![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু দিন ধরে মনে শুধু হতাশা কাজ করছে। মাথার মধ্য মনে হয় বোজা চেপে রয়েছে। কোন কিছুই যেন সফল ভাবে হচ্ছে না। কোন গল্প পড়তে চাইলে,কিছু পড়ার পর মন চায়না আর পড়তে। অথবা কিছুক্ষণ ফেবু ইউজ করার পর,আর ভালো লাগে না,একদরনের বিরক্তি কাজ করে। অথবা মন চাইলে কিছুক্ষণ গান বা ইউটিউব দেখলাম। কিন্তু পরক্ষণে আর ভাল লাগে না। অথবা অফিসে বসে থাকলাম,কিন্তু একটু পর আবার মন চটপট করতে থাকে। মোট কথা সব কিছুতে অসস্তি লাগে।
কিছুদিন ধরে চাইছিলাম আবার কিছু লেখা-লেখি করতে, কিন্তু সেটাও পারলাম না।
মন চাইছে সারাদিন ঘুরে ঘুরে মার্কেটিং করতে,কিন্তু সেটাও সম্ভব না, কারণ অনেক গুলো। সে দিকে আর নাই বা গেলাম।
হঠাৎ মন চাইছে একটা নিরব-নিরিবিলি যায়গাতে গিয়ে একদম একা বসে থাকব,আর ঐ আকাশের সাথে কথা বলব। কিন্তু সেটাও সম্ভব না, কারণ দেশে এখন এমন যায়গা কমই আছে।
আবার মাঝে মাঝে ইচ্ছা করে কারো হাত ধরে বা কারো পাশে বসে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে। কিন্তু সেটাও আমার মত এতো এই ভিরু কে দিয়ে হবে না।
কি করতে পারি আমি!!
আমার এতো চাওয়া কেন!
২| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ৩:৩৬
কাশফুল মন (আহমদ) বলেছেন: সেটাও এ লাজুক কে দিয়ে হবে না, ,,,,
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১৬ রাত ১২:১০
চাঁদগাজী বলেছেন:
অচেনা যায়গায় ন্যাংটা হয়ে হাঁটেন, সবাই ভাববে আপনি ফকির দরবেশ হয়ে গেছেন