নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

i blog/therefore i exist

অচিন্ত্য

"জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ"

অচিন্ত্য › বিস্তারিত পোস্টঃ

অডিও বুক প্রজেক্ট-গল্পের আসরঃ আরণ্যক-দ্বিতীয় পরিচ্ছেদ

১৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৭

দোহাই

এই অডিও মূলত নাগরিকের জন্য যার দিনের একটা বড় অংশ যানজটে আটকা পড়ে থাকে। নাগরিক জীবনের চাপে বই নিয়ে বসার সময় হয়তো হয়ে ওঠেনা। যানজটেরর অসহ্য সময়টা গল্প শুনে কাটলে মন্দ কী ! গল্প তো শোনারই জিনিস।



ভণিতা

আমার কণ্ঠ বা পাঠ বিশেষ সুন্দর নয়। আমার রেকর্ডিং আয়োজনও দরিদ্র। সাউন্ড কোয়ালিটি জাতের না। তারপরও শুধুমাত্র প্রাণের টানে সকালে অফিস যাওয়ার তড়িঘড়ির মধ্যে একটুখানি সময় পেলে রেকর্ড করে রাখছি। সকালে রেকর্ড করার আরেকটা কারণ আছে। আমার কণ্ঠ তেমন ভারী না। সকালে একটু ভারী ভারী হয়ে থাকে। তাই।



নিবেদন

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমার কৌশোর এর প্রথম শিহরণ। তাঁর অরণ্যভ্রমণের বর্ণনাগুলো পড়ে মন ছুটে যেত প্রকৃতির নিবিড় সান্নিধ্যে। ছোট ক্লাসে প্রথম যেদিন 'আরণ্যক' নামটা পড়েছিলাম, মনের গভীর গোপন প্রদেশে অরণ্যচারী এক সন্নাসীর জন্ম হয়েছিল। কল্পনায় আমি অনেকবার গহীন অরণ্যের ভেতর হেঁটে বেড়িয়েছি। পায়ের নিচে শুকনো বাঁশপাতা চুর চুর হয়ে যাওয়ার শব্দে চমকে উঠেছি। স্বপ্নে ঝর্ণার শীতল জলের স্পর্শে গভীর রাতে ঘুম ভেঙেছে অনেকবার।



'আরণ্যক'- কি অদ্ভুত প্রশান্তির নাম ! বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর অরণ্যপ্রেমের দু'এক খানা গল্প ছোট ক্লাসে পড়ার সময় ভীষণ আপ্লুত হতাম। বড় হয়ে 'আরণ্যক' বইখানির দেখা পেলাম। বেশ কয়েকবার এই বইখানি পড়তে শুরু করেছিলাম। নানা কারণে শেষ করা হয়ে ওঠেনি। বিভূতিভূষণ আমার কাছে ধরা দিয়েছেন বার বার। তাঁকে হারিয়েও ফেলেছি বার বার। এবার তাঁকে কণ্ঠে ধরে রাখতে চাই। শ্রবণের আনন্দ আর পাঠের আনন্দ এক নয়। তারপরও রেকর্ড করছি পড়ার সময় নেই যাদের তারা শুনবেন এই আশায়।



এই বইখানি পড়তে পড়তে যে গভীর প্রশান্তির আবেশ জাগে তা ছড়িয়ে পড়ুক সবার মাঝে- এই আশা নিয়ে বইখানির একখানি অডিও ভার্সন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। দ্বিতীয় পরিচ্ছেদ পর্যন্ত রেকর্ড করেছি। পরিচ্ছেদগুলো উপ পরিচ্ছেদে ভাগ করা; যেমন- প্রথম পরিচ্ছেদ ১, প্রথম পরিচ্ছেদ ২ ইত্যাদি। একেকটি উপ পরিচ্ছেদ নিয়ে একেকটি ট্র্যাক করেছি। পাঠ করেছি ইউপিএল এর সংস্করণ থেকে।



দ্বিতীয় পরিচ্ছেদের লিংক

Click This Link

Click This Link

Click This Link

Click This Link

Click This Link



নিচের লিংকে শুরু থেকে দ্বিতীয় পরিচ্ছেদ পর্যন্ত সবগুলো ট্র্যাক একসাথে পাওয়া যাবে

Click This Link



মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৪

নস্টালজিক বলেছেন: চমৎকার প্রয়াস, অচিন্ত্য!

পরে শুনে জানাবো!

১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫১

অচিন্ত্য বলেছেন:
অনেক ধন্যবাদ ডিয়ার রানা ভাই
ভাল থাকুন
:)

২| ২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৮

হাসান মাহবুব বলেছেন: পড়া শেষ। এবার শোনার পালা!

২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৭

অচিন্ত্য বলেছেন: বলেন কি !
আমার পড়াও শেষ হয় নি।
আর রেকর্ড তো বহুদূর

৩| ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১:০৩

অদ্বিতীয়া আমি বলেছেন: ডাউনলোড করে রাখছি পর্ব গুলো , আগে পড়ে তারপর শুনবো ।

কিছুটা শুনলাম , বেশ ভালো লাগলো ,চমৎকার পড়েছেন ।
ব্যাক গ্রাউণ্ড সাউণ্ড টাও তো বেশ , তবে আর একটু কম লাউড হলে ভালো হতো ।

২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৫

অচিন্ত্য বলেছেন:
অনেক অনেক অনেক ধন্যবাদ ধৈর্য ধরে ডাউনলোড করে রাখার জন্য, ভাবার জন্য। আপনার পরামর্শ আমি গুরুত্বের সঙ্গে মনে রাখব। কোন পর্বের জন্য কথাটি বলেছেন জানালে আরো ভাল হয়। আমার মনে হয় ঝিঁঝিঁ পোকার ব্যাকগ্রাউন্ড। তাই কি ?

৪| ২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪৭

আরজু পনি বলেছেন:
প্রথমেই জন্মদিনের শুভেচ্ছা জানাই, প্রিয় অচিন্ত্য !:#P

পোস্টটা নিজের কাছে নিয়ে রাখলাম ।

ভাবছি মোবাইলে রেখে দিব । যেন পথের ক্লান্তিটা আনন্দে র রূপ নেয় ।

অনেক শুভকামনা ।।

২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৮

অচিন্ত্য বলেছেন: অসংখ্য ধন্যবাদ ডিয়ার আরজু পনি। অনেক ভাল লাগছে মোবাইলে রেখে দেওয়ার কথা শুনে।

ভাল থাকুন
শুভকামনা আপনার জন্যও

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৪

আশা জাগানিয়া বলেছেন:
অফটপিক...

সুতন্নী ও এমজিটা ইন্সটল করেছিলাম ।

এখন একটা ডকুমেন্ট সুতন্নী এমজিতে নিতে পারছি না ...অনেকটা অংশ করে রেখেছিলাম সুতন্নীতে বাকীটা বাধ্য হয়ে বৃন্দায় করলাম ।
কিন্তু প্রিন্ট করতে গেলে একই ফন্টে সেট না করলে তো মুশকিল :(

আপনিতো সকালের দিকে অনলাইনে থাকেন একটু পরামর্শ পেলে ভালো হতো :(

পোস্টের লিঙকটা দিয়ে গেলাম, এখানে ও বলতে পারেন ।
খুবই দুঃখিত, অফটপিকে কথা বলার জন্যে ।।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২১

অচিন্ত্য বলেছেন: ...উমমহ
আসলে সমস্যাটি হান্ড্রেড পারসেন্ট বুঝতে পারিনি। আপনার আপত্তি না থাকলে ফেসবুকে কথা হতে পারে। আমার ফেসবুক হোম পেজ এর লিঙ্ক দিচ্ছি।

https://www.facebook.com/achintyadju

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.