![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইদানিং দিন গুলো কেমন করে কাটতেছে,নিজেও জানিনা মাঝে মাঝে রাগে মন চাই কিছু খেয়ে কোন এক জাগায় পড়ে থাকতে!যাতে করে সব কিছু ভুলে থাকা যায়
আর কোন খবর যাতে আমার কানে না আসে!প্রথিবীতে আমিই একা শুধু। চারপাশ টা আমার কাছে বড়ই বেমানান হয়ে গেছে।কারে সাথে নিজ থেকে গিয়ে কথা বলার ইচ্ছা আর করে না।এমন কি কেও কিছু জিজ্ঞেস করলেও উত্তর দিতে আর মন চাই না।
তবু আমাকে এই ভুবনের কাছে হার মানতে হয়।না চাইলেও চলতে হলে কথা বলতে হয়।
সব কিছু তাহলে এমন কেন
ইদানিং কেউ আর নিজ থেকে খবরও নেই না।যদি না তাদের প্রয়োজন লাগে।পৃথিবীটা বরই স্বার্থপর।
কেও কারো লাভ ছাড়া,এক আনাও ছাড় দিতে চাই না।
কিছু দিন যাবত আবার সেও কোন যোগাযোগ করছে না।সে মানে যে কিছু দিন আমার সব খবর নিতে চাইতো কিন্তু হঠাৎ সে লুকায়িত। তার কোন খবর আমি জানি না,আমার কোন খবরও সে জানে না!সে কিছু না বলে না জানিয়ে কথা বলা বন্ধ করে দিয়েছে। তাই আমিও আর নিজ থেকে তাকে আর জালাতন করছি না।
তবে ম্যাসেজ করলে,সাথে সাথে উত্তর পায় না!কেন জানি ডিনায় করে চলছে।তাই আমিও চিন্তা করছি এবার ম্যাসেজ ও করা বন্ধ করে দেব।তবুও নববর্ষ উপলক্ষে শেষ ম্যাসেজ করেছি। আর সপাৎ নিয়েছি যে এটাই হবে আমার শেষ বার্তা। নিজ থেকে আর ইচ্ছা করে কোনও যোগাযোগ করব না।তবে সে করলে তখন না হয় আবার চিন্তা করব! যেমন করছে আমাদের দুই প্রধানমন্ত্রী। শুধু ঈদ-কোরবানে ঈদ কার্ড ফেরন
তবে ইদানিং মনেও কোন সাহস পাচ্ছি না। কোন কাজ করার জন্যে আর উৎস পায় না।তাইতো এখন ব্লগেও আর নিয়মিত আসা হয় না। সব কিছুই যেন বিরক্তি লাগে।
মন দিয়ে কোনটা করব।কোন টা করলে কি হবে।এসব করেই বা কি হবে ইত্যাদি চিন্তা সারাক্ষণ মনে হানা দেয়।
তাই সব দিক বিবেচনা করে আমি এখন ভালো নাই!!
২| ১৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫২
নীল-দর্পণ বলেছেন: সব সমস্যা কেটে যাক। নিজেকেই নিজের ভাল রাখতে হয়। ভাল থাকবেন সবসময়।
৩| ১৮ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৬
বিজন রয় বলেছেন: ভাল খারাপ সবার জীবনে আসে।
কোন চিন্তা করবেন না।
৪| ১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:২৭
কাশফুল মন (আহমদ) বলেছেন: সবার মন্তব্যে জবাব দেওয়ার পরও পোস্ট হচ্ছে না।
সবার সুন্দর মন্তব্যর জন্যে ধন্যবাদ
৫| ১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:২৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হতাশ হবেন না। সময়ের বিবর্তনে সব কিছু ঠিক হয়ে যাবে একদিন।
৬| ১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৩০
কাশফুল মন (আহমদ) বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৩
চাঁদগাজী বলেছেন:
এই সমস্যাই এখন সমাজের বড় সমস্যা; যোগাযোগ বেশী সহজ হওয়াতে এই সমস্যার সৃস্টি হয়েছে।