নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

i blog/therefore i exist

অচিন্ত্য

"জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ"

অচিন্ত্য › বিস্তারিত পোস্টঃ

অডিও বুক প্রজেক্টঃ 'আরণ্যক' (প্রস্তাবনা)

০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৬

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর 'আরণ্যক' বেশ কয়েকবার শুরু করেও নানা কারণে শেষ করা হয়ে ওঠেনি। চতুর্থবারের মত আবার পড়া শুরু করলম। শুরু করেই মনে হল আমার মত এমন অনেকে নিশ্চয়ই আছেন যারা ইচ্ছা থাকার পরও এই অপূর্ব বইখানি সময়ের অভাবে হয়তো পড়ে উঠতে পারেন না। তাদের জন্য 'আরণ্যক' এর একটি অডিও বুক তৈরি করতে ইচ্ছা করল। যানজটের সময়টা গল্প শুনেই কাটুক না।



একটি বিষয় নিয়ে আমার কিঞ্চিত খেদ আছে। আমাদের এখানে কবিতা নিয়েই মূলত কণ্ঠের কাজ হয়ে থাকে। গদ্য নিয়ে কণ্ঠের কাজ প্রায় নেই। অনেক খুঁজে কাজী সব্যসাচী'র দু'খানি গল্প পাঠ আর দু'একখানা অন্যান্য গদ্য অডিও আকারে পেয়েছি।



আমাদের গদ্য ভাণ্ডার অতি সমৃদ্ধ। এই ভাণ্ডারকে অডিও আকারে উপস্থাপন করার সময় এসেছে। আমাদের অনেক রূপকথা, উপকথা হারিয়ে যাচ্ছে। বাচ্চারা পড়তে চায় না। এগুলো অডিও আকারে তাদের কাছে নিয়ে যেতে পারলে শুনবে না কেন। গল্প তো শোনারই জিনিস।



'আরণ্যক' এর 'প্রস্তাবনা' অংশটুকু ইউপিএল এর সংস্করণ থেকে পড়ার চেষ্টা করলাম। এটি অবশ্য একেবারেই প্রথম পাঠ। আবার পড়ব। প্রথম বার তো। তাই শেয়ার না করে থাকতে পারলাম না।



অডিও লিংক

https://soundcloud.com/aytnihca/i3vvkfqrtmgj

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৪

বোকামন বলেছেন:
হূম !
ভালো বলেছেন ।

সময় করে শুনবো :-)

ভালো থাকুন ।

০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৪

অচিন্ত্য বলেছেন:
অনেক ধন্যবাদ।
আপনিও ভাল থাকুন

২| ০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৮

সোমহেপি বলেছেন: আরণ্যক নামটা শুনেই পড়ার জন্য বইটা কিনেছিলাম ,পড়া শেষ করতে পারিনি। আবার স্মরণ করিয়ে দিলেন। নতুন করে হাত দিতে হবে।

অডিও শোনার সময় পাব কিনা জানি না।

০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৫

অচিন্ত্য বলেছেন:
অনেক ধন্যবাদ পড়ার জন্য। পড়ার সময় নেই যাদের তাদের জন্যই অডিও করার চিন্তা। পথে ঘাটে যানজটের সময়টা কাজে লাগিয়ে দেওয়া যেতে পারে।

৩| ০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার উদ্যোগ।আরন্যক বিভূতিভূষনের প্রখ্যাত বই।পড়ার পাশাপাশি বইটিপাঠ শ্রবন সন্দেহাতিত ভাবে উপভোগ্য হবে বলেই আমার বিশ্বাস।

০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৫

অচিন্ত্য বলেছেন:
অনেক ধন্যবাদ সময় করে পড়ার জন্য এবং উৎসাহ দেওয়ার জন্য।

৪| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অডিও শুনলাম- আপনার গান সহ। সুন্দর উদ্যোগ। সফল হোক এই কামনা থাকলো।

০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৬

অচিন্ত্য বলেছেন:
অনেক ধন্যবাদ। গানসহ বিষয়টা বুঝতে পারছি না। যাই হোক। ভাল থাকুন। কথা হবে।

৫| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: আরণ্যক আমার প্রিয় বইগুলোর মাঝে একটি। এই উদ্যোগটা নেবার জন্য অনেক ধন্যবাদ জানবেন, অচিন্ত্য। অডিও শুনব অবশ্যই।

১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪০

অচিন্ত্য বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ প্রোফেসর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.