নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

i blog/therefore i exist

অচিন্ত্য

"জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ"

অচিন্ত্য › বিস্তারিত পোস্টঃ

গানঃ চর্যা- ১২

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩১

আজ সকালে ব্লগার এম মশিউর এর চর্যাপদ- বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন শীর্ষক ব্লগ দেখে আমারও ইচ্ছে করল চর্যাপদ বিষয়ক আমার একটি ছোট্ট কাজ শেয়ার করতে।



গান করতে ভাল লাগে। লেখা, সুর করা, গাওয়া সবই একটু একটু করতে ইচ্ছা করে। লিরিকগুলো ব্লগে শেয়ার করতাম। আমাদের হাসান মাহবুব ভাই কীভাবে যেন বুঝে ফেলেছিলেন যে এগুলো আসলে গান। তিনি উৎসাহ দিলেন ব্লগে গানগুলো শেয়ার করতে। তাঁর উৎসাহে অনুপ্রাণিত হয়ে ব্লগে গান শেয়ার করা শুরু করি।



ঘটনাচক্রে একবার আব্দুল হাই স্যারের সম্পাদিত চর্যাপদ পড়তে শুরু করি। পড়তে পড়তে এক সময় খেয়াল হল এই চর্যাগুলো গান আকারে কি পাওয়া যায় ? অডিও আকারে খুঁজলাম, অনেক। পেলাম না। খুব দুঃখ লাগল। বাংলার আদি গান আমাদের কাছে শুধুই লিরিক ! তখন এক অসম্ভব চিন্তা মাথায় আসে। আমি নিজে কি চেষ্টা করতে পারি চর্যায় সুর করার ? খুঁজে দেখতে চেষ্টা করলাম এ ধরণের কাজ কেউ করেছেন কিনা। একটি মাত্র সুর পেয়েছিলাম স্বরলিপি আকারে। প্রথম চর্যার অংশবিশেষ।



চেষ্টা করতে লাগলাম চর্যাগুলোর সাঙ্গীতিক রূপের সাথে একাত্ম হওয়ার। এই চেষ্টার প্রথম আউটপুট হিসেবে ১২ নম্বর চর্যাখানিতে উল্লেখিত রাগ ভৈরবীতে সুর করার চেষ্টা করেছি। শেয়ার করতে ইচ্ছে করল।



অডিও লিংকঃ

https://soundcloud.com/aytnihca/hk3tcgqqky9x



॥১২॥

কৃষ্ণপাদানাম্ (কাহ্নপাদানাম্)

রাগ-ভৈরবী

করুণা পীঢ়িহি১ খেলহুঁ নঅবলা ।

সদ্‌গুরু বোহেঁ জিতেল ভববল ॥ধ্রু॥

ফীটিউ২ দুআ আদেসি রে৩ ঠাকুর ।

উআরি৪ উএসেঁ৫ কাহ্ণ৬ ণিঅড় জিনউর ॥ধ্রু॥

পহিলেঁ তোলিআ৭ বড়িআ ৮ ।

গঅবরেঁ তোলিআ পাঞ্চজনা ঘোলিউ৯ ॥ধ্রু॥

মতিএঁ১০ ঠাকুরক পরিনিবিত্তা ।

অবস১১ করিআ ভববল জিত্তা১২ ॥ধ্রু॥

ভণই কাহ্ণ৬ আম্‌হে১৩ ভলি দাহ১৪ দেহুঁ ।

চউসট্‌ঠী১৫ কোঠা গুণিআ লেহুঁ ॥ধ্রু॥



১. পিহাড়ি। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী

পিড়ি। চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন

২. ফিঁটউ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী

চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন

৩. মদেসিরে। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী

চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন

৪. তআরি। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী

৫. উএস। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী

চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন

৬. কাহ্নু। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী

চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন

৭. তোড়িআ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী

চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন

৮. মরাড়িইউ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী

চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন

মারিউ। Materlals for a Critical Edition of the Old Bengali Caryapadas- প্রবোধ চন্দ্র বাগচী

৯. ঘালিউ। চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন

১০. মান্তিএ। মূল গ্রন্থ

১১. অবশ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী

চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন

১২. জিতা। চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন

১৩. আহ্মে। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী

চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন

১৪. দায়। চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন

১৫. চৌবঠ্ঠি। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী

চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন



কৃতজ্ঞতাঃ ব্লগার এম মশিউর

তার দেওয়া লিংক থেকেই চর্যাখানি এবং তার পাদটীকা কপি করে দিলাম।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৯

এম মশিউর বলেছেন: ভাই, কৃতজ্ঞতা জানবেন।

বাংলা ভাষার আদি নিদর্শনগুলো আমাদের সম্পদ। এগুলো কালের অতলে হারাতে দেওয়া যাবে না।



চর্যাগীতির উপর কোন গান এর আগে কখনো শুনি নাই। অনেক ভালো লেগেছে। :-B

০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৪

অচিন্ত্য বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকুন সব সময়

২| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৮

সমুদ্র কন্যা বলেছেন: আপনার গাওয়া গানগুলো শোনা হয় সবসময়ই। আমার খুব ভাল লাগে।

০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৩

অচিন্ত্য বলেছেন: বলেন কি ! প্রেজেন্ট ইন্ডেফেনিট !
অনেক কৃতজ্ঞতা রইল

ভাল থাকুন
কথা হবে
'সুন্দরতর ও শ্রেষ্ঠতর আগামীকালের অপেক্ষায়' রইলাম

৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৫

সমুদ্র কন্যা বলেছেন: কখনো কমেন্ট করা হয় নি বটে তবে সবসময়েই শোনা হয় কারণ আপনার উৎসাহদাতা আপনার গানের দারুণ ভক্ত। সে যখন শুনতে শুরু করে টানা শুনেই যায়, বিশেষ করে যেগুলো ভালো লাগে। সুতরাং আমারও শোনা হয়ে যায়। আর দুই একটা বাদে সবগুলোই আমারও দারুণ পছন্দ :)

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৩

অচিন্ত্য বলেছেন: ওহ হো। গট ইট। :)
কথা হবে।
ভাল থাকুন

৪| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৮

মামুন রশিদ বলেছেন: চর্যাপদের স্লোকগুলো আসলেই গানই ছিল । আমার রুমমেট বাংলায় পড়ত, সেই সুবাদে কাহ্নপা এবং আরও কয়েকজনের লেখা পড়েছিলাম ।

আপনার গাওয়া গানটা শুনব ।

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৩

অচিন্ত্য বলেছেন: অনেক ধন্যবাদ

৫| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪১

গোর্কি বলেছেন:
খুব সুন্দর পোস্ট। মুগ্ধ +++++

০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৯

অচিন্ত্য বলেছেন: অনেক ধন্যবাদ।
ভাল থাকুন

৬| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৩

অদ্বিতীয়া আমি বলেছেন: চর্যাপদের এগুলো গান ! জানাই ছিলনা । আমার ফ্রেন্ড বাংলায় পড়ত , একবার দেখেছিলাম বইটা , কিছুই বুঝিনি ।
শুনলাম । ভালোই লাগলো , অন্যরকম ।

১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৯

অচিন্ত্য বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন

৭| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৮

আরজু পনি বলেছেন:

B:-)

পোস্টে বলে না দিলেতো গান শুনে যত পরিচিত কন্ঠস্বরই হোক চিনতে পারতামনাতো !

জটিল লাগছে শুনতে ...
ভাবছি ভোর সকালে শুনতে নিশ্চয়ই আরো দারুণ লাগবে ।।
নিয়ে গেলাম...

১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২০

অচিন্ত্য বলেছেন: ধন্যবাদ অনেক। নিয়ে গেলেন ! খুব ভাল লাগল জেনে

হ্যাঁ, ভৈরবী সকালের রাগ। তবে আজকাল সঙ্গীতগুরুগণ রাগের সাথে সময়ের সম্পর্ক আর মানেন না।
কথা হোক

৮| ১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৮

সবুজসবুজ বলেছেন: খুব ভালো লাগলো।


কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছে-সেটা বোঝাতে পারব কিনা বুঝতে পারছি না।

--- চর্যা এক হিসেবে অন্ত্যজ শ্রেণির সৃষ্টি এবং আমার মনে হয় তাদের রচিত সুর অনেকটা লোকায়ত। আপনার সুর বিশুদ্ধ হয়েছে। চর্যার সুর ভৈরবী হলেও এতটা বিশুদ্ধ হবে কি ?

১২ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

অচিন্ত্য বলেছেন: !!!
অনেক অনেক ধন্যবাদ ডিয়ার সবুজ সবুজ। হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধও কিন্তু হয়নি। সুরের এক জায়গায় একটুখানি কড়ি মধ্যম স্পর্শ হয়েছে।

যতদূর পড়েছি, পণ্ডিতগণ চর্যাকে বাংলার আদি গান হিসেবে মানতে নারাজ। তাঁদের ধারণা বাংলার আদি গানের হদিস আমরা এখনো পাইনি। চর্যার সুসংবদ্ধ রাগরূপ দেখেই নাকি তাঁদের ধারণা হয়েছে এত পরিপক্ক রূপ একটা ভাষার গানের আদিরূপ হতে পারে না।

আমি অবশ্য চর্যা নিয়ে খুব বেশি পড়ার জিনিসপত্র পাই নি। আপনার সংগ্রহে থাকলে শেয়ার করলে খুব খুশি হব।

ভাল থাকুন। দেবশিশুগণের প্রতি দশভূজার আশীষ বর্ষিত হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.