![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার আশায় প্রতিদিন আমার দিনগুলো অবহেলায় চলে যাচ্ছে। যে দিন তোমাকে এই দুই চোখের আলোয় দেখে ছিলাম,
সে দিন থেকে আমার আলো জাপসা হয়ে গেছে। এখন কোন কিছুই আর সহজে আমার মনে ধরে না! কারণ তোমাকে দেখার পর আমার মনে এক অজানা তালা লেগে গেছে। কোনও চাবি দিয়ে সহজে তা খোলা যাবে না। একমাত্র তোমাকে ছাড়া।
আর যদি জোড় করে খুলতেই হয়,তাহলে এই মনটাকে কবর দিতে হবে। না হয় সম্ভব না। কারণ মনটা সারা দিন তোমার জন্যে চটপট করতে থাকে,তোমার জন্যে।
তোমার মধ্যে কি এমন যাদু আছে! যার জন্যে তোমাকেই আমার লাগতে হবে!
আরও অনেক মেয়ে তো রয়েছে। যাদের দেখতে তোমার চেয়ে সুন্দর।
কিন্তু তাদের প্রতি আমার আকর্ষণ নেই কেন!তার একমাত্র
কারণ তোমার দুই চোখ! তুমি যখন ঐই দুই চোখ দিয়ে আমার দিকে মায়াবী ভাবে তাকাও তখন আমার ইচ্ছে করে তোমার ঐই চোখের পাতায় আমার মায়াবী চুম্বনটা দিয়ে মনের ইচ্ছে টা পুর্ণ করি।
কিন্তু তাও হয় না। কারণ তোমার সাথে আমার আর দেখাও হয়নি, সেই দেখার পর থেকে। তুমি কোথায় থাকো মোর প্রিয়া!
তোমার মনে কি আমার মতো,
আমার জন্যে চটপপট করে না!
তোমার মনে কি আমার জন্যে একটুও ভালোবাসার জন্ম হয়নি!
ছেলে বলে কি আগে আমাকেই বলতে হবে, আমি তোমাকে ভালোবাসি প্রিয়া। কিন্তু কেন তুমি বলতে পারবে না আগে।
প্লিজ,একবার বলো না,আমি তোমাকে ভালোবাসি!
১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১:৩৯
কাশফুল মন (আহমদ) বলেছেন: মন্তব্যের জন্যে আপনাকেও ধন্যবাদ
২| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১:৪০
শাহরিয়ার কবীর বলেছেন: ভালবাসি ভাল কথা .....
তার জোড় আরো দ্বিগুন বাড়ান
১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:২৭
কাশফুল মন (আহমদ) বলেছেন: দোয়া করবেন,,,,ধন্যবাদ মন্তব্যের জন্যে।
৩| ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৪৪
টাইম টিউনার বলেছেন: ছেলে বলে কি আগে আমাকেই বলতে হবে, আমি তোমাকে ভালোবাসি প্রিয়া। -- ভালো লাগলো ভাই
১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৪৬
কাশফুল মন (আহমদ) বলেছেন: হা,হা, ধন্যবাদ। দোয়া করবেন
৪| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৩২
অরুনি মায়া অনু বলেছেন: ভাল লাগলে তো বলতেই হবে আগে। এমনও তো হতে পারে আপনাকে তার ভাল লাগেনি তাই সে কিছু বলেনি। কিন্তু আপনি আপনার মনের কথা তাকে জানিয়ে দিন।
৫| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ১:০৩
কাশফুল মন (আহমদ) বলেছেন: শুধু ভালবাসার কথা ছেলেরা কেন আগে বলতে হবে,,,,
ধন্যবাদ আপনার মতামতের জন্যে।
৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৮
ইমতিয়াজ মুহাম্মদ বলেছেন: ভালোবাসি!
০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:১৭
কাশফুল মন (আহমদ) বলেছেন: ভালোবাসা!!!
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১:৩৭
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: লেখার জন্য ধন্যবাদ।