![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রমজান মাস মানে বরকত মাস। মুসলমানদের জন্যে সব চেয়ে প্রিয় মাস। এই মাসে আল্লাহর সাথে বান্দার যোগাযোগ সব চেয়ে বেশি হয়। এই মাসে একটি নফল নামাজ,একটি ফরজ নামাজের সমান।
এই মাসে মানুষের মন যেমন থাকে,তা অন্য মাস গুলোতে চোখে পড়ে না। সবার মনে একটা করুণা করুণা ভাব থাকে।
সবাই গরিব মিসকিনদের প্রতি হাত বাড়িয়ে দেয়। যার কারণে আল্লাহও রিজিক বাড়িয়ে দেন।
কিন্তু রোজার প্রথম দিনেই আমার দুই হাজার টাকা লস দিতে হলো।
তাও আর একজনের টাকা। গাড়িতে পকেট মেরে দিলো নাকি,পড়ে গেলো তাও শিওরিটি দিতে পারছিনা।
এক তো আজ প্রচুর জ্যাম,তার উপর আমি ছিলাম দৌড়ের মধ্যে।
গাড়ি থেকে নেমে অজু করে এশার নামাজ পড়লাম,এরপর তারাবি ফেলাম চার রকাত। তা শেষ করে, বিতির পড়ে বাসায় আসলাম।
এরপর যখন পোশাক পরিবর্তন করলাম, তখনি টাকার কথা মনে পড়ল। এরপর পকেট চ্যাক করলাম, না পেয়ে রাস্তার কিছুটা দেখে আসলাম। কিন্তু পেলাম না।
কাল আমাকে এগুলো নিজ পকেট থেকে যার টাকা তাকে দিয়ে আসতে হবে।
রমজানের প্রথম দিনেই আল্লাহ আমাকে এমন পরিক্ষায় কেনো ফেললো।
২| ১১ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩
কাশফুল মন (আহমদ) বলেছেন: ঠিক ভাই
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১৬ সকাল ৯:০৮
সাদা মনের মানুষ বলেছেন: টাকা-পয়সা মোবাইল এসব নিয়ে সব সময় সতর্ক থাকা প্রয়োজন