![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইদানিং দিন গুলো যেন কেমন যাচ্ছে! কোন কিছুর উপর মন
বসাতে পারছি না।চার পাশের সব কিছু কে যেন শূণ্য মনে হয়।
পৃথীবিতে মনে হয় আমিই শুধু একটা প্রাণি।কেউ আমার না,আমিও
যেন কারো না। কেউ আর আগের মত খবর নেই না। মন চাইলে আমাকেই
নিতে হয় সবার খবর। মাঝে মাঝে মন চাই,আমি একদম নষ্ট হয়ে
যায়! যাতে আামাকে দেখলে সবাই ভয় পায়,সবাই হাত তুলে মোবারক
বাদ জানাবে! কিন্তু তাও পারি না। কারণ আমি একজন ভীরু। কারো
সাথে রাগ করতে পারিনা,কোন অন্যায় সহ্য করতে পারি না,কাও
গালি দিতে পারি না।
সম্প্রতি আবার সব সুন্দরীদের উপর শুধু ক্রাস খায়। হোক সে বিবাহিতা বা
অবিবাহিতা! কারো চেহারা দেখে,কারো বা হাসি দেখে অথবা কারো
চাওনি দেখে বা কারো চশমা পরা দেখে!
এটা কি বয়সের দোষ নাকি আমার মনের দোষ।
কিন্তু মাঝে মাঝে আবার চিন্তাও আসে সবাই কে ভালো লাগলে
কেমনে হবে। সবাই কে কি আমি পাব বা সম্ভব!
আাচ্ছা আমি যে এতো ক্রাস খায়,নারী জাতিও কি আমাকে দেখে
এমন ক্রাস খায়!
মনের অজানা প্রশ্ন!!!
২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:৩৬
কাশফুল মন (আহমদ) বলেছেন: হয়তো তাই,কিন্তু কিছু ব্যতিক্রম তো হতেই পারে,,,,,ধন্যবাদ
২| ২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১:২৯
মোটা ফ্রেমের চশমা বলেছেন: ক্রাশ একটি উত্তম পুষ্টিকর খাবার। খেয়ে দিন। হজম করুন। পাচক প্রক্রিয়াতে ফেলে দিন। মাথা বেশি ঘামাবেন না। তাইলেই সমস্যা হবে।
২৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:২৮
কাশফুল মন (আহমদ) বলেছেন: তাইতো খেয়ে যাচ্চি, তবে এতো খেলে তো মাথা এমনি ঘামায়,,,
৩| ২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ২:০৪
রক্তিম দিগন্ত বলেছেন:
ক্রাশ মানে চকিতেই ভাল লেগে যাওয়ার অনুভূতিটা সবারই হয়। সবাই মনে করে ছেলেরাই শুধু ক্রাশ খায় - কারণ তারা প্রকাশ করে। সেলেব থেকে আম পাবলিক সবার উপরই ছেলেরা ক্রাশ খায়।
নারিকুলও খায় - তবে সেটা শুধুই সেলেবদের উপর। নরমাল পার্সনদের উপর খায় কিনা জানিনা - কারণ, এমন কখনো কাউকে বলতে শুনিনি তো। জানব বলেও মনে হয় না।
২৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:২৯
কাশফুল মন (আহমদ) বলেছেন: হয়তো তাই
৪| ০৮ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫০
চাঁদগাজী বলেছেন:
বিয়ের বয়স হয়েছে, প্রকৃতি সেটাই জানান দিচ্ছে
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:২৩
মার্কো পোলো বলেছেন:
নারীকুল ক্রাস খাইলেও কখনো বলিবে না, কখনো জানিতেও পারিবেন না। অনলি আপনি নিজেই ক্রাস খাইতে থাকিবেন।
ভাল লাগলো।