![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ তোমায় খুব দেখতে ইচ্ছা করছে। তোমার সাথে কাটানো দিন গুলো খুব মনে পড়ছে। তুমি যখন আমার সামনে এসে একটা হাসি দিতে,তখন আমার ইচ্ছা করতো তোমার ঐই হাসিটা কে মিষ্টি চুম্বন দিয়ে,বরন করে নিতে।
কিন্তু আমি পারতাম না,কারণ আমার সাহসের অভাব ছিলো। তাই শুধু চেয়ে দেখতাম। আর তোমায় নি কল্পনা করতাম।
তোমার আর একটা জিনিস মাঝে মাঝে আমাকে নাড়া দেয়।
যখন আমি চ্যাট থাকতাম তখন তুমিই প্রথম আমাকে একটা ম্যাসেজ দিতে।
কিন্তু আমি না কখনও তোমাকে চ্যাটে খুজেও পেতাম না, তাই তোমাকে আগে কিছুই বলতে পারতাম না।
কিন্তু তুমি যখন বলতে স্যার কেমন আছেন। তখন আমি ভাবতাম তোমাকে কি জবাব দিবো। কোনরকম একটা দেওয়ার পর আবার চিন্তা করতাম এটা না বলে ঐটা বললে ভালো হতো।
কিন্তু এখন আর কেউ আমার খবর নেই না। সারা দিন - রাত চ্যাটে পরে থাকলেও কেউ কিছু বলে না।
আজ খুব মনে পড়ছে শুধু তোমাকে। কিন্তু তুমি কোথায় তা আমি এখন জানি না।
কারণ আমিও এখন আর আগের মত কারো খবর নিয় না। কেউ রাস্তায় কিছু বললেও শুধু চেয়ে থাকি। কারণ আমি এখন আমি নিরবোধ হয়ে গেছি।
©somewhere in net ltd.