের হলে গরলটাও রোচে



গরলেও নেই অরুচি এখন আর ফরমালিনের জোরে

ঘরের শান্তি পাচার না হয় পাছে পাহারা দিচ্ছে চোরে

চোর পুলিশের শত্রু শত্রু খেলা তাল গাছ যার যার

গ্যালারির বেড় বর্গমাইলে হয় ছাপ্পান্ন হাজার



হাজার মিলন হাজার রাজীব মরে জানতে পায়না লোকে

ডিংকা চিকার ডিমান্ড বেড়েই চলে সাধের চাঁদনী চকে

চক চক করে ক্লো’জ আপ হাসি ঠিক স্বর্ণ হয়েই যায়

বোকা নির্বোধ বিশ্বাস দোল খায় অবিশ্বাসের হাওয়ায়



হাওয়া বদলেই যাওয়া যাক তবে চল এখানে গুমোট বড়

প্রশ্বাসে তুমি একবার ছুঁয়ে দিয়ে আমার হাতটা ধর

হাতের রেখায় নতুন আল্পনার একটু আঁচড় দিও

বন্ধু তমার যাত্রা শুরুর দিনে আমায় সঙ্গে নিও

মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৫৩

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো +++++++

২১ শে জুলাই, ২০১৩ সকাল ৭:৪৮

অচিন্ত্য বলেছেন: অনেক ধন্যবাদ

২| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার হইছে!!!

২১ শে জুলাই, ২০১৩ সকাল ৭:৫৭

অচিন্ত্য বলেছেন: সময় করে পড়ার জন্য অনেক ধন্যবাদ

৩| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:২৪

ইখতামিন বলেছেন:
অনেক ভালো লেগেছে :)

২১ শে জুলাই, ২০১৩ সকাল ৭:৫৮

অচিন্ত্য বলেছেন: অনেক ধন্যবাদ

৪| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৬

কয়েস সামী বলেছেন: গান কই?

২১ শে জুলাই, ২০১৩ সকাল ৮:০৩

অচিন্ত্য বলেছেন: মাই গড..
দেখি, সুর করে ফেলব

৫| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:২৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভালো লেগেছে!

২১ শে জুলাই, ২০১৩ সকাল ৮:০৪

অচিন্ত্য বলেছেন: অনেক ধন্যবাদ

৬| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৫

হাসান মাহবুব বলেছেন: ভালো হৈসে। এটাও গান হবে নাকি?

২১ শে জুলাই, ২০১৩ সকাল ৮:০৫

অচিন্ত্য বলেছেন: ধন্যবাদ হাসান ভাই। গান...ইয়ে মানে এখনো নিশ্চিত নই

৭| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১:১৬

আরজু পনি বলেছেন:

কি রূঢ় বাস্তবতা তুলে ধরেছেন !

গানটা কেমন হবে তাই ভাবছি !

২১ শে জুলাই, ২০১৩ সকাল ৮:০৬

অচিন্ত্য বলেছেন: :)
আমিও ভাবছি

৮| ২১ শে জুলাই, ২০১৩ রাত ৩:৪৭

নস্টালজিক বলেছেন: চমৎকার একটা গান হবে!


বেঁধে ফেলসো?

২১ শে জুলাই, ২০১৩ সকাল ৮:১০

অচিন্ত্য বলেছেন: অনেক ধন্যবাদ।
এই গানটা যেমনই হোক, রেল গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তোলার সম্মোহনের মুহূর্ত কেমন তা শব্দ-সুরে জানতে চাই

ভাল থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.