নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

i blog/therefore i exist

অচিন্ত্য

"জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ"

অচিন্ত্য › বিস্তারিত পোস্টঃ

পথের শেষে

২১ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৩২

পথের শেষে [রবার্ট ফ্রস্ট এর ‘রোড নট টেকেন’ দ্বারা অনুপ্রাণিত হয়ে]

অডিও লিংক

https://soundcloud.com/aytnihca/ev67ddruvx0a



একটা পথের শেষে আরো কত পথ

হাতছানি দিয়ে ডাকে পথিক তোমায়

কোন পথে যাবে তুমি ভাব মনে তাই

সঘন শ্রাবণ মেঘে আঁধার ঘনায়



পথিক তুমি কি জান নাকি জান না

পথের চিহ্নগুলো চির অদেখা

তারপরও পার হও পার হতে হয়

সমাপ্তি ভেবে আঁকা বিরতিরেখা



ফিরতে চাও না তুমি তবু পিছু ডাকে

ফেলে আসা পথটা স্মৃতির অনুরাগে



হারিয়েছ কত পথ হারাবে আরো

কোন পথ কোথা’ যায় বলতে কি পার

যে পথ হয়নি বাওয়া দ্বীপান্তরে

হয়তো ভীড়বে তরী সেই বন্দরে

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৫১

কয়েস সামী বলেছেন: ভাল লাগল বেশ।

২১ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৫৮

অচিন্ত্য বলেছেন: অনেক ধন্যবাদ ডিয়ার কয়েস সামী। আপনার কাছে কৃতজ্ঞ হয়ে পড়ছি। আমি একটু বাচাল প্রক্রৃতির। বলি বেশি, শুনি কম। ব্লগেও এই অভ্যাসটা রয়ে গেছে। লেখি বেশি, পড়ি কম। হাহ হা। অনেক ক্ষেত্রে দেখা যায়, পড়লেও মন্তব্য না করেই চলে আসি। আপনার লেখা, মাহী ফ্লোরার লেখা, আরজু পনির লেখা, মেহবুবার লেখা, ফিউশন ফাইভ এর লেখা আমি প্রায়ই পড়ি। কিন্তু মন্তব্য করা হয়ে ওঠে না। নাহ, এখন থেকে বাচালতা কমানোর চেষ্টা করব।

ভাল থাকুন সব সময়

২| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১৮

আরজু পনি বলেছেন:

উহহহ !

অফলাইনে একবার শুনে অনলাইনে আবার শুনতে এসে দেখি গান বাজছে কিন্তু সাউন্ড নেই .........!

এতো সাউন্ড বাড়াই সে তো শোনায় না !

হঠাৎ খেয়াল করলাম সাউন্ড না বাজার কারণ হচ্ছে সুইচ অফ করে রাখা। আর সুইচ অন করতেই ভীষণ জোরে বেজে উঠল ...

হাহাহাহা
নিজের বোকামীতে নিজেই হাসছি।।

আমিও কিন্তু অনেক বেশিই কথা বলি ....কিছুটা বুঝতে পাচ্ছেন আশা করি :D

২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩৬

অচিন্ত্য বলেছেন: অনেক ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.