নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারণ মানুষ।

কাশফুল মন (আহমদ)

সবার আমি ছাত্র,শিখছি দিবা-রাত্র।

কাশফুল মন (আহমদ) › বিস্তারিত পোস্টঃ

চট্টগ্রাম এখন জ্যামের শহর।

১৬ ই জুন, ২০১৬ রাত ৯:৫৩

চট্টগ্রাম শহরের এমন কোন রোড নেই যে খানে জ্যাম পড়ে না।
আগে আমরা জ্যামের শহর ঢাকা কে চিনলেও এখন তার সাথে চট্টগ্রামও যোগ হয়েছে।
সকালে আগ্রাবাদ থেকে বের হলাম জ্যাম কে অতিক্রম করে। এরপর দেওয়ান হাট,টাইগারপাস, লালখান বাজারেও হালকার উপর জাপসা জ্যাম ওবার করতে হলো। এই জায়গা গুলোতে সাধারনত জ্যাম হওয়ার কথা না। তাও আবার সকালে,এরপর আবার রমজান মাস।
তারপর গেলাম জিইসিতে। সেখানে তো জ্যাম থাকবেই। এটা সবার জানার কথা। জিইসিতে একটা কাজ ছিলো তা শেষ করে মেট্রোপলিটন রোড দিয়ে রওনা দিলাম। বাবুল আক্তার স্ত্রীকে যেখানে মারা হলো সেখানে এখনও একটা কাপড়ে ঢাকা আছে। সেটাও জ্যাম। এরপর কে. সি.দে রোডে যাওয়ার সময় হালকা এক্সিডেন্ট করলাম। মোটর গাড়িতে ছিলাম ,তাই আর একটা গাড়িকে ওভার করার সময়,অন্য একটা সেখান দিয়ে ঢুকিয়ে দিয়েছে,আর তাতে দুই পাশের গাড়ির সাথে ঘষা খাইলাম। এরপর লাভ রোডে ঢুকে বৌদ্দমন্দির হয়ে কাতালগঞ্জে গেলাম জেল রোড হয়ে। সেখানেও পেলাম জ্যাম।
আসাদগঞ্জে কাজ শেষ করে, টেরিবাজার হয়ে সিরাজদৌলা রোডে আসলাম। এই দুইটাতেও পেলাম প্রচুর জ্যাম। এরপর চকবাজার অতিক্রম করে আসার সময়ও জ্যাম। তারপর পাচঁলাইশ থানা হয়ে আসলাম মুরাদপুর। সেখানে তো জ্যাম থাকবে। এটা পুরাতন কথা। যেদিন জ্যাম থাকবেনা সেদিন মনে হবে ঈদের দিন!
আর এখনও অবস্থান করছি মুরাদপুর। এখান থেকে বাসার উদ্দেশ্য ১ঘন্টা আগে মোটর সাইকেলে রওনা হলাম।
মুরাদপুর থেকে হালিশহর গিয়ে বাসায় ঢোকার সাথে সাথেই মসজিদ থেকে আজানের ধ্বনি শুনা গেলো। এতো জ্যাম বলে বুঝানো যাবে না। প্রতিটি অলি-গলিতে জ্যাম এখন চট্টগ্রামে।
গাড়ি বেড়ে গেছে নাকি রাস্তা ছোট হয়ে গেছে!! নাকি উন্নায়নে বাসতেছে!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৬ রাত ১:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: চট্টগ্রাম নিয়ে গর্ব করতাম। যাক, ভালোই হলো চট্টগ্রাম ছেড়ে দিয়েছি....

২| ১৭ ই জুন, ২০১৬ ভোর ৪:২০

কাশফুল মন (আহমদ) বলেছেন: সবাই ছেড়ে দিলে তো আর জ্যাম হবে না!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.