![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি আমার গভীর রাতের
মিষ্টি মাখা চাঁদ,
তোমার জন্যে কাটে আমার
বসে সারা রাত!
তুমি আমার সকল ঋতুর
সব চেয়ে প্রিয় ঋৃতু,
তোমার জন্যে বসে আছি
আসবে নাকি একটু।
তুমি আমার সকল ফুলের
মধু-মাখা ফুল,
কখন তোমায় লাগিয়ে দেব
কানে দু'টো দুল!
তুমি আমার উড়াল দেওয়া
কন্ঠ শ্রী পাখি,
কখন আমি দেখব শুধু
তোমার দুটি আঁখি!
তুমি আমার মধু মাসের
মিষ্টি মাখা ফল,
তোমায় দেখলে চলে আসে
আমার চোখে জ্বল!
২| ০২ রা জুন, ২০১৬ রাত ১১:৩৬
কাশফুল মন (আহমদ) বলেছেন: ঠিক আছে,,,তবে এটা একটু দুষ্টোমির ছলে লিখেছি,,, ধন্যবাদ মন্তব্যের জন্যে।
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০১৬ বিকাল ৫:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হইছে । আরো লিখে যাও অবিরত
তবে শেষের লাইনটা পাল্টে দিলে ভাল হত
জিবে না চোখে দাও