![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছেলেটি প্রতিদান কত আসা নিয়ে বাসা থেকো বের হয়। কিন্তু তার আসা গুলো সেখানে কবর হয়, যখন আবার খালি হাতে বাড়ি ফিরে।
কার থেকে শুনেছে, সিগারেট পান করলে টেনশন কমে। তাই মাঝে মাঝে একটা -দুইটা টান দিয়ে আকাশে উড়িয়ে দেয় সিগারেট এর ধুয়াগুলো।
ছেলেটি মাস শেষে প্রতিদিন সময় গুনতে থাকে কখন বেতন পাবে। একদিন, দুই দিন করে দশ দিন, পনের দিনও শেষ হয়ে যায় তবু তার বেতন সে ঠিক মত পায়না।
যাদের দ্বারা টাকা কামিয়ে আজ তারা বড় লোক। তারা এখন খবর রাখেনা সেই মানুষগুলোর।
কোন একটা উপন্যাসে পড়ে ছিলাম, ঈশ্বর এখানে থাকে না,ঈশ্বর থাকে ঐ ভদ্র পল্লীতে।
ছেলেটি এভাবে প্রতিদিন তার দিন গুলো পার করছে। কিন্তু অবস্থার কোন উন্নতি হচ্ছে না। ছেলেটি এখন ভাবছে সে কি করবে। গরিব বলে কেউ তার দিকে ফিরেও তাকায় না।
সাবার সাথে সে আগে প্রতিদিন হাসি-খুশিতে দিন পার করত।
আর এখন সে মানুষ দেখলে লুকিয়ে থাকতে চাই। কারো সাথে কথা বলতে ইচ্ছে করে না তবু জীবনের প্রয়োজনে কথা বলতে হচ্ছে।
মাঝে মাঝে ছেলেটি লুকিয়ে লুকিয়েও কান্না করে, কিন্তু কেউ দেখতে পায় না।
তখন সে আবার আল্লাহর কাছে সাহায্য চাই দু'টো হাত তুলে।
আর এভাবেই দিন কাটছে এখন ছেলেটির!!
২| ২৬ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
কাশফুল মন (আহমদ) বলেছেন: চেষ্টা করেছি একটু,,,,
ধন্যবাদ মতামতের জন্যে।
৩| ২৭ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩২
বিজন রয় বলেছেন: আপনি প্রতিউত্তর করেন কমেন্টস আকারে কেন?
প্রতিউত্তর করার অপশন রয়েছে তো।
৪| ২৮ শে জুন, ২০১৬ সকাল ১০:৫৪
কাশফুল মন (আহমদ) বলেছেন: কি ভাবে?
হয়তো এখনও অজ্ঞ থেকে গেলাম
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪
চাঁদগাজী বলেছেন:
লেখাটি তেমন কিছু বলছে না