![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই প্রথম সামহোয়্যার ব্লগে অনেক ব্লগার এর সাথে নিজের নামটাও যুক্ত করতে সক্ষম হলাম। যদিও আমি আরও আগে এর সাথে যুক্ত হতে চাইছি কিন্তু কিছু জটিলতার কারণে আর পেরে উঠতে পারিনি। কিন্তু আজ আমি ফেরেছি, শুধু একজন মানুষের কারণে।
সে আমার আপন কেউ নয়। তার সাথে আমার কখনো দেখা হয়নি, কথাও হয়নি।
ভার্চুয়াল জগতে তার সাথে আমার পরিচয়।
আমি তার একজন ভক্ত,পাঠক,ছোট ভাই।
তার লেখা আমাকে অনেক পেরনা দিয়েছে এবং দিচ্ছে।
তার পরিচয় আমি এই ছোট্ট স্থানে হয়তো সব দিতে পারব না, কিন্তু তিনি অনেক গুণি একজন মানুষ।
যেমন- তিনি একজন লেখক,এই ব্লগেরও একজন ব্লগার,ব্যাংকার, এবং দারুণ একজন রোমান্টিক মানুষ।
এখনও তার নামটাও তো বলা হলো না।
তার নাম #ব্লগার কাজী ফাতেমা (ছবি)।
তিনি অনেক বড় দিলদ্বার একজন। সব চেয়ে বড় কথা তিনি একজন দারুণ মা।
আমার পাঁচটা বোন আছে। আমি হলাম সবার ছোট। সে হিসাবে বলা যায় ,আমি বোনদের ভালবাসা কম পায়নি। কিন্তু তার সাথে যখন চ্যাট হয় মনে হয় যেন, আমার আপন বোনের সাথে কথা হচ্ছে।
সর্বপরি তার দীর্ঘায়ু এবং শুভ কামনা করছি।
আর আমার জন্যেও দোয়া করবেন, আমি যেন আমার জীবন কে সুন্দর করে সাজাতে পরে। সবার মাঝে যাতে ফুলের মত মিষ্টি মনের মানুষ হতে পারি।
২| ২৩ শে মে, ২০১৬ রাত ১২:১২
কাশফুল মন (আহমদ) বলেছেন: ইনশাআল্লাহ, দোয়া করবেন।
৩| ২৮ শে মে, ২০১৬ সকাল ৮:০৮
সাদা মনের মানুষ বলেছেন: লিখতে থাকুন, আছি সাথে।
৪| ০৩ রা জুন, ২০১৬ দুপুর ২:৩৫
কাশফুল মন (আহমদ) বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০১৬ রাত ১২:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: সামুতে স্বাগতম
কৃতজ্ঞতা ভাইয়া এতটা সম্মান দেয়ার জন্য। আশাকরি সুন্দর সব কিছু আমাদের সাথে শেয়ার করবে। আর সাথেই থাকবে