![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবাই এখন ব্যস্ত কারো সাথে কথা বলার সময় নেই।কারো দিকে তাকানোর
সময় টুকু পর্যন্ত নেই। এমন কি সামনে পড়ে গেলেও, না দেখার বান করে কেটে পরে।
সবাই শুধু নিজে কে নিয়ে না হয় প্রেমিকা নিয়ে না হয় প্রযুক্তি নিয়ে বিজি এখন তো আবার
এতো প্রযুক্তি যে,একটা তে গেলে আর একটা ঢু মারার সময় টুকু পাওয়া যায় না।
যেমন- ফেসবুকে ঢুকলে টুইটারে যাওয়ার সময় হয় না।টুইটারে গেলে ইউটিওবে
যাওয়ার সময় থাকে না।ইউটিওবে গেলে ব্লগে যাওয়ার সময় হয়না।ব্লগে গেলে
গুগুল বা গুগুল প্লাসে ঢু মারার সময় হয়না।
গুগুল প্লাসে গেলে হোটসঅ্যাপে,ইমু,ভাইভারে যাওয়ার সময় হয়না।
ইদানিং আবার ইনস্টাগ্রাম টা জন প্রিয় হয়ে উঠছে। যেখানে শুধু সুন্দরীর
আবির্ভাব। এতো সুন্দরী যে,তাদের দেখতে দেখতে সব প্রেম উৎলে ওঠে।
এইযে ছাড় পাশে এতো প্রযুক্তির ছড়াছড়ি।সব কিছুই আমাদের উপকারের
জন্যে তৈরি।কিন্তু এতো প্রযুক্তিতে ডুবে গেলে আমাদের কাজের সময় বা কেমনে
থাকবে আমরা কেমনে আমাদের জতীকে আগামির স্বপ্ন সোনালী বাংলাদেশ
দেখাবো। প্রযুক্তির সাথে সাথে আমরাও তো দিন দিন প্রযুক্তি হয়ে যাচ্ছি।
কোন কাজ করতে পারছি না।অলস হয়ে যাচ্ছি। এখন আমরা একটু নড়ে খেতে
চাই না, সব অন্যকে দিয়ে করিয়ে নিতে চাই।আমরা এখন যেন একটা জিবন্ত রোবট।
খুদা না পেলে আর পেঠের খবর রাখিনা। আমাদের আচরণ হয়ে গেছে এখন জীব-জন্তুর
মত। ভালো ব্যবহার, ভালো শিক্ষা, ভালোবাসা সব কিছুই যান্ত্রিক হয়ে গেছে।
যার কারণে আজ আমাদের সমাজে অপরাধও বেড়ে গেছে। তাই আমাদের উচিত
আমাদের প্রয়োজনে প্রযুক্তি ব্যবহার করা,প্রযুক্তির প্রয়োজনে নয়।
২| ২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৩
সামিউল ইসলাম বাবু বলেছেন: চমৎকার উপস্থাপনা
৩| ২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৪
কাশফুল মন (আহমদ) বলেছেন: ধন্যবাদ আপনা দের মতামত এর জন্যে
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৯
চাঁদগাজী বলেছেন:
সামাজিক যোগাযোগ সফটওয়ারগুলো মানুষকে রবিনহুড বানায়ে দিচ্ছে।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৭
কাশফুল মন (আহমদ) বলেছেন: হাহা,, ঠিক বলেছেন,
ধন্যবাদ মতামতের জন্যে।
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
প্রশ্নবোধক (?) বলেছেন: স্বার্থের পৃথিবীতে সবাই একা। প্রয়োজনে সবাই আপন সবাই পর।