নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

i blog/therefore i exist

অচিন্ত্য

"জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ"

অচিন্ত্য › বিস্তারিত পোস্টঃ

শব্দসুরের যৌথ প্রয়াসঃ দুষ্কালের দিনলিপি

২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৬

এই লেখাটিতে সুর করতে চাচ্ছিলাম বেশ কিছুদিন থেকে। অনেক তল্লাশ করেও সুর খুঁজে পাইনি। শেষে সুমনের 'আমার শহরে এসেছে মেয়েটা' গানের সুর বসিয়ে দিলাম। সুমন কোন ক্রমে জানতে পারলে আমার মনে হয় নারাজ হবেন না।



https://soundcloud.com/aytnihca/cjz5isgzpnwc



দুষ্কালের দিনলিপি



চতুর্দিকে ভীষণ কাল এই অন্ধকারের রাত

সারা রাস্তায় লোভাতুর কিলবিল করাল থাবার হাত

হাতের রেখায় সঁপে দিলে তকদির সব দায় যায় ঘুচে

ছদ্মবেশটা অমৃতের হলে গরলটাও রোচে



গরলেও নেই অরুচি এখন আর ফরমালিনের জোরে

ঘরের শান্তি পাচার না হয় পাছে পাহারা দিচ্ছে চোরে

চোর পুলিশের শত্রু শত্রু খেলা তাল গাছ যার যার

গ্যালারির বেড় বর্গমাইলে হয় ছাপ্পান্ন হাজার



হাজার রাজীব হাজার মিলন মরে জানতে পায়না লোকে

ডিংকা চিকার ডিমান্ড বেড়েই চলে সাধের চাঁদনী চকে

চক চক করে ক্লো’জ আপ হাসি ঠিক স্বর্ণ হয়েই যায়

বোকা নির্বোধ বিশ্বাস দোল খায় অবিশ্বাসের হাওয়ায়



হাওয়া বদলেই যাওয়া যাক তবে চল এখানে গুমোট বড়

প্রশ্বাসে তুমি একবার ছুঁয়ে দিয়ে আমার এ হাত ধর

হাতের রেখায় নতুন আল্পনার একটু আঁচড় দিও

বন্ধু তোমার যাত্রা শুরুর দিনে আমায় সঙ্গে নিও

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১০

আরজু পনি বলেছেন:
প্রথমে বলি...কবিতা

তারপর কথা...
গান...
সুর...

বর্ণের উচ্চারণগুলো কী অসাধারণ !
মুগ্ধ !
মুগ্ধ !
মুগ্ধ !

২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৮

অচিন্ত্য বলেছেন:
অনেক ধন্যবাদ ডিয়ার আরজু পনি। সাধারণই অসাধারণ হয়ে ওঠে রিসিভারের মমতায়।

ভাল থাকুন
কথা হবে

২| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার। অসাধারণ।

কণ্ঠটা কি আপনার? দারুণ।

২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৮

অচিন্ত্য বলেছেন:
অনেক ধন্যবাদ। হ্যাঁ আমার কণ্ঠ
কথা হবে
ভাল থাকুন

৩| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর!!!!

ভাল লাগল।

২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৯

অচিন্ত্য বলেছেন:
ধন্যবাদ অনেক
ভাল থাকুন

৪| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৬

নস্টালজিক বলেছেন: খুব ভালো লাগসে কাজটা!


কিপ ইট আপ অচিন্ত্য!

২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০০

অচিন্ত্য বলেছেন:
ডিয়ার রানা ভাই, অনেক অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে উৎসাহ পেলে আমার দাপট বেড়ে যায় অনেক।

ভাল থাকুন
নতুন গান কই (ট্রেনের মুখোমুখি দাঁড়িয়ে থাকা অনুভবের)

৫| ২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: লেখার কথা যদি নাও বলি, আমি তো শব্দ শব্দ ধরে উচ্চারণেই মুগ্ধ!

চমৎকার, অচিন্ত্য!

২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৫

অচিন্ত্য বলেছেন:
অসংখ্য ধন্যবাদ ডিয়ার প্রোফেসর।

ভাল থাকুন
কথা হবে

৬| ২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৩

হাসান মাহবুব বলেছেন: গানটা চমৎকার। ড্রামসের শব্দটা বেশ ভীতিকর একটা আবহ তৈরি করেছে। ওটা কি দিয়া বাজাইসো?

২৮ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৮

অচিন্ত্য বলেছেন:
প্রচুর পরিমাণ ধন্যবাদ হাসান ভাই। ড্রাম সফটওয়ার থেকে বাজানো।

ভাল থাকুন
যথেষ্ট পরিমাণ

৭| ২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৭

সমুদ্র কন্যা বলেছেন: শুনি নাই। শুনে জানাবো /:)

২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৬

অচিন্ত্য বলেছেন: X(

৮| ২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৮

ইখতামিন বলেছেন: ডাউনলোড করতেছি :)

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০০

অচিন্ত্য বলেছেন: :)

৯| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক সুন্দর।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০০

অচিন্ত্য বলেছেন: অনেক ধন্যবাদ
ভাল থাকুন
শুভ সকাল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.