![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু দিন ধরে মনটা কেমন হয়ে আছে ।কোন কিছুই আগের মত ভালো লাগছে না ।সারা দিন যেন,কেমন আন মরার মত বসে থাকে ।আহমদ কিন্তু আগে এমন ছিলো না ।সবার সাথে নিজ থেকে আগ বাড়িয়ে কথা বলতো। আর এখন ,কেউ দশটা প্রশ্ন করলে ,হয়তো দুই -একটার জবাব পায় ।
বাসাতে আগে মা-ভাবীর মধ্যে কোন কুট কথা হলে,
আহমদ সবার আগে তার প্রতিকার করত।আর এখন শুধু শুনেই যায় কোন প্রতিরোধ করেনা ।
যে আহমদ আগে সুন্দরী মেয়ে দেখলে আগ বাড়িয়ে কথা বলতে উদ্বীগ্ন থাকত। আর এখন সুন্দরী মেয়ে দেখলে তার মধ্যে তেমন কোন পরিবর্তন লক্ষ করা যায় না।হঠাৎ কেমন যেন হয়ে গেলো সে।
তবে ইদানিং মনে হচ্ছে অফিস নিয়েই তার বেশী সময় পার হচ্ছে ।কিছু দিন আগে শুনলাম বস নাকি বেতনও ঠিক মত দিচ্ছে না ।এর মধ্যে প্রায় চার মাসের বেতন আটকে আছে ।
যার কারণে হয়তো তাকে বেশি টেনশনে করতে দেখা যাচ্ছে। অনেক কষ্টে তার এই শখের চাকরিটা হয়ছে।
যার কারণে চাকরি হারানোর ভয়ে বসকে কিছুই বলছে না। চাকরি হারালে আবার অন্য একটি চাকরি যোগার করা বর্তমান সময়ে অনেক কঠিন ব্যপার।
আর তার উপর সে আগে তার সময়টা ঠিক মতে পার করতে পারত না।সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরত না হয় কথাও বসে আকাশের দিকে তাকিয়ে থাকত।কিন্তু চাকরি টা পাওয়ার পর তার সময় টা এখন কেমনে যে কেটে যায় সে নিজেও জানে না ।
তাই কোন প্রতিরোধ তার মধ্যে জেগে উঠছে না।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৭
কাশফুল মন (আহমদ) বলেছেন: সেটাই
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৫
আনিসা নাসরীন বলেছেন: জটিল অবস্থা।