![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিযে গরম ছিলো তখন
রোজা ফিরে আসেনি যখন,
অস্থির সবাই গ্রীষ্মের তাপে
চিন্তায় ছিলো রোজার আগমনে।
মাহে রমজান এলো ফিরে
রহমতের বার্তা নিয়ে,
অসহ্য গরম চলে গেছে
শান্তিতে সবাই রোজা রাখছে।
কেমনে থাকবে সবাই রোজা
এ অসহ্য তাপে,
সবার মাথায় ছিলো তখন
রোজা আগমনের পূর্বে।
রোজা যে আল্লাহর নেয়ামত
আবার হলো তা প্রমাণ,
আল্লাহর পথে থাকলে সবাই
হবে নিরাপদ।
২| ২৩ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২২
কাশফুল মন (আহমদ) বলেছেন: অবশ্যই,,,,
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০১৬ সকাল ১১:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা সব আল্লাহ তাআলার অসীম রহমত।